Who is Rinky?: রাতারাতি দেশের চোখের মণি 'পঞ্চায়েত' সিরিজের প্রধানের মেয়ে, কে এই 'রিঙ্কি'?

Last Updated:
চিনে নিন 'পঞ্চায়েত ২'-এর সেনসেশন রিঙ্কি-কে
1/8
'পঞ্চায়েত' ওয়েব সিরিজের প্রথম সিজন মাত করেছিল, ২ বছর পর অ্যামাজন প্রাইমে এসেছে সিজন-২! এসেছে আর মন জয় করেছে! বড় বড় বাঘাদের বলে বলে গোল মেরে জনপ্রিয়তার শীর্ষে ‘টিভিএফ প্রোডাকশন’-এর নিপাট-সরল চিত্রনাট্যের, গ্রামের পটভূমিকায় এগিয়ে চলা সুন্দর একটা গল্প। আর এই সিজন দেখার পর রাতারাতি গোটা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছেন প্রধানজি আর মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। কে এই রিঙ্কি?
'পঞ্চায়েত' ওয়েব সিরিজের প্রথম সিজন মাত করেছিল, ২ বছর পর অ্যামাজন প্রাইমে এসেছে সিজন-২! এসেছে আর মন জয় করেছে! বড় বড় বাঘাদের বলে বলে গোল মেরে জনপ্রিয়তার শীর্ষে ‘টিভিএফ প্রোডাকশন’-এর নিপাট-সরল চিত্রনাট্যের, গ্রামের পটভূমিকায় এগিয়ে চলা সুন্দর একটা গল্প। আর এই সিজন দেখার পর রাতারাতি গোটা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছেন প্রধানজি আর মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। কে এই রিঙ্কি?
advertisement
2/8
রিঙ্কির আসল নাম সানভিকা, যদিও কয়েকটি ওয়েবসাইটের দাবি, তাঁর আসল নাম পূজা সিং। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অভিনেতা হিসাবে তাঁর নাম সানভিকা-ই বলা হয়েছে।
রিঙ্কির আসল নাম সানভিকা, যদিও কয়েকটি ওয়েবসাইটের দাবি, তাঁর আসল নাম পূজা সিং। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অভিনেতা হিসাবে তাঁর নাম সানভিকা-ই বলা হয়েছে।
advertisement
3/8
রিঙ্কি ওরফে সানভিকার ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে। কিন্তু ৯-৫টার গতেবাঁধা চাকরি তাঁর মনে ধরেনি। একটি সাক্ষাৎকারে তিনি জানান, '' মা বাবাকে বলেছিলাম, বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছি। কিন্তু আদতে গিয়েছিলাম মুম্বই। অভিনয়ের জন্য অডিশন দিতে। আমার বন্ধু, যাঁরা ইতিমধ্যেই অভিনয় জগতে আছে, আমায় ভীষণভাবে সাহায্য করেছিল।''
রিঙ্কি ওরফে সানভিকার ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে। কিন্তু ৯-৫টার গতেবাঁধা চাকরি তাঁর মনে ধরেনি। একটি সাক্ষাৎকারে তিনি জানান, '' মা বাবাকে বলেছিলাম, বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছি। কিন্তু আদতে গিয়েছিলাম মুম্বই। অভিনয়ের জন্য অডিশন দিতে। আমার বন্ধু, যাঁরা ইতিমধ্যেই অভিনয় জগতে আছে, আমায় ভীষণভাবে সাহায্য করেছিল।''
advertisement
4/8
 ‘পঞ্চায়েত’ সিরিজের মাধ্যমেই অভিনয় জগতে ডেবিউ করেন সানভিকা।
‘পঞ্চায়েত’ সিরিজের মাধ্যমেই অভিনয় জগতে ডেবিউ করেন সানভিকা।
advertisement
5/8
ওয়েব সিরিজের প্রথম সিজন জুড়ে তাঁর নাম বার বার উল্লেখ করলেও শেষ দৃশ্যে এক ঝলকের জন্য রিঙ্কিকে দেখানো হয়েছিল। কোনও সংলাপ ছিল না তাঁর। দ্বিতীয় সিজনে রিঙ্কির চরিত্রটি ভাল করে ফুটিয়ে তোলা হয়েছে! বলা বাহুল্য, দর্শককূলের মন কেড়েছে সানভিকার তুখড় অভিনয়, অভিব্যক্তি।
ওয়েব সিরিজের প্রথম সিজন জুড়ে তাঁর নাম বার বার উল্লেখ করলেও শেষ দৃশ্যে এক ঝলকের জন্য রিঙ্কিকে দেখানো হয়েছিল। কোনও সংলাপ ছিল না তাঁর। দ্বিতীয় সিজনে রিঙ্কির চরিত্রটি ভাল করে ফুটিয়ে তোলা হয়েছে! বলা বাহুল্য, দর্শককূলের মন কেড়েছে সানভিকার তুখড় অভিনয়, অভিব্যক্তি।
advertisement
6/8
সোশ্যাল মিডিয়ায় সানভিকা বেশ জনপ্রিয়। ওয়েব সিরিজে তাঁকে মূলত সালোয়ার কামিজে দেখা গেলেও, ইনস্টাগ্রামে ওয়েস্টার্ন পোশাকে তাঁর একাধিক ছবি রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সানভিকা বেশ জনপ্রিয়। ওয়েব সিরিজে তাঁকে মূলত সালোয়ার কামিজে দেখা গেলেও, ইনস্টাগ্রামে ওয়েস্টার্ন পোশাকে তাঁর একাধিক ছবি রয়েছে।
advertisement
7/8
বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার।
বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার।
advertisement
8/8
সানভিকার প্রিয় অভিনেতা মাধুরী দীক্ষিত এবং দীপিকা পাড়ুকোন। পছন্দ করেন অনুষ্কা শর্মাকেও।
সানভিকার প্রিয় অভিনেতা মাধুরী দীক্ষিত এবং দীপিকা পাড়ুকোন। পছন্দ করেন অনুষ্কা শর্মাকেও।
advertisement
advertisement
advertisement