মাস্ক থাকলে কোভিড বিধিতে ৩ ফুট দূরত্ব বজায় যথেষ্ট, কেন সমীক্ষায় উঠে এল নতুন তথ্য ?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যদি দু'টি মানুষই মাস্ক পরেন, তাহলে এই দূরত্ব কতটা হওয়া উচিৎ? এক্ষেত্রেও কি ২ মিটার বা ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে?
করোনা থেকে বাঁচতে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। নানা দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে ন্যূনতম ২ মিটার অর্থাৎ ৬ ফুট দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। এর জেরে কিছুটা হলেও কমানো যাবে সংক্রমণের বাড়বাড়ন্ত। কিন্তু যদি দু'টি মানুষই মাস্ক পরেন, তাহলে এই দূরত্ব কতটা হওয়া উচিৎ? এক্ষেত্রেও কি ২ মিটার বা ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে? সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল এক নতুন তথ্য। আসুন বিশদে জেনে নেওয়া যাক!
advertisement
হার্ভার্ড মেডিকেল স্কুলের (Harvard Medical School) বেথ ইজরায়েল ডিকোনেস মেডিকেল সেন্টারের (Beth Israel Deaconess Medical Center) গবেষকরা একটি সমীক্ষা চালান। করোনা বিধি অনুযায়ী আমেরিকার ম্যাসাচুসেটসের স্কুলগুলিতে ছাত্রদের বসানোর বিষয়টির উপরেই শুরু হয় গবেষণা ও সমীক্ষা। সেই সূত্রেই উঠে আসে নতুন তথ্য। গবেষকদের দাবি, যদি দু'জনে মাস্ক পরে থাকে তাহলে ৬ ফুটের বদলে তিন ফুটের দূরত্বও সমান ভাবে কার্যকরী হবে। দিন কয়েক আগেই Clinical Infectious Diseases-এ প্রকাশিত হয়েছে এই সমীক্ষাপত্র।
advertisement
সমীক্ষার প্রেক্ষাপট গড়ে উঠেছে আমেরিকার ম্যাসাচুসেটসে। করোনার সংক্রমণ নিম্নমুখী হতেই ম্যাসাচুসেটস প্রশাসনের তরফে ফের বাচ্চাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনার দূরত্ববিধি মেনেই ক্লাসরুম সিটিংয়ের পরিকল্পনা করা হয়। এখান থেকেই শুরু হয় গবেষণা। ম্যাসাচুসেটসের নানা স্কুলের সামাজিক দূরত্ব, বসার ক্ষেত্রে নিয়মবিধি, মাস্ক ব্যবহার-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়।
advertisement
সবার মুখে মাস্ক থাকলেও ম্যাসাচুসেটসের জেলাগুলির কয়েকটি স্কুলে ৬ ফুটের জায়গায় ৩ ফুটের দূরত্ব বিধি মেনে চলা হচ্ছিল। বিশেষ করে এই স্কুলগুলিতে করোনার সংক্রমণের গতিবিধির উপর নজর রাখা হয়। এক্ষেত্রে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায়নি। গবেষকদের কথায়, ৬ ফুট হোক বা ৩ ফুট, উভয় ক্ষেত্রে যদি সবার মুখে মাস্ক থাকে, তাহলে করোনার সংক্রমণের খুব একটা বাড়াবাড়ি দেখা যায় না।
advertisement
সমীক্ষা শেষে গবেষকদের দাবি- যদি সবার মুখে মাস্ক থাকে, তাহলে সামাজিক দূরত্ব ৬ ফুট থেকে কমিয়ে তিন ফুট করা যেতে পারে। স্কুলে অর্থাৎ ক্লাসরুমে বসার ক্ষেত্রেও এই বিষয়টি প্রয়োগ করা যাবে। এই বিষয়ে সমীক্ষার লেখক ড. পলি ভ্যান ডেন বার্গ (Polly van den Berg) জানান, সমীক্ষায় মোট ২৫১টি স্কুল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
advertisement
১৬ সপ্তাহ (সেপ্টেম্বর-জানুয়ারি, ২০২১) ধরে সব মিলিয়ে ৫,৩৭,৩৩৬ ছাত্র-ছাত্রী ও ৯৯,৩৯০ জন শিক্ষাকর্মীর কাছ থেকে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই অনুযায়ী, মাস্ক বাধ্যতামূলক হলে এই ধরনের দূরত্ব কমানোর পদক্ষেপ করা যেতে পারে। এক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট স্কুলগুলির সুবিধা হবে। যাদের পরিকাঠামো খুব বড় নয়, তারাও সুবিধা পাবে। তবে জায়গা বড় হলে প্রয়োজনে ৬ ফুটের বিধি মানা যেতে পারে।