অমিতাভের সঙ্গে জুটি বেঁধে ৯টি হিট দিয়েছিলেন বিনোদ খান্না, কিন্তু নাকচ করেছিলেন দশম ছবির অফার ! আর সেই ছবিটিই হয়ে উঠেছিল ব্লকবাস্টার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সেই সময় অমিতাভ-বিনোদ জুটি ভক্তদের দারুণ পছন্দও ছিল। এই দুই অভিনেতা একসঙ্গে জুটি বেঁধে প্রায় ৯টি ছবি করেছেন। আর বেশিরভাগই সুপারহিট। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, একটি ছবির গল্প ভাল লাগলেও তা করতে অস্বীকার করেছিলেন বিনোদ খান্না। অমিতাভও ছিলেন ওই ছবিতে।
সত্তরের দশকে অনেকেই বলতেন যে, বলিউডে একমাত্র বিনোদ খান্নাই অমিতাভের জায়গা নিতে পারেন। আবার সেই সময় অমিতাভ-বিনোদ জুটি ভক্তদের দারুণ পছন্দও ছিল। এই দুই অভিনেতা একসঙ্গে জুটি বেঁধে প্রায় ৯টি ছবি করেছেন। আর বেশিরভাগই সুপারহিট। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, একটি ছবির গল্প ভাল লাগলেও তা করতে অস্বীকার করেছিলেন বিনোদ খান্না। অমিতাভও ছিলেন ওই ছবিতে। কিন্তু ছবির অফার ফিরিয়ে দেওয়ার কারণটা কী ছিল, সেটাই জেনে নেওয়া যাক। photo: IMDb
advertisement
advertisement
advertisement
বিনোদ খান্নার না, আর ভাগ্য বদলাল এই অভিনেতার: বিনোদ খান্না এবং অমিতাভ বচ্চনকে নিজেদের অভিনীত ছবিগুলিতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। যা পর্দায় ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। বিনোদ খান্না ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই আর এক অভিনেতা শশী কাপুরের ভাগ্য বদলে গিয়েছিল। আর এটাই প্রথমবার, যখন অমিতাভ বচ্চনের ছবিতে অভিনয় করার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন বিনোদ খান্না।
advertisement
‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির মতো ক্যারিশমা চেয়েছিলেন প্রকাশ মেহরা: প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, রাজা সিং চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল বিনোদ খান্নার কাছে। নমক হালাল ছবির আগে ১৯৭৮ সালে ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ আর বিনোদকে। ওই বছরের সর্বোচ্চ আয় প্রদানকারী ছবিই ছিল এটি। এই ছবির পর তাই ‘নমক হালাল’ ছবিটিতে সেই অমিতাভ-বিনোদ ম্যাজিক দেখতে চেয়েছিলেন প্রকাশ মেহরা। যদিও বিনোদ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর শশী কাপুরের কাছে এই ছবির প্রস্তাব যায়।
advertisement
কিন্তু বিনোদ খান্না কেন না বলেন? বিনোদের প্রত্যাখ্যানের কারণ একাধিক প্রতিবেদনে এক-এক রকম বলে দাবি করা হয়। কিছু প্রতিবেদনে দাবি যে, বচ্চনের ছবিতে সেকেন্ড লিড হিসেবে অভিনয় করে একপ্রকার ক্লান্তই হয়ে পড়েছিলেন বিনোদ। আবার কয়েকটি প্রতিবেদনে দাবি যে, ‘নমক হালাল’-এর সময় বলিউড ছাড়তে চেয়েছিলেন বিনোদ এবং সেই সময় তিনি ওশো-র আশ্রমে যোগ দিতে চেয়েছিলেন। তাই প্রকাশ মেহরার অফার নাকচ করেন। আবার কিছু রিপোর্টে দাবি যে, বিনোদ খান্না সেই সময় ব্যস্ত ছিলেন। তার কারণেই প্রত্যাখ্যান করেছিলেন।
advertisement