Zubeen Garg: জুবিনের মৃত্যুর ২০ দিন পার, এখনও কেন সিঁথিতে সিঁদুর পরেন স্ত্রী গরিমা? কারণ জানলে চোখের জল বাঁধ মানবে না

Last Updated:
জুবিনের মৃত্যুর পর আজ পর্যন্ত যতবার তিনি প্রকাশ্যে এসেছেন, তাঁকে সিঁদুর পরা অবস্থাতেই দেখা গিয়েছে। গায়কের মৃত্যুর ২০ দিন কেটে যাওয়ার পরেও কেন সিঁদুর পরছেন তিনি? শুরু হয়েছিল নিন্দুকেদের সমালোচনা! উত্তর দিলেন খোদ গরিমা
1/8
সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল। তার ঠিক এক দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা।
সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল। তার ঠিক এক দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
2/8
মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তখন তিনি সিঙ্গাপুরে। তড়িঘড়ি সিঙ্গাপুরের এক হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জুবিন। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন রবিবার। প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় ছিল মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান ভক্তরা।
মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তখন তিনি সিঙ্গাপুরে। তড়িঘড়ি সিঙ্গাপুরের এক হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জুবিন। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন রবিবার। প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় ছিল মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান ভক্তরা।
advertisement
3/8
জুবিন গর্গের মৃত্যু ঘিরে ধোঁয়াশা এখনও কাটছে না। ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্ত্রী গরিমা শাইকিয়া গর্গ। বিচার চান তিনি। জুবিনের মৃত্যুর পর আজ পর্যন্ত যতবার তিনি প্রকাশ্যে এসেছেন, তাঁকে সিঁদুর পরা অবস্থাতেই দেখা গিয়েছে। গায়কের মৃত্যুর ২০ দিন কেটে যাওয়ার পরেও কেন সিঁদুর পরছেন তিনি? শুরু হয়েছিল নিন্দুকেদের সমালোচনা! উত্তর দিলেন খোদ গরিমা
জুবিন গর্গের মৃত্যু ঘিরে ধোঁয়াশা এখনও কাটছে না। ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্ত্রী গরিমা শাইকিয়া গর্গ। বিচার চান তিনি। জুবিনের মৃত্যুর পর আজ পর্যন্ত যতবার তিনি প্রকাশ্যে এসেছেন, তাঁকে সিঁদুর পরা অবস্থাতেই দেখা গিয়েছে। গায়কের মৃত্যুর ২০ দিন কেটে যাওয়ার পরেও কেন সিঁদুর পরছেন তিনি? শুরু হয়েছিল নিন্দুকেদের সমালোচনা! উত্তর দিলেন খোদ গরিমা
advertisement
4/8
সাংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগঘন হয়ে পড়েছিলেন গরিমা। চোখের জল মুছতে মুছতে জানান, জুবিনের নামে আমি আমার বাকি জীবন সিদুঁর পরব। গরিমার ভাষায়, '' আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, যত দিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে আমি সিঁদুর পরব।''
সাংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগঘন হয়ে পড়েছিলেন গরিমা। চোখের জল মুছতে মুছতে জানান, জুবিনের নামে আমি আমার বাকি জীবন সিদুঁর পরব। গরিমার ভাষায়, '' আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, যত দিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে আমি সিঁদুর পরব।''
advertisement
5/8
গুয়াহাটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ প্যানেলের হাতে ইতিমধ্যেই জুবিন গর্গের ভিসেরা রিপোর্ট তুলে দিয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। ডিজিপি গুপ্তা জানান, “চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সেটি আদালতে জমা দেওয়া হবে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই তদন্ত এগিয়ে চলছে।”
গুয়াহাটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ প্যানেলের হাতে ইতিমধ্যেই জুবিন গর্গের ভিসেরা রিপোর্ট তুলে দিয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। ডিজিপি গুপ্তা জানান, “চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সেটি আদালতে জমা দেওয়া হবে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই তদন্ত এগিয়ে চলছে।”
advertisement
6/8
CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গরিমা জানান, '' জুবিনের মৃত্যুর আগের দিন ১৮ সেপ্টেম্বর রাতে জুবিনের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন ও কোনও পিকনিকের প্ল্যানের কথা জানায়নি। তাই এটা স্পষ্ট, জুবিন নিজেও পিকনিকের বিষয়ে কিছু জানত না।''
CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গরিমা জানান, '' জুবিনের মৃত্যুর আগের দিন ১৮ সেপ্টেম্বর রাতে জুবিনের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন ও কোনও পিকনিকের প্ল্যানের কথা জানায়নি। তাই এটা স্পষ্ট, জুবিন নিজেও পিকনিকের বিষয়ে কিছু জানত না।''
advertisement
7/8
গরিমা আরও জানান, '' সাধারণত জুবিন দিনের বেলায় ঘুমায়। তার মানে সেদিন ওকে জোর করে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ও ওষুধ খাচ্ছিল। আমি জানি না, সেদিন আদৌ ওকে ওষুধ দেওয়া হয়েছিল কী না।'' গরিমার কথায়, '' আমি সিদ্ধার্থর কাছে জানতে চাই, কী হয়েছিল? ও বলে, জলেই নাকি জুবিনের প্রথম সিজার অ্যাটাক-টা হয়।''
গরিমা আরও জানান, '' সাধারণত জুবিন দিনের বেলায় ঘুমায়। তার মানে সেদিন ওকে জোর করে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ও ওষুধ খাচ্ছিল। আমি জানি না, সেদিন আদৌ ওকে ওষুধ দেওয়া হয়েছিল কী না।'' গরিমার কথায়, '' আমি সিদ্ধার্থর কাছে জানতে চাই, কী হয়েছিল? ও বলে, জলেই নাকি জুবিনের প্রথম সিজার অ্যাটাক-টা হয়।''
advertisement
8/8
গরিমা বলেন, '' জুবিনের হার্টের কোনও সমস্যা ছিল না। যখন ওর সিজার অ্যাটাক হত, কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে যেত। এই মৃত্যু স্কুবা ডাইভিং-এর জন্য নয়। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। তদন্ত চলছে। আমরা সবাই জানতে চাই, ঠিক কী হয়েছিল। আমার আইনের প্রতি আস্থা আছে।''
গরিমা বলেন, '' জুবিনের হার্টের কোনও সমস্যা ছিল না। যখন ওর সিজার অ্যাটাক হত, কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে যেত। এই মৃত্যু স্কুবা ডাইভিং-এর জন্য নয়। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। তদন্ত চলছে। আমরা সবাই জানতে চাই, ঠিক কী হয়েছিল। আমার আইনের প্রতি আস্থা আছে।''
advertisement
advertisement
advertisement