Uorfi Javed : আজকের সাহসী উরফিই শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন, ঘটেছিল এক ভয়াবহ ঘটনা

Last Updated:
Urfi Javed: এক সময়ে তিনিই শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন।
1/7
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷ নিজেই এভাবে পোশাকে সেজে উর্ফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷ নিজেই এভাবে পোশাকে সেজে উর্ফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
advertisement
2/7
আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷
আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷
advertisement
3/7
উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷
উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷
advertisement
4/7
তাঁর স্টাইল স্টেটমেন্ট বরাবরই চর্চার বিষয়! তিনি যে কী পরেন, আর কী পরেন না, সেটাই প্রশ্ন! কখনও শরীরের ঊধ্বাঙ্গ থাকে উন্মুক্ত, কখনও পোশাক না পরে, শুধুমাত্র বডি-পেন্টিং করেই বেরিয়ে পড়েন রাস্তায়!
তাঁর স্টাইল স্টেটমেন্ট বরাবরই চর্চার বিষয়! তিনি যে কী পরেন, আর কী পরেন না, সেটাই প্রশ্ন! কখনও শরীরের ঊধ্বাঙ্গ থাকে উন্মুক্ত, কখনও পোশাক না পরে, শুধুমাত্র বডি-পেন্টিং করেই বেরিয়ে পড়েন রাস্তায়!
advertisement
5/7
তবে এই সাহসী উরফি কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে বড় এক ঘটনা।
তবে এই সাহসী উরফি কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে বড় এক ঘটনা।
advertisement
6/7
উরফি জানান, একটি ওয়েব সিরিজ়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পান উরফি। এই অভিনয়ে প্রস্তুত না থাকায় ওই চ্যানেল উরফিকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায়।
উরফি জানান, একটি ওয়েব সিরিজ়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পান উরফি। এই অভিনয়ে প্রস্তুত না থাকায় ওই চ্যানেল উরফিকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায়।
advertisement
7/7
শুধু তাই নয়, ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তারপর তিনি ঘুরে দাঁড়ান। আর সেই বেপরোয়া ভাবই আজকের এই সাহসী উরফিকে তৈরি করেছে।
শুধু তাই নয়, ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তারপর তিনি ঘুরে দাঁড়ান। আর সেই বেপরোয়া ভাবই আজকের এই সাহসী উরফিকে তৈরি করেছে।
advertisement
advertisement
advertisement