হোম » ছবি » বিনোদন » এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও বিয়ে করেননি কেন অভিনেত্রী?

Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

  • 15

    Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

    বর্তমানে পিএস২ নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। দক্ষিণী ছবির দুনিয়ায় প্রায় দুই দশক ধরে রাজত্ব করছেন তিনি। মূলত তামিল ও তেলুগু ছবিতেই দেখা যায় তাঁকে। এমনকী বলিউডেও বহু হিট ছবি উপহার দিয়েছেন তৃষা।

    MORE
    GALLERIES

  • 25

    Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

    দক্ষিণী এই অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ লক্ষ লক্ষ ভক্ত। তবে ৩৯ বছর বয়সেও সিঙ্গেল তৃষা। আসলে বিয়ের থেকে দূরত্ব বজায় রাখতে চান। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন খোদ অভিনেত্রীই। অথচ তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ভেসে বেড়ায় ফিল্মি দুনিয়ায়। শোনা যায়, বাহুবলী তারকা রানা দাগ্গুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা। তবে সেই সম্পর্ক টেকেনি।

    MORE
    GALLERIES

  • 35

    Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

    এই জল্পনা অবশ্য স্বীকার করে রানা জানিয়েছিলেন যে, সত্যিই তৃষার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। এখানেই শেষ নয়, তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গেও নাম জড়িয়েছে তৃষার। শোনা যায়, দু’জনেই এই সম্পর্কের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে গিয়েছেন। তবে সর্বসমক্ষে দু’জনের কেউই আনুষ্ঠানিক ভাবে এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

    MORE
    GALLERIES

  • 45

    Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

    এমনকী, ব্যবসায়ী বরুণ মিনিয়নের সঙ্গে বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল তৃষার। কিন্তু পরে কোনও কারণে তা ভেঙে যায়। ফলে বর্তমানে সিঙ্গেলই আছেন তৃষা। তবে কেন তিনি সিঙ্গল আছেন কিংবা বিয়ে কবে করবেন, সেই সব নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাক্ষাৎকারে।
    বিয়ের প্রসঙ্গে তৃষার বক্তব্য, “কর্তব্যের খাতিরে বিয়ে করে তার পরে বিবাহবিচ্ছেদ হয়ে যাক, সেটা আমি চাই না।”

    MORE
    GALLERIES

  • 55

    Trisha Krishnan: এক সময় বাহুবলী-তারকার সঙ্গে ছিল প্রেম! ৩৯ বছরেও কেন বিয়ে করেননি এই অভিনেত্রী ?

    তিনি এ-ও বলেন যে, “আমি আমার বন্ধুবান্ধব-সহ এমন অনেককেই চিনি, যাঁরা খুব আনন্দের সঙ্গেই বিয়ে করেছেন এবং বিয়ে করে সুখী হতে চেয়েছেন। অথচ বিয়ের পর কিছু সময় যেতে না যেতেই তাঁরা বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন। ফলে মানুষ যদি এই সম্পর্কে সুখী না থাকে, তাহলে বিয়ে করবেই কেন?” কাকে বিয়ে করতে চান, সেই প্রশ্নের জাবাবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন যে, এমন কারওর সঙ্গে তাঁর দেখা হয়নি, যাঁকে বিয়ে করার কথা ভাবতে পারেন।

    MORE
    GALLERIES