Year Ender 2023: ২০২৩-কে ক্ষতবিক্ষত করে চলে গেলেন যাঁরা, শেষবেলায় ফিরে তাকানো যাক সেই নক্ষত্রদের দিকে

Last Updated:
Year Ender 2023: পড়ন্ত বেলায় পিছনে ফিরে তাকালে চোখে পড়ে কিছু শূন্যস্থান। কিন্তু দেহ তো নশ্বর, থেকে যায় স্মৃতি। যাঁদের চলে যাওয়ায় ২০২৩ সাল ক্ষতবিক্ষত হয়েছে, তাঁদের দিকে আরও একবার ফিরে তাকানো যাক।
1/13
২০২৩-এর শেষবেলা প্রায় চলেই এল। আর কয়েক দিনেই শুরু হবে নতুন বছর। সমস্ত গ্লানি, যন্ত্রণা, হানি ভুলে নতুন শুরুর পালা। এই পড়ন্ত বেলায় পিছনে ফিরে তাকালে চোখে পড়ে কিছু শূন্যস্থান। কিন্তু দেহ তো নশ্বর, থেকে যায় স্মৃতি। যাঁদের চলে যাওয়ায় ২০২৩ সাল ক্ষতবিক্ষত হয়েছে, তাঁদের দিকে আরও একবার ফিরে তাকানো যাক।
২০২৩-এর শেষবেলা প্রায় চলেই এল। আর কয়েক দিনেই শুরু হবে নতুন বছর। সমস্ত গ্লানি, যন্ত্রণা, হানি ভুলে নতুন শুরুর পালা। এই পড়ন্ত বেলায় পিছনে ফিরে তাকালে চোখে পড়ে কিছু শূন্যস্থান। কিন্তু দেহ তো নশ্বর, থেকে যায় স্মৃতি। যাঁদের চলে যাওয়ায় ২০২৩ সাল ক্ষতবিক্ষত হয়েছে, তাঁদের দিকে আরও একবার ফিরে তাকানো যাক।
advertisement
2/13
দীনেশ ফাড়নিশ- গত ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন ৫৭ বছরের অভিনেতা। সিআইডি-র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশের মৃত্যুতে শোক মুম্বইয়ের টেলিপাড়ায়।
দীনেশ ফাড়নিশ- গত ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন ৫৭ বছরের অভিনেতা। সিআইডি-র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশের মৃত্যুতে শোক মুম্বইয়ের টেলিপাড়ায়।
advertisement
3/13
সতীশ কৌশিক- গত ৯ মার্চ আচমকা সকলকে ছেড়ে চলে যান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। দিল্লিতে বন্ধুর ফার্মহাউস থেকে ফেরার পথে চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ‘তেরে নাম’-এর পরিচালকের।
সতীশ কৌশিক- গত ৯ মার্চ আচমকা সকলকে ছেড়ে চলে যান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। দিল্লিতে বন্ধুর ফার্মহাউস থেকে ফেরার পথে চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ‘তেরে নাম’-এর পরিচালকের।
advertisement
4/13
ম্যাথিউ পেরি- ২৮ অক্টোবর ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু গোটা পৃথিবীকে শোকে ঢেকেছে। লস অ্যাঞ্জেলেসে বাড়ির স্যুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছরের অভিনেতাকে। কেটামাইন ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে পর্দার ‘চ্যান্ডলার বিং’য়ের।
ম্যাথিউ পেরি- ২৮ অক্টোবর ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু গোটা পৃথিবীকে শোকে ঢেকেছে। লস অ্যাঞ্জেলেসে বাড়ির স্যুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছরের অভিনেতাকে। কেটামাইন ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে পর্দার ‘চ্যান্ডলার বিং’য়ের।
advertisement
5/13
বৈভবী উপাধ্যায়- গত ২২ মে হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের বৈভবী উপাধ্যায়। মাত্র ৩২-এই পথ চলা শেষ হয় পর্দার জ্যাসমিনের।
বৈভবী উপাধ্যায়- গত ২২ মে হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের বৈভবী উপাধ্যায়। মাত্র ৩২-এই পথ চলা শেষ হয় পর্দার জ্যাসমিনের।
advertisement
6/13
নীতেশ পাণ্ডে- বৈভবীর মৃত্যুর দু’দিনের মাথায় ২৪ মে হঠাৎ চলে যান নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই মৃত্যু হয় ‘ওম শান্তি ওম’-এর অভিনেতার। ৫১ বছরের অভিনেতার আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি।
নীতেশ পাণ্ডে- বৈভবীর মৃত্যুর দু’দিনের মাথায় ২৪ মে হঠাৎ চলে যান নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই মৃত্যু হয় ‘ওম শান্তি ওম’-এর অভিনেতার। ৫১ বছরের অভিনেতার আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি।
advertisement
7/13
জুনিয়র মেহমুদ- গত ৮ ডিসেম্বর ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৭ বছর বয়সি অভিনেতা বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ। দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হয়নি।
জুনিয়র মেহমুদ- গত ৮ ডিসেম্বর ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৭ বছর বয়সি অভিনেতা বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ। দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হয়নি।
advertisement
8/13
সুমিত্রা সেন- গত ৩ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৮৯ বছরের বিশিষ্ট গায়িকা। তারপর নিউমোনিয়াও ধরা পড়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের মায়ের।
সুমিত্রা সেন- গত ৩ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৮৯ বছরের বিশিষ্ট গায়িকা। তারপর নিউমোনিয়াও ধরা পড়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের মায়ের।
advertisement
9/13
তাপস বাপি দাস- গত ২৫ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘মহীনের ঘোড়াগুলি’ শেষ ঘোড়া তাপস বাপি দাস। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৭০ বছরের শিল্পী। তাঁর চিকিৎসার খরচ তুলতে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু শেষরক্ষা হয়নি।
তাপস বাপি দাস- গত ২৫ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘মহীনের ঘোড়াগুলি’ শেষ ঘোড়া তাপস বাপি দাস। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৭০ বছরের শিল্পী। তাঁর চিকিৎসার খরচ তুলতে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
10/13
মাইকেল গ্যাম্বন- ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্জাইজির পরের ৬টি ছবিতে প্রফেসর ডাম্বেলডোরের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গত ২৭ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলে গেলেন ৮২ বছরের অভিনেতা মাইকেল গ্যাম্বন।
মাইকেল গ্যাম্বন- ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্জাইজির পরের ৬টি ছবিতে প্রফেসর ডাম্বেলডোরের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গত ২৭ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলে গেলেন ৮২ বছরের অভিনেতা মাইকেল গ্যাম্বন।
advertisement
11/13
সমরেশ মজুমদার- গত ৮ মে বাংলার সাহিত্যের জগতে ইন্দ্রপতন ঘটে। ৮১ বছরে সাহিত্যপ্রেমীদের ছেড়ে চলে যান সমরেশ মজুমদার। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণে কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ ‘কালবেলা’, ‘সাতকাহন’-এর মতো উপন্যাসের স্রষ্টার।
সমরেশ মজুমদার- গত ৮ মে বাংলার সাহিত্যের জগতে ইন্দ্রপতন ঘটে। ৮১ বছরে সাহিত্যপ্রেমীদের ছেড়ে চলে যান সমরেশ মজুমদার। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণে কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ ‘কালবেলা’, ‘সাতকাহন’-এর মতো উপন্যাসের স্রষ্টার।
advertisement
12/13
গৌতম হালদার- গত ৩ নভেম্বর প্রয়াত হন ‘ভালো থেকো’-এর পরিচালক গৌতম হালদার। সিনেমার পাশাপাশি নাট্য নির্দেশনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন পরিচালক।
গৌতম হালদার- গত ৩ নভেম্বর প্রয়াত হন ‘ভালো থেকো’-এর পরিচালক গৌতম হালদার। সিনেমার পাশাপাশি নাট্য নির্দেশনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন পরিচালক।
advertisement
13/13
অনুপ ঘোষাল- গত ১৫ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়ক ড. অনুপ ঘোষাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ ছবিতে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে।
অনুপ ঘোষাল- গত ১৫ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়ক ড. অনুপ ঘোষাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ ছবিতে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে।
advertisement
advertisement
advertisement