SRK: প্রথম উপহার হিসাবে গৌরীকে কী দিয়েছিলেন শাহরুখ? অনুরাগীর প্রশ্নের জবাব দিলেন 'কিং খান'!

Last Updated:
একটা সময় ছিল যখন সামাজিক মাধ্যম আসেনি। আসেনি রিলস, স্ন্যাপচ্যাটও। ছিল না বাহারি উপহারের হাজারও অপশনও। তবে ছিল এক অগাধ ভালবাসা, দু'জনের প্রতি অটুট বিশ্বাস।
1/6
 একটা সময় ছিল যখন সামাজিক মাধ্যম আসেনি। আসেনি রিলস, স্ন্যাপচ্যাটও। ছিল না বাহারি উপহারের হাজারও অপশনও। তবে ছিল এক অগাধ ভালবাসা, দু'জনের প্রতি অটুট বিশ্বাস। গৌরী খান ও শাহরুখ খান বলিউডের এই পাওয়ার কাপলের প্রেমচর্চা আজও চলে সিনেদুনিয়ার অন্দরে। প্রতীকী ছবি
একটা সময় ছিল যখন সামাজিক মাধ্যম আসেনি। আসেনি রিলস, স্ন্যাপচ্যাটও। ছিল না বাহারি উপহারের হাজারও অপশনও। তবে ছিল এক অগাধ ভালবাসা, দু'জনের প্রতি অটুট বিশ্বাস। গৌরী খান ও শাহরুখ খান বলিউডের এই পাওয়ার কাপলের প্রেমচর্চা আজও চলে সিনেদুনিয়ার অন্দরে। প্রতীকী ছবি
advertisement
2/6
 আজ শাহরুখ চাইলে গোটা পৃথিবী কিনে নিতে পারেন। তাঁর রয়েছে গাড়ি, বাড়ি, বিলাসবহুল বাহারি জীবন। শূন্য থেকে শুরু করা এই সুপারস্টার গৌরীকে প্রথম দিবসে কী উপহার দিয়েছিলেন জানেন? প্রতীকী ছবি
আজ শাহরুখ চাইলে গোটা পৃথিবী কিনে নিতে পারেন। তাঁর রয়েছে গাড়ি, বাড়ি, বিলাসবহুল বাহারি জীবন। শূন্য থেকে শুরু করা এই সুপারস্টার গৌরীকে প্রথম দিবসে কী উপহার দিয়েছিলেন জানেন? প্রতীকী ছবি
advertisement
3/6
 এমন তথ্যই জানতে চেয়েছিলেন তাঁর এক অনুরাগী। তাঁর কথায়, "যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে সেই দিনের পর ৩৪ বছর পেরিয়ে গিয়েছে… তাঁকে আমি সেই দিন এক জোড়া গোলাপি প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়।" প্রতীকী ছবি<br />ওই একজোড়া কানের দুলই ছিল গৌরীর কাছে অমূল্য। দামি নয়, তবে তাতে মিশে ছিল ভালবাসা, ভাল থাকার অঙ্গীকার। প্রতীকী ছবি
এমন তথ্যই জানতে চেয়েছিলেন তাঁর এক অনুরাগী। তাঁর কথায়, "যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে সেই দিনের পর ৩৪ বছর পেরিয়ে গিয়েছে… তাঁকে আমি সেই দিন এক জোড়া গোলাপি প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়।" প্রতীকী ছবিওই একজোড়া কানের দুলই ছিল গৌরীর কাছে অমূল্য। দামি নয়, তবে তাতে মিশে ছিল ভালবাসা, ভাল থাকার অঙ্গীকার। প্রতীকী ছবি
advertisement
4/6
 দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখের। একবুক স্বপ্ন নিয়ে পা রেখেছিলে আরব সাগরের তীরে মায়ানগরীতে। সেখানেই আলাপ গৌরীর সঙ্গে। তুলনামূলক ভাবে গৌরীর পরিবার ছিল অবস্থাপন্ন। প্রতীকী ছবি
দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখের। একবুক স্বপ্ন নিয়ে পা রেখেছিলে আরব সাগরের তীরে মায়ানগরীতে। সেখানেই আলাপ গৌরীর সঙ্গে। তুলনামূলক ভাবে গৌরীর পরিবার ছিল অবস্থাপন্ন। প্রতীকী ছবি
advertisement
5/6
 তবে ধর্ম বা আর্থিক ভেদাভেদ তাঁদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পর ভাড়া বাড়িতে এসে উঠেছিলেন দু'জনে। হনিমুনে গিয়েছিলেন দার্জিলিং। প্রতীকী ছবি
তবে ধর্ম বা আর্থিক ভেদাভেদ তাঁদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পর ভাড়া বাড়িতে এসে উঠেছিলেন দু'জনে। হনিমুনে গিয়েছিলেন দার্জিলিং। প্রতীকী ছবি
advertisement
6/6
 এত বছর পার হয়েছে। অভাব কাকে বলে, তা ভুলেছেন দু'জনেই। তবে যা ভোলেননি তা হল একে অপরের প্রতি ভালবাসা। পাশে থাকার সত্যিকারের প্রতিশ্রুতি। তাই বছর কাটলেও গৌরীকে দেওয়া সেইদিনের উপহার ভোলেন নি 'কিং খান'। প্রতীকী ছবি
এত বছর পার হয়েছে। অভাব কাকে বলে, তা ভুলেছেন দু'জনেই। তবে যা ভোলেননি তা হল একে অপরের প্রতি ভালবাসা। পাশে থাকার সত্যিকারের প্রতিশ্রুতি। তাই বছর কাটলেও গৌরীকে দেওয়া সেইদিনের উপহার ভোলেন নি 'কিং খান'। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement