TRP List: চাটনি ফ্রি দিয়েই কামাল ‘খুকুমণি’-র, টিআরপি পড়ল ‘মিঠাই’এর, বাংলা সিরিয়ালে প্রথম ১০-এ নেই ‘খড়কুটো’!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
TRP List : প্রথম স্থানে নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার ‘মিঠাই’ (mithai)। এই নিয়ে টানা সাত মাসেরও বেশি সময় ধরে বাংলা সেরা থেকে নতুন রেকর্ড গড়েছে এই জনপ্রিয় সিরিয়াল।
গত সপ্তাহে উত্সবের মরসুমের জেরে টিআরপি তালিকা(TRP List) নির্ধারিত দিনে আসেনি। কিন্তু চলতি সপ্তাহে একদম সঠিক সময়ে হাজির বাংলা সিরিয়ালের ধারাবাহিকের রিপোর্ট কার্ড। আর সেই রেজাল্টে ছক্কা হাঁকালো খুকুমণি। স্টার জলসার সদ্য শুরু হওয়ার এই ধারাবাহিক প্রথম সপ্তাহেই সেরা পাঁচে জায়গা করে নিল। শীর্ষে জায়গা বহাল রেখেছে মিঠাই। যদিও প্রথম দশে দেখা মেলেনি খড়কুটোর।
advertisement
তবে প্রথম সপ্তাহেই বড়সড় চমক দিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। ‘দেশের মাটি’কে সরিয়ে স্টার জলসায় নতুন শুরু হয়েছে এই সিরিয়াল। বিতর্ক চরমে উঠলেও খুকুমণি প্রমাণ করে দিল কেরামতি সে দেখাতে জানে। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকার প্রথম পাঁচটি সিরিয়ালের মধ্যে জায়গা করে নিল 'খুকুমণি হোম ডেলিভারি'। টিআরপি তালিকার চতুর্থ স্থান (TRP List) পেয়েছে এই সিরিয়াল।
advertisement
হোম ডেলিভারির ব্যবসা সামলায় সিরিয়ালের নায়িকা খুকুমণি। নিজে হাতে রেঁধে বেড়ে স্কুটিতে করে খাবার পৌঁছে দিতে যায় সে। ঝড় হোক বা বৃষ্টি কখনোই কামাই নেই খুকুমণির। সিরিয়ালের ট্যাগলাইন ‘শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে ৩৬৫ দিন’, একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে খুকুমণি। তার খাবারের দাম নিয়ে একপ্রস্থ ট্রোল হলেও নম্বরে তাক লাগিয়ে দিয়েছে খুকুমণি।
advertisement
তালিকার (TRP List) প্রথম স্থানে নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার ‘মিঠাই’ (mithai)। এই নিয়ে টানা সাত মাসেরও বেশি সময় ধরে বাংলা সেরা থেকে নতুন রেকর্ড গড়েছে এই জনপ্রিয় সিরিয়াল। গত সপ্তাহে উৎসবের মরশুমেও ছক্কা হাঁকিয়েছিল এই সিরিয়াল। উপরন্তু নম্বরও বেড়ে হয়েছিল ১১.১। কিন্তু এ সপ্তাহে মিঠাইয়ের নম্বর অনেকটাই কম। ১০.২ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল।
advertisement
পঞ্চম স্থানে আগের বারের মতোই রয়েছে অপরাজিতা অপু। করুণ দশা ‘খড়কুটো’র। সেরা দশের জায়গার জন্য হড্ডাহাড্ডি লড়াই হয়েছে বেশকিছু ধারাবাহিকের। তবে আশ্চর্যজনকভাবে প্রথম দশে জায়গা করে নিতে পারল না ‘খড়কুটো’। তিন্নির আগমন একদমই কাঙ্খিত ফল নিয়ে এল না ‘খড়কুটো’র নির্মাতাদের জন্য। সৌগুনের মাঝে তিন্নির এই আচমকা ঢুকে পড়াটা একদম মেনে নিতে পারছে না দর্শক, তা স্পষ্ট টিআরপি তালিকায়। সেরা দশে জায়গা হয়নি ‘কৃষ্ণকলি’রও।
advertisement
রইল সেরা দশের টিআরপি তালিকা- মিঠাই- ১০.২ (প্রথম) যমুনা ঢাকি- ৮.৪ (দ্বিতীয়) উমা- ৭.৯ (তৃতীয়) সর্বজয়া- ৭.৯ (তৃতীয়) খুকুমণি হোম ডেলিভারি- ৭.৫ (চতুর্থ) অপরাজিতা অপু- ৭.৪ (পঞ্চম) করুণাময়ী রাণী রাসমণি- ৭.০ (ষষ্ঠ) শ্রীময়ী- ৬.৬ (সপ্তম) মন ফাগুন- ৬.৬ (সপ্তম) এই পথ যদি না শেষ হয়- ৬.৫ (অষ্টম) খেলাঘর- ৬.৩ (নবম) ধূলোকণা- ৬.২ (দশম) কড়ি খেলা- ৬.২ (দশম)