Kanchan-Sreemoyee Wedding: 'বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে...!' এটা কী করলেন কাঞ্চন? লজ্জায় লাল তৃতীয় স্ত্রী

Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন মল্লিক৷ সকলকে চমকে দিয়ে বিয়ের খবর ফাঁস করলেন তারকা জুটি৷
1/6
খুল্লামখুল্লা প্রেম করতে কখনওই সাবলীল ছিলেন না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ এমনকী নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে নারাজ ছিলেন তারা৷ কখনও ভাই-বোন, কখনও বন্ধুত্ব বলে দাবি করেছেন তাঁরা৷ এবার আইনত স্বামী-স্ত্রী হলেন তারকা জুটি৷
খুল্লামখুল্লা প্রেম করতে কখনওই সাবলীল ছিলেন না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ এমনকী নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে নারাজ ছিলেন তারা৷ কখনও ভাই-বোন, কখনও বন্ধুত্ব বলে দাবি করেছেন তাঁরা৷ এবার আইনত স্বামী-স্ত্রী হলেন তারকা জুটি৷
advertisement
2/6
রাতারাতি বিয়ে, টের পেল না কাকপক্ষীও৷ গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরে নিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ আচমকাই সকলকে চমকে দিয়ে বিয়ের খবর ফাঁস করলেন তারকা জুটি৷
রাতারাতি বিয়ে, টের পেল না কাকপক্ষীও৷ গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরে নিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ আচমকাই সকলকে চমকে দিয়ে বিয়ের খবর ফাঁস করলেন তারকা জুটি৷
advertisement
3/6
প্রাক্তন  স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের কথা প্রকাশ্যে আসার দিন দুয়েকের মধ্যে বিয়ে সেরে নিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ কেন এত তাড়াহুড়ো করে আইনি মতে বিয়ে সারলেন তারকা জুটি তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শোনেননি অভিনেত্রী৷ সকলের মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা বিধায়ক৷
প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের কথা প্রকাশ্যে আসার দিন দুয়েকের মধ্যে বিয়ে সেরে নিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ কেন এত তাড়াহুড়ো করে আইনি মতে বিয়ে সারলেন তারকা জুটি তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শোনেননি অভিনেত্রী৷ সকলের মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা বিধায়ক৷
advertisement
4/6
বিয়ে নিয়ে হাজারে জল্পনার মধ্যে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷ তিনি জানান, ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন মল্লিক৷ তারপরই বলেন, 'আমাকে বিয়ে করবে?' সঙ্গে সঙ্গে উত্তরে হ্যাঁ  বলেন অভিনেত্রী৷ বিয়ের পরিকল্পনা আগেই সেরে রেখেছিলেন কাঞ্চন, তবে তা নাকি ঘুনাক্ষরে টের পাননি তিনি৷
বিয়ে নিয়ে হাজারে জল্পনার মধ্যে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷ তিনি জানান, ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন মল্লিক৷ তারপরই বলেন, 'আমাকে বিয়ে করবে?' সঙ্গে সঙ্গে উত্তরে হ্যাঁ বলেন অভিনেত্রী৷ বিয়ের পরিকল্পনা আগেই সেরে রেখেছিলেন কাঞ্চন, তবে তা নাকি ঘুনাক্ষরে টের পাননি তিনি৷
advertisement
5/6
শ্রীময়ী জানান, ১৪ ফেব্রুয়ারির দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক হয়ে যান অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয়  স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷ সকলের সামনে লজ্জায় রাঙা হয়ে যান শ্রীময়ী চট্টরাজ৷
শ্রীময়ী জানান, ১৪ ফেব্রুয়ারির দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক হয়ে যান অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷ সকলের সামনে লজ্জায় রাঙা হয়ে যান শ্রীময়ী চট্টরাজ৷
advertisement
6/6
শ্রীময়ী আরও বলেন, আগে থেকেই অভিনেত্রীর ৯৫ বছর বয়সী দাদুর কাছে বিয়ের অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন৷ তবে কি দাদুর সম্মতিতেই বিয়েটা তড়িঘড়ি করে নিলেন তাঁরা৷ এখন শুধু সামাজিক মতে চারহাত এক হওয়ার পালা৷
শ্রীময়ী আরও বলেন, আগে থেকেই অভিনেত্রীর ৯৫ বছর বয়সী দাদুর কাছে বিয়ের অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন৷ তবে কি দাদুর সম্মতিতেই বিয়েটা তড়িঘড়ি করে নিলেন তাঁরা৷ এখন শুধু সামাজিক মতে চারহাত এক হওয়ার পালা৷
advertisement
advertisement
advertisement