বরুণ শুধু পর্দায় নয় বাস্তবেও ‘হিরো’, ভোট দিতে এসে তিনি যা করলেন..

Last Updated:
1/6
শুধু পর্দায় নয় বাস্তবেও হিরো বরুণ ৷ সোমবার ভোট দিতে এসে তাঁর চরিত্রের আরও একদিকের পরিচয় পেলেন ফ্যানেরা ৷ ঘটনা জানলে আপনিও বরুণকে কুর্নিশ না করে পারবেন না ৷
শুধু পর্দায় নয় বাস্তবেও হিরো বরুণ ৷ সোমবার ভোট দিতে এসে তাঁর চরিত্রের আরও একদিকের পরিচয় পেলেন ফ্যানেরা ৷ ঘটনা জানলে আপনিও বরুণকে কুর্নিশ না করে পারবেন না ৷
advertisement
2/6
২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ চলছে ৯টি রাজ্যের বাহাত্তরটি কেন্দ্রে। ভোট হবে মহারাষ্ট্রের ১৭টি কেন্দ্রেও। নাসিক, কল্যাণ, থানে ছাড়াও ভোট হবে মুম্বই জুড়েই। এদফায় ভোটে লড়ছেন ৩২৩ জন প্রার্থী। উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য। সকালই ভোটের লাইনে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ ৷ বাবার সঙ্গে ভোট দিতে পৌঁছেছিলেন বরুণ ধাওয়ানও ৷
২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ চলছে ৯টি রাজ্যের বাহাত্তরটি কেন্দ্রে। ভোট হবে মহারাষ্ট্রের ১৭টি কেন্দ্রেও। নাসিক, কল্যাণ, থানে ছাড়াও ভোট হবে মুম্বই জুড়েই। এদফায় ভোটে লড়ছেন ৩২৩ জন প্রার্থী। উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য। সকালই ভোটের লাইনে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ ৷ বাবার সঙ্গে ভোট দিতে পৌঁছেছিলেন বরুণ ধাওয়ানও ৷
advertisement
3/6
মুম্বইয়ের পোলিং বুথে ঢোকার সময় বরুণ দেখেন একজন বৃদ্ধা ভোট দিতে এসেও পোলিং স্টেশন অবধি পৌঁছতে পারছেন না ৷
মুম্বইয়ের পোলিং বুথে ঢোকার সময় বরুণ দেখেন একজন বৃদ্ধা ভোট দিতে এসেও পোলিং স্টেশন অবধি পৌঁছতে পারছেন না ৷
advertisement
4/6
উঁচু সিঁড়ি কারণে অথর্ব ওই বৃদ্ধা উঠতে পারছিলেন উপরে ৷ তাঁর অসহায়তা দেখে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন বরুণ ধাওয়ান ৷
উঁচু সিঁড়ি কারণে অথর্ব ওই বৃদ্ধা উঠতে পারছিলেন উপরে ৷ তাঁর অসহায়তা দেখে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন বরুণ ধাওয়ান ৷
advertisement
5/6
বৃদ্ধার হাত ধরে নিজে এগিয়ে দিলেন পোলিং স্টেশন অবধি ৷
বৃদ্ধার হাত ধরে নিজে এগিয়ে দিলেন পোলিং স্টেশন অবধি ৷
advertisement
6/6
গোটা ঘটনায় ধরা পড়েছে মিডিয়ার ক্যামেরায় ৷ হার্টথ্রুব বরুণের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি
গোটা ঘটনায় ধরা পড়েছে মিডিয়ার ক্যামেরায় ৷ হার্টথ্রুব বরুণের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি
advertisement
advertisement
advertisement