বক্স অফিসে ধরাশায়ী, অথচ ওটিটি-তে মুক্তি পেতেই যেন ম্যাজিক; এক নিমেষে ট্রেন্ডিং তালিকার শীর্ষ স্থান ছিনিয়ে নিল অক্ষয় কুমারের এই ছবিটি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Top Trending Film On OTT: কিন্তু সেই ছবিটিই ওটিটি-তে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এমনকী ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ছবিটি। কথা হচ্ছে, ‘খেল খেল মেঁ’ ছবির।
advertisement
advertisement
advertisement
এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে তিন জুটি এবং এক ব্যাচেলর বন্ধুকে ঘিরে। একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল তাঁদের। এই সময় প্রত্যেকে একটি গেম খেলার সিদ্ধান্ত নেন। আসলে নিজেদের মোবাইল ফোনে যে কল আসবে, সেটার জবাব দিতে হবে স্পিকারে। আবার মেসেজ এলেও সেটা পড়তে হবে জোরে জোরে। আর এই খেলার জেরে প্রত্যেকের জীবনের কিছু না কিছু বড় সত্য সামনে চলে আসে।
advertisement
advertisement
তবে ‘খেল খেল মেঁ’’ ছবির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ওটিটি-তে মুক্তি পাওয়ামাত্রই তুমুল হিট হয়েছে ছবিটি। সম্প্রতি এই ছবি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আর সেখানে মুক্তি পেতেই যেন ম্যাজিক! দর্শকদের মনে দারুণ ভাবে স্থান করে নিয়েছে ‘খেল খেল মেঁ’। এমনকী চমকপ্রদ বিষয় হল, ভারতের টপ ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে ছবিটি। আর ১ নম্বরে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘খেল খেল মেঁ’।
advertisement