Uorfi Javed Mother: স্বামী ছেড়ে গিয়েছেন আগেই, মেয়েকে দশ গোল দেবেন সুন্দরী জাকিয়া! উরফির মাকে দেখে চমকে নেটপাড়া

Last Updated:
Uorfi Javed Mother: সম্প্রতি একটি ভিডিওতে মায়ের সঙ্গে দেখা গিয়েছে উরফিকে। মহিলাকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উরফিরা তিন বোন এবং এক ভাই।
1/8
উরফ জাভেদ। এক নামেই পরিচিত। আদবকায়দা, পোশাকের ধরন, কটাক্ষ সামলানো, নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করেছেন মডেল-অভিনেত্রী। সেই উরফির মাকে চেনেন?
উরফ জাভেদ। এক নামেই পরিচিত। আদবকায়দা, পোশাকের ধরন, কটাক্ষ সামলানো, নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করেছেন মডেল-অভিনেত্রী। সেই উরফির মাকে চেনেন?
advertisement
2/8
নেটিজেনরা তাঁকে উরফির দিদি বলে ভুল করেন বারবার। চার সন্তানের মা জাকিয়া সুলতানা এই বয়সেও মডেল-মেয়েকে দশ গোল দিতে পারেন।
নেটিজেনরা তাঁকে উরফির দিদি বলে ভুল করেন বারবার। চার সন্তানের মা জাকিয়া সুলতানা এই বয়সেও মডেল-মেয়েকে দশ গোল দিতে পারেন।
advertisement
3/8
সম্প্রতি একটি ভিডিওতে মায়ের সঙ্গে দেখা গিয়েছে উরফিকে। মহিলাকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উরফিরা তিন বোন এবং এক ভাই।
সম্প্রতি একটি ভিডিওতে মায়ের সঙ্গে দেখা গিয়েছে উরফিকে। মহিলাকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উরফিরা তিন বোন এবং এক ভাই।
advertisement
4/8
উরফি তাঁর বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন অনেক বছর আগেই। উরফির অভিযোগ, তাঁদের বাবা তাঁর মা এবং ভাইবোনদের মারধর করতেন। উরফির গায়েও বহুবার হাত তুলেছেন।
উরফি তাঁর বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন অনেক বছর আগেই। উরফির অভিযোগ, তাঁদের বাবা তাঁর মা এবং ভাইবোনদের মারধর করতেন। উরফির গায়েও বহুবার হাত তুলেছেন।
advertisement
5/8
তার পর থেকে উরফির মা একাই লালন করেছেন তাঁর চার সন্তানকে। ‘বিগ বস ওটিটি’-র এই জনপ্রিয় তারকাকে বাড়ি থেকেও পালিয়ে যেতে হয়েছিল বাবার কারণে।
তার পর থেকে উরফির মা একাই লালন করেছেন তাঁর চার সন্তানকে। ‘বিগ বস ওটিটি’-র এই জনপ্রিয় তারকাকে বাড়ি থেকেও পালিয়ে যেতে হয়েছিল বাবার কারণে।
advertisement
6/8
অতীতের অনেক গোপণ কথা ও বিশেষত নিজের বাবার সঙ্গে হওয়া এক তিক্ত অতীতের প্রসঙ্গ তুলে আনেন উরফি। উরফির বক্তব্য, ‘‘আমাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করা হত। মাত্র ১৭ বছর বয়সে আমি দিল্লিতে পালিয়ে আসি। আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম।’’
অতীতের অনেক গোপণ কথা ও বিশেষত নিজের বাবার সঙ্গে হওয়া এক তিক্ত অতীতের প্রসঙ্গ তুলে আনেন উরফি। উরফির বক্তব্য, ‘‘আমাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করা হত। মাত্র ১৭ বছর বয়সে আমি দিল্লিতে পালিয়ে আসি। আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম।’’
advertisement
7/8
এক বার বাবার হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবা ততক্ষণ মেরেছিলেন, যতক্ষণটা উরফি অজ্ঞান হয়ে যান। দিল্লি হয়ে তিনি আসেন মুম্বই। আর সেখানেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন।
এক বার বাবার হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবা ততক্ষণ মেরেছিলেন, যতক্ষণটা উরফি অজ্ঞান হয়ে যান। দিল্লি হয়ে তিনি আসেন মুম্বই। আর সেখানেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন।
advertisement
8/8
যেই জামাকাপড়ের জন্য আত্মীয়রা তাঁকে পর্নতারকা বলে নিন্দা করতেন, আজ সেই পোশাকের কারণেই তিনি বিখ্যাত। আর তাঁর মা তাঁকে সর্বদা সমর্থন করে এসেছেন তাঁর পেশায়।
যেই জামাকাপড়ের জন্য আত্মীয়রা তাঁকে পর্নতারকা বলে নিন্দা করতেন, আজ সেই পোশাকের কারণেই তিনি বিখ্যাত। আর তাঁর মা তাঁকে সর্বদা সমর্থন করে এসেছেন তাঁর পেশায়।
advertisement
advertisement
advertisement