Aamir Khan's Girlfriend: এক ছেলের মা, শরীরে বিদেশি রক্ত! জানেন ৬০ বছরেও কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খান? কে সেই রহস্যময়ী?

Last Updated:
আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে—ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। কিরণের সঙ্গে তার এক ছেলে আছে, আজাদ, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। আমির তার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
1/7
দু’দুবার বিয়ে ভেঙেছে তার৷ নাম জড়িয়েছে অনস্ক্রিন মেয়ের সঙ্গেও৷ নিজের ৬০ বছর বয়সে এসেও ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খান৷ শুধু তাই নয়, জন্মদিনের পার্টিতে শাহরুখ-সলমনের মতো পুরনো সহকর্মী বন্ধুদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছেন নতুন গার্লফ্রেন্ডের৷ সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি বলছেন তাঁর কথা৷
দু’দুবার বিয়ে ভেঙেছে তার৷ নাম জড়িয়েছে অনস্ক্রিন মেয়ের সঙ্গেও৷ নিজের ৬০ বছর বয়সে এসেও ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খান৷ শুধু তাই নয়, জন্মদিনের পার্টিতে শাহরুখ-সলমনের মতো পুরনো সহকর্মী বন্ধুদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছেন নতুন গার্লফ্রেন্ডের৷ সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি বলছেন তাঁর কথা৷
advertisement
2/7
এরপরই হইহই কাণ্ড, কে তবে আমির খানের নতুন প্রেমিকা? আমির নিজেই জানিয়েছেন, তিনি গৌরীর প্রেমে পড়েছেন৷ গৌরী স্প্র্যাট৷ তাঁরা দু’জনেই বর্তমানে একসঙ্গে থাকেন৷ গৌরীর আগের একটি সন্তানও রয়েছে৷ আমির এবং গৌরী দু’জনেই এই সম্পর্কে ভীষণ খুশি৷ তবে ষাট বছরে এসে ফের বিয়ে করবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন আমির খান৷
এরপরই হইহই কাণ্ড, কে তবে আমির খানের নতুন প্রেমিকা? আমির নিজেই জানিয়েছেন, তিনি গৌরীর প্রেমে পড়েছেন৷ গৌরী স্প্র্যাট৷ তাঁরা দু’জনেই বর্তমানে একসঙ্গে থাকেন৷ গৌরীর আগের একটি সন্তানও রয়েছে৷ আমির এবং গৌরী দু’জনেই এই সম্পর্কে ভীষণ খুশি৷ তবে ষাট বছরে এসে ফের বিয়ে করবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন আমির খান৷
advertisement
3/7
তাঁর নাম নিয়ে হইচই পড়ে গেলেও সংবাদমাধ্যমে সামনে গৌরী স্প্র্যাট আসেননি৷ তার তেমনছবি সোশ্যাল মিডিয়াতেও নেই৷ তাহলে কে এই রহস্যময়ী? কীই বা তার পরিচয়? কেমন দেখতে তাঁকে?
তাঁর নাম নিয়ে হইচই পড়ে গেলেও সংবাদমাধ্যমে সামনে গৌরী স্প্র্যাট আসেননি৷ তার তেমনছবি সোশ্যাল মিডিয়াতেও নেই৷ তাহলে কে এই রহস্যময়ী? কীই বা তার পরিচয়? কেমন দেখতে তাঁকে?
advertisement
4/7
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা৷ বর্তমানে আমির খান ফিল্মস-এই কাজ করছেন। তিনি পেশাদার হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির উপর এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ৷ গৌরীর দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি এক ছয় বছর বয়সি সন্তানের মা।
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা৷ বর্তমানে আমির খান ফিল্মস-এই কাজ করছেন। তিনি পেশাদার হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির উপর এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ৷ গৌরীর দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি এক ছয় বছর বয়সি সন্তানের মা।
advertisement
5/7
আমির জানিয়েছেন, গৌরী আর তিনি গত ২৫ বছর ধরে বন্ধু৷ বর্তমানে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়িয়েছে৷ তাঁর পরিবারও গৌরীকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরির পরিচয় হয়েছে, যখন তাঁরা আমিরের বাড়িতে একটি ব্যক্তিগত ডিনারে অংশ নেন।
আমির জানিয়েছেন, গৌরী আর তিনি গত ২৫ বছর ধরে বন্ধু৷ বর্তমানে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়িয়েছে৷ তাঁর পরিবারও গৌরীকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরির পরিচয় হয়েছে, যখন তাঁরা আমিরের বাড়িতে একটি ব্যক্তিগত ডিনারে অংশ নেন।
advertisement
6/7
আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে—ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। কিরণের সঙ্গে তার এক ছেলে আছে, আজাদ, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। আমির তার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে—ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। কিরণের সঙ্গে তার এক ছেলে আছে, আজাদ, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। আমির তার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
advertisement
7/7
আমিরের সর্বশেষ ছবি ‘লাল সিং চড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হয়। তবে তিনি ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি ‘তারে জমিন পর’-এর অভিনেতা দর্শিল সাফারির সঙ্গে কাজ করবেন।
আমিরের সর্বশেষ ছবি ‘লাল সিং চড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হয়। তবে তিনি ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি ‘তারে জমিন পর’-এর অভিনেতা দর্শিল সাফারির সঙ্গে কাজ করবেন।
advertisement
advertisement
advertisement