Rupsa Chatterjee Pregnant: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই বিরাট সুখবর...! মা হতে চলেছেন টলি অভিনেত্রী রূপসা... বিরাট ঘোষণা দম্পতির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে এসেছেন। টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো বাড়ি। বাচ্চাদের জুতো, লালাপোসে সাজানো ট্রে। একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
advertisement
advertisement
advertisement
advertisement
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে এসেছেন। টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো বাড়ি। বাচ্চাদের জুতো, লালাপোসে সাজানো ট্রে। একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
advertisement