Yash Dasgupta| Nusrat Jahan|| যশের প্রথম পক্ষের সন্তানকে চেনেন? দীপাবলির সন্ধ্যায় প্রথমবার প্রকাশ্যে ঈশান-রিয়াংশ, দেখুন অ্যালবাম...

Last Updated:
Yash Dasgupta Nusrat Jahan shares first photo of their 2 son: দীপাবলির সন্ধ্যায় প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাও আবার যেখানে যশের বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে তার ছোট ভাই ঈশান জে দাশগুপ্ত।
1/10
*দীপাবলির সন্ধ্যায় একের পর এক সারপ্রাইজ! আলোর উত্সবে প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাও আবার যেখানে অভিনেতার বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে তার ছোট ভাই ঈশান জে দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*দীপাবলির সন্ধ্যায় একের পর এক সারপ্রাইজ! আলোর উত্সবে প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাও আবার যেখানে অভিনেতার বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে তার ছোট ভাই ঈশান জে দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/10
*যশের প্রথমপক্ষের ছেলে রিয়াংশ। তার বয়স ৯ বছর। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক বছর। তারপর থেকে ছেলে যশের কাছে থাকলেও, তাকে কোনওদিনই সেভাবে জনসমক্ষে আনেননি অভিনেতা। এই প্রথমবার একফ্রেমে দুই ভাইকে বন্দি করলেন 'বাবা' যশ দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*যশের প্রথমপক্ষের ছেলে রিয়াংশ। তার বয়স ৯ বছর। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক বছর। তারপর থেকে ছেলে যশের কাছে থাকলেও, তাকে কোনওদিনই সেভাবে জনসমক্ষে আনেননি অভিনেতা। এই প্রথমবার একফ্রেমে দুই ভাইকে বন্দি করলেন 'বাবা' যশ দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/10
*গত ২৬ অগাস্ট মা হন তৃণমূলের তারকা সাংসদ। নুসরতের মা হওয়া নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। কিন্তু, তাতে কোনওদিনই কোনও আমল দেননি নুসরত বা যশ। বরং বিতর্ক যত বেড়েছে, ততই সাহসী হয়ে উঠেছিলেন।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*গত ২৬ অগাস্ট মা হন তৃণমূলের তারকা সাংসদ। নুসরতের মা হওয়া নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। কিন্তু, তাতে কোনওদিনই কোনও আমল দেননি নুসরত বা যশ। বরং বিতর্ক যত বেড়েছে, ততই সাহসী হয়ে উঠেছিলেন।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/10
*নুসরত ছেলে হওয়ার পরে একটি বিপননীর উদ্বোধনে গিয়ে জানিয়েছিলেন, 'ঈশানের বাবা চাইলে, সেদিন সে ক্যামেরার সামনে আসবে।' তারপর থেকে ক্যামেরার লেন্স তাক করে থাকলেও খুদের দেখা পাওয়া যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*নুসরত ছেলে হওয়ার পরে একটি বিপননীর উদ্বোধনে গিয়ে জানিয়েছিলেন, 'ঈশানের বাবা চাইলে, সেদিন সে ক্যামেরার সামনে আসবে।' তারপর থেকে ক্যামেরার লেন্স তাক করে থাকলেও খুদের দেখা পাওয়া যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/10
*এমনকি ছবির শুটিংয়ে নুসরত এবং যশ দু'জনে কাশ্মীর উড়ে গেলেও কলকাতাতেই ছিল দু-মাসের ছোট্ট ঈশান। সম্ভবত সেই সময় চলে এল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*এমনকি ছবির শুটিংয়ে নুসরত এবং যশ দু'জনে কাশ্মীর উড়ে গেলেও কলকাতাতেই ছিল দু-মাসের ছোট্ট ঈশান। সম্ভবত সেই সময় চলে এল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
6/10
*কালীপুজোর দিন ২ মাসের ঈশানের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন মা নুসরত জাহান। এ দিন নুসরত এবং যশ দু'জনেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমবার দু'জনের একসঙ্গে একটি ছবিও শেয়ার করেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*কালীপুজোর দিন ২ মাসের ঈশানের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন মা নুসরত জাহান। এ দিন নুসরত এবং যশ দু'জনেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমবার দু'জনের একসঙ্গে একটি ছবিও শেয়ার করেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/10
*তবে চমক তখনও শেষ হয়নি। তার খানিক্ষণের মধ্যেই প্রথমে নুসরত ছেলে নিয়ে একটি ছবি শেয়ার করেন তাঁর স্টোরিতে। সেখানে ছেলের দিকে অপলক স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে নতুন মা। তারও খানিক পরে যশের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট হয় রিয়াংশ এবং ঈশানের প্রথম ছবি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*তবে চমক তখনও শেষ হয়নি। তার খানিক্ষণের মধ্যেই প্রথমে নুসরত ছেলে নিয়ে একটি ছবি শেয়ার করেন তাঁর স্টোরিতে। সেখানে ছেলের দিকে অপলক স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে নতুন মা। তারও খানিক পরে যশের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট হয় রিয়াংশ এবং ঈশানের প্রথম ছবি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
8/10
*এ দিন যশের পোস্ট করা ছবিতে নায়কের প্রথম সন্তান রিয়াংশের কোলে ছোট্ট ঈশান। ছোট্ট ভাইকে আগলে রেখেছে বড় দাদা। ক্যাপশনে যশ লিখেছেন ‘ভাইদের ভালোবাসা’। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*এ দিন যশের পোস্ট করা ছবিতে নায়কের প্রথম সন্তান রিয়াংশের কোলে ছোট্ট ঈশান। ছোট্ট ভাইকে আগলে রেখেছে বড় দাদা। ক্যাপশনে যশ লিখেছেন ‘ভাইদের ভালোবাসা’। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
9/10
*দীপাবলির সন্ধ্যায় নুসরত-জশ-রিয়াংশ এবং ঈশান চারজনেই পোশাক পরেছিলেন রঙ মিলিয়ে। বেগুনি শাড়িতে নুসরত। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ। যশের পরনে বেগুনি পাঞ্জাবি, সাদা সিল্কের পাজামা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*দীপাবলির সন্ধ্যায় নুসরত-জশ-রিয়াংশ এবং ঈশান চারজনেই পোশাক পরেছিলেন রঙ মিলিয়ে। বেগুনি শাড়িতে নুসরত। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ। যশের পরনে বেগুনি পাঞ্জাবি, সাদা সিল্কের পাজামা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
10/10
*ঈশান এবং রিয়াংশের পরনেও যশের মতো একই রঙের একই ডিজাইনের সিল্কের পাঞ্জাবি। যশ এবং নুসরতের ছবির সামনে জ্বলছে প্রদীপ। একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন দু'জনে। সেই ছবি দিয়ে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*ঈশান এবং রিয়াংশের পরনেও যশের মতো একই রঙের একই ডিজাইনের সিল্কের পাঞ্জাবি। যশ এবং নুসরতের ছবির সামনে জ্বলছে প্রদীপ। একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন দু'জনে। সেই ছবি দিয়ে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement