SRK: প্রথম উপহার হিসাবে গৌরীকে কী দিয়েছিলেন শাহরুখ? অনুরাগীর প্রশ্নের জবাব দিলেন 'কিং খান'!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
একটা সময় ছিল যখন সামাজিক মাধ্যম আসেনি। আসেনি রিলস, স্ন্যাপচ্যাটও। ছিল না বাহারি উপহারের হাজারও অপশনও। তবে ছিল এক অগাধ ভালবাসা, দু'জনের প্রতি অটুট বিশ্বাস।
advertisement
advertisement
এমন তথ্যই জানতে চেয়েছিলেন তাঁর এক অনুরাগী। তাঁর কথায়, "যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে সেই দিনের পর ৩৪ বছর পেরিয়ে গিয়েছে… তাঁকে আমি সেই দিন এক জোড়া গোলাপি প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়।" প্রতীকী ছবিওই একজোড়া কানের দুলই ছিল গৌরীর কাছে অমূল্য। দামি নয়, তবে তাতে মিশে ছিল ভালবাসা, ভাল থাকার অঙ্গীকার। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement