advertisement
৬ সেপ্টেম্বর কাপুর পরিবারে খুশির হাওয়া বয়ে গিয়েছিল! দ্বিতীয়বার বাবা-মা হলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত ৷ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন মীরা। রাজপুত্রের নামকরণ হল জেন কাপুর ৷ এটি একটি আরবি শব্দ। দেখতে দেখতে জেনের বয়স প্রায় চার মাস হতে চলল, দিদি মিশা-র দু'বছর। ছেলে- মেয়ে নিয়ে শাহিদ-মীরার ভরভরন্ত সুখের সংসার। Photo Source: Collected
advertisement
৩০ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। 'নতুন' বাবা প্রাক্তন পাকিস্তান ক্রিকেট টিম-এর ক্যাপ্টেন শোয়েব আখতার নিজে সোশাল মিডিয়ায় সুখবরটি জানিয়েছিলেন। সানিয়া, শোয়েব ছেলের নাম রেখেছেন ইজহান। একটি সাক্ষাৎকারে সানিয়া বলেছিলেন, আমার সন্তানের পদবী কখনও শুধু মালিক নয়, মির্জা মালিক হবে। Photo Source: Collected
advertisement
এবছরের নতুন বাবা-মা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ১৩ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। নাম রেখেছেন আদিদেব। সুদীপা ইনস্টাগ্রামে শেয়ার করলেন, '' ছেলের নাম আদিদেব রাখার পিছনে একটা ঘটনা রয়েছে। সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব। বাবার সঙ্গেও নামের মিল রয়েছে।'' Photo Source: Collected
advertisement
১০ মে সন্ধেবেলায় নেহা ধুপিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আচমকা পোস্ট--হালকা গোলাপি লহেঙ্গায় সেজে, অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের পিঁড়িতে নায়িকা ৷ শোরগোল পড়ে গেল চারদিকে ৷ বিয়ে হয়ে গিয়েছে নায়িকার! এত লুকোচুরি করে বিয়ে করার কী ছিল? প্রশ্ন উঠতে শুরু করল ৷ কানাঘুষো শোনা গেল, নেহা নাকি প্রেগন্যান্ট ! যদিও এ নিয়ে তখনও মুখ খোলেননি নেহা, অঙ্গদ । অবশেষে নিজেরাই ইনস্টাগ্রামে শেয়ার করলেন--তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ সন্তানসম্ভবা নেহা ৷ ১৮ নভেম্বর মুম্বইয়ের খারের উইমেন্স হসপিটালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন নেহা ৷ নাম রাখা হল- মেহর ধুপিয়া বেদী ৷ মেহর পার্সি শব্দ, যার অর্থ আশীর্বাদ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের প্রথম ছবি পোস্ট করে অঙ্গদ লেখেন, ''ভাইগুরু মেহর করে।’’ অর্থাৎ গুরু আশীর্বাদ করুন। Photo Source: Collected