'পঞ্চায়েত' ওয়েব সিরিজের প্রথম সিজন মাত করেছিল, ২ বছর পর অ্যামাজন প্রাইমে এসেছে সিজন-২! এসেছে আর মন জয় করেছে! বড় বড় বাঘাদের বলে বলে গোল মেরে জনপ্রিয়তার শীর্ষে ‘টিভিএফ প্রোডাকশন’-এর নিপাট-সরল চিত্রনাট্যের, গ্রামের পটভূমিকায় এগিয়ে চলা সুন্দর একটা গল্প। আর এই সিজন দেখার পর রাতারাতি গোটা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছেন প্রধানজি আর মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। কে এই রিঙ্কি?
রিঙ্কি ওরফে সানভিকার ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে। কিন্তু ৯-৫টার গতেবাঁধা চাকরি তাঁর মনে ধরেনি। একটি সাক্ষাৎকারে তিনি জানান, '' মা বাবাকে বলেছিলাম, বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছি। কিন্তু আদতে গিয়েছিলাম মুম্বই। অভিনয়ের জন্য অডিশন দিতে। আমার বন্ধু, যাঁরা ইতিমধ্যেই অভিনয় জগতে আছে, আমায় ভীষণভাবে সাহায্য করেছিল।''