পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধে চমকে দিয়েছেন ইয়ামি গৌতম ৷ এই খবরের জন্য প্রস্তুত ছিল না বিনোদনদুনিয়া, তৈরি ছিলেন না নায়িকার অনুরাগীরাও ৷ তবে ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্যই প্রথম পুরুষ নন ইয়ামির জীবনে ৷ তার আগেও বর্ণময় চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছে ইয়ামির প্রেমজীবন ৷ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ইয়ামির ছবি ‘সনম রে’৷ এই ছবির সময় থেকেই অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে তাঁর সম্পর্ক গুঞ্জরিত হতে থাকে টিনসেল টাউনে ৷ পরে পুলকিতের ঘর ভাঙার কারণ হিসেবে উঠে আসে ইয়ামির নাম ৷ শোনা যায়, একই ছবিতে কাজের সুবাদে তাঁরা ঘনিষ্ঠ হয়ে পড়েন ৷ তাঁদের অন্তরঙ্গতা মেনে নিতে পারেননি পুলকিতের স্ত্রী শ্বেতা ৷ পুরনো বান্ধবী শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিতের দাম্পত্যের বয়স তখন মাত্র এক বছর ৷ গর্ভপাতের ফলে অসুস্থ শ্বেতা ছিলেন তাঁর মায়ের কাছে ৷ সে সময়েই চর্চিত হয় পুলকিত-ইয়ামি সম্পর্ক ৷ এই টানাপড়েনে শেষ হয়ে যায় পুলকিতের সদ্য শুরু হওয়া বিবাহিত জীবন ৷ তাঁকে ছেড়ে চলে যান শ্বেতা ৷ শুরু হয় বিবাহবিচ্ছেদের মামলা ৷ অবশ্য পুলকিত-ইয়ামি সম্পর্কও স্থায়ী হয়নি শেষ অবধি ৷ ভেঙে যায় তাঁদের প্রেমও ৷ পুলকিতের নামে নতুন গুঞ্জন শোনা যায় ‘বীরে দি ওয়েডিং’-এর নায়িকা কৃতী খরবান্দার সঙ্গে ৷ অন্যদিকে, পুলকিতের সঙ্গে দাম্পত্য ভেঙে যাওয়ার পর সলমনের পাতানো বোন শ্বেতা ব্যস্ত হয়ে পড়েন তাঁর ফ্রিল্যান্স সাংবাদিকতার কাজ নিয়ে ৷ ইয়ামি ডুব দিয়েছিলেন কেরিয়ারেই ৷ চুটিয়ে কাজ করছিলেন ছবি ও বিজ্ঞাপনে ৷ ‘ভিকি ডোনার’, ‘বদলাপুর’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘কাবিল’, ‘সরকার থ্রি’, ‘বালা’-র মতো বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ এক নম্বর নায়িকা হওয়ার প্রথাগত দৌড়ে কোনওদিন ছিলেন না ৷ তবে ইয়ামির জনপ্রিয়তায় কোনওদিন ভাটা পড়েনি ৷ পরবর্তী ‘ভুত পুলিশ’ ছবিতে তাঁকে দেখা যাবে ৷ অন্যদিকে প্রথম পরিচালনায় চমকে দেওয়া আদিত্য ব্যস্ত ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবি নিয়ে ৷ ‘উরি’-র মতো তাঁর এই ছবিতেও নায়ক ভিকি কৌশল ৷ আর, ‘উরি’-র আন্ডারকভার র’ এজেন্ট পল্লবী শর্মা ওরফে জেসমিন ডালমেইডা এখন তাঁর ঘরনি ৷