তার মধ্যেই বিবেক ওবেরয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, 'সাথিয়া' ছবির পার্ট ২ তে তিনি তাঁর ও রানির চরিত্রে আলিয়া ও রণবীর কাপুরকে দেখতে চান। এই জুটির প্রেমের মধ্যে 'সাথিয়া' ছবির নায়ক নায়িকার তরতাজা প্রেম খুঁজে পেয়েছেন বিবেক। সামনেই বিয়ে আলিয়া রণবীরের। এখন দেখার সত্যিই কি এই ছবিতে দেখা যাবে আলিয়া ও রণবীর কাপুরকে ! photo source collected