Tollywood News: টলিপাড়ায় ফের বিচ্ছেদ! মাত্র দেড় বছরেই ঘর ভাঙছে বাংলা সিরিয়ালের নায়িকার ঘর... তুঙ্গে জল্পনা

Last Updated:
সূত্রের খবর, এ বছরের জামাইষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেননি শুভদীপ। শ্রীপর্ণা নাকি সমাজমাধ্যম থেকে তাঁর আর শুভদীপের সব ছবি সরিয়ে দিয়েছেন। তবে অভিনেত্রী এ নিয়ে কিছু বলেননি।
1/5
বিয়ের মাত্র দু’বছরের মাথায় ঘর ভাঙতে চলেছে শুভদীপ-শ্রীপর্ণার। অন্তত টেলিপাড়ায় এমনই গুঞ্জন। আঁচল, কড়িখেলা-খ্যাত অভিনেত্রীর স্বামী পেশায় ছিলেন ডাক্তার।
বিয়ের মাত্র দু’বছরের মাথায় ঘর ভাঙতে চলেছে শুভদীপ-শ্রীপর্ণার। অন্তত টেলিপাড়ায় এমনই গুঞ্জন। আঁচল, কড়িখেলা-খ্যাত অভিনেত্রীর স্বামী পেশায় ছিলেন ডাক্তার।
advertisement
2/5
ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে আলাপ তাঁদের। কিন্তু তাঁর কেমন জীবনসঙ্গী চাই, অতীতে তাঁর একটি দীর্ঘ ফিরিস্তি দিয়েছিলেন 'আঁচল'-এর টুসু।
শ্রীপর্ণার স্বামী শুভদীপ ভট্টাচার্য পেশায় একজন চিকিৎসক। ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে আলাপ তাঁদের। কিন্তু তাঁর কেমন জীবনসঙ্গী চাই, অতীতে তাঁর একটি দীর্ঘ ফিরিস্তি দিয়েছিলেন 'আঁচল'-এর টুসু।
advertisement
3/5
মনের মানুষের চেহারা কেমন হওয়া উচিত, রাখঢাক না করেই তা জানিয়েছিলেন শ্রীপর্ণা। বলেছিলেন,
মনের মানুষের চেহারা কেমন হওয়া উচিত, রাখঢাক না করেই তা জানিয়েছিলেন শ্রীপর্ণা। বলেছিলেন, "লম্বা হতে হবে। সুদর্শন হতে হবে। ডার্ক (কালো) হওয়া চলবে না।"
advertisement
4/5
এখানেই তালিকা শেষ হয়ে যায়নি। তিনি চেয়েছিলেন, এক পরিণত মনস্ক ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তাঁর। অভিনেত্রীর সব মুশকিল আসান করবেন তিনিই।
এখানেই তালিকা শেষ হয়ে যায়নি। তিনি চেয়েছিলেন, এক পরিণত মনস্ক ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তাঁর। অভিনেত্রীর সব মুশকিল আসান করবেন তিনিই।
advertisement
5/5
সূত্রের খবর, এ বছরের জামাইষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেননি শুভদীপ। শ্রীপর্ণা নাকি সমাজমাধ্যম থেকে তাঁর আর শুভদীপের সব ছবি সরিয়ে দিয়েছেন। তবে অভিনেত্রী এ নিয়ে কিছু বলেননি।
সূত্রের খবর, এ বছরের জামাইষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেননি শুভদীপ। শ্রীপর্ণা নাকি সমাজমাধ্যম থেকে তাঁর আর শুভদীপের সব ছবি সরিয়ে দিয়েছেন। তবে অভিনেত্রী এ নিয়ে কিছু বলেননি।
advertisement
advertisement
advertisement