গিরিশ ভবনের জগদ্ধাত্রী পুজোর যাত্রাপালায় অভিনয় করতেন উত্তম কুমার

Last Updated:
1/6
• এই নিয়ে ২১০ বছরে পা রাখল ভবানীপুরের গিরিশ ভবনের জগদ্ধাত্রী পুজো ৷ এখানকার পুজোর ঐতিহ্য হল যাত্রাপালা ৷ এই বাড়ির ঠাকুরদালানে অভিনয় করে গিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ, উত্তমকুমার। ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
• এই নিয়ে ২১০ বছরে পা রাখল ভবানীপুরের গিরিশ ভবনের জগদ্ধাত্রী পুজো ৷ এখানকার পুজোর ঐতিহ্য হল যাত্রাপালা ৷ এই বাড়ির ঠাকুরদালানে অভিনয় করে গিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ, উত্তমকুমার। ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
2/6
• এখনও সেই ঐতিহ্য চলছে ৷ আজও বাড়ির সদস্যরা দল বেঁধে অভিনয় করেন ৷ এবার দু’টি পালার আয়োজন করেছে গিরিশ ভবনের সদস্যরা ৷ একটা ছোট দের ৷ সেখানে অভিনয় করছে ২-২০ বছরের সদস্যরা ৷ পালার নাম ‘মা জগদ্ধাত্রী উপাখ্যান’ ৷ বড়দের অন্য একটা পালা হচ্ছে ৷ রাজশেখর বসুর ‘ভূষণ্ডির মাঠে’ ৷ প্রতি বছর বহু মানুষ ভিড় করেন এই বাড়ির যাত্রা দেখতে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
• এখনও সেই ঐতিহ্য চলছে ৷ আজও বাড়ির সদস্যরা দল বেঁধে অভিনয় করেন ৷ এবার দু’টি পালার আয়োজন করেছে গিরিশ ভবনের সদস্যরা ৷ একটা ছোট দের ৷ সেখানে অভিনয় করছে ২-২০ বছরের সদস্যরা ৷ পালার নাম ‘মা জগদ্ধাত্রী উপাখ্যান’ ৷ বড়দের অন্য একটা পালা হচ্ছে ৷ রাজশেখর বসুর ‘ভূষণ্ডির মাঠে’ ৷ প্রতি বছর বহু মানুষ ভিড় করেন এই বাড়ির যাত্রা দেখতে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
3/6
• এই পরিবারের জগদ্ধাত্রীই ইষ্টদেবী ৷ পরবর্তীতে জগদ্ধাত্রীর পাশাপাশি দুর্গাপুজোরও আয়োজন করা হয় ৷ সারা বছর অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি পূজিত হন এখানে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
• এই পরিবারের জগদ্ধাত্রীই ইষ্টদেবী ৷ পরবর্তীতে জগদ্ধাত্রীর পাশাপাশি দুর্গাপুজোরও আয়োজন করা হয় ৷ সারা বছর অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি পূজিত হন এখানে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
4/6
• এই পরিবারে মেয়েদের জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষা নিতে হয় ৷ তারপরেই মায়ের ভোগ রান্না করতে পারেন বাড়ির সদস্যরা ৷ এই বাড়িতে ১ দিনই পুজো হয় ৷ পরের দিন বিসর্জন ৷ ভোগ হয় দেখার মতো ৷ খিচুড়ি, পোলাও, লাবড়া, পাঁচ ভাজা, চাটনি, বোঁদে ৷ রাতে লুচি বেগুন ভাজা, ফুলকপির তরকারি, সুজি দিয়ে, মোহনভোগ আরও অনেক কিছু ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
• এই পরিবারে মেয়েদের জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষা নিতে হয় ৷ তারপরেই মায়ের ভোগ রান্না করতে পারেন বাড়ির সদস্যরা ৷ এই বাড়িতে ১ দিনই পুজো হয় ৷ পরের দিন বিসর্জন ৷ ভোগ হয় দেখার মতো ৷ খিচুড়ি, পোলাও, লাবড়া, পাঁচ ভাজা, চাটনি, বোঁদে ৷ রাতে লুচি বেগুন ভাজা, ফুলকপির তরকারি, সুজি দিয়ে, মোহনভোগ আরও অনেক কিছু ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
5/6
• এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মেয়ে বৌদের নম সংকল্প হয় পুজোয় ৷  পুজোর পরের দিন বিসর্জনের আগে মা’কে বরণ করেন বাড়ির সধবা মহিলারা ৷ তারপর কাঁধে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় দেবীকে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
• এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মেয়ে বৌদের নম সংকল্প হয় পুজোয় ৷ পুজোর পরের দিন বিসর্জনের আগে মা’কে বরণ করেন বাড়ির সধবা মহিলারা ৷ তারপর কাঁধে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় দেবীকে ৷ ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
6/6
ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
ছবি: গিরিশ ভবনের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement