Rupsa Chatterjee Pregnant: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই বিরাট সুখবর...! মা হতে চলেছেন টলি অভিনেত্রী রূপসা... বিরাট ঘোষণা দম্পতির

Last Updated:
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে এসেছেন। টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো বাড়ি। বাচ্চাদের জুতো, লালাপোসে সাজানো ট্রে। একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
1/6
দিন কয়েক আগেই বেজেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের বিখ্যাত নায়িকা রূপসা চট্টোপাধ্যায়।
দিন কয়েক আগেই বেজেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের বিখ্যাত নায়িকা রূপসা চট্টোপাধ্যায়।
advertisement
2/6
ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা। বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে। মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ এবং সর্বোপরি বিয়ে- সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া।
ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা। বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে। মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ এবং সর্বোপরি বিয়ে- সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া।
advertisement
3/6
সামাজিক বিয়ের পরেই তাঁর সংসার শুরু হয়। বিয়েতে রূপসা মেরুন রঙের বেনারসি পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না। মাথায় শোলার মুকুট পরেছিলেন, চন্দনের সাজ তো ছিলই।
সামাজিক বিয়ের পরেই তাঁর সংসার শুরু হয়। বিয়েতে রূপসা মেরুন রঙের বেনারসি পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না। মাথায় শোলার মুকুট পরেছিলেন, চন্দনের সাজ তো ছিলই।
advertisement
4/6
মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তাঁরা। জানালেন সংসারে আসছে নতুন সদস্য। পুজোর ঠিক মুখেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। আর এই খবরে খুশির জোয়ারে ভাসছেন অনুরাগীরা।
মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তাঁরা। জানালেন সংসারে আসছে নতুন সদস্য। পুজোর ঠিক মুখেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। আর এই খবরে খুশির জোয়ারে ভাসছেন অনুরাগীরা।
advertisement
5/6
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে এসেছেন। টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো বাড়ি। বাচ্চাদের জুতো, লালাপোসে সাজানো ট্রে। একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
রূপসা এবং সায়নদীপ এদিন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই ঘরোয়া পোশাকে এসেছেন। টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো বাড়ি। বাচ্চাদের জুতো, লালাপোসে সাজানো ট্রে। একটি কেক যেখানে লেখা, 'হবু মা বাবা।' সায়নদীপ লেখেন, 'আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়ন গোটা জীবনের জন্য। জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
advertisement
6/6
রিসেপশনের সাজেও চমকে দিয়েছিলেন টলি সুন্দরী রূপসা। বিয়েতে বেনারসি পরলেও রিসেপশনে পরেছিলেন প্যাস্টেল শেডের ল্যাহেঙ্গা। গলা জুড়ে শোভা পাচ্ছিল স্বর্ণখচিত গহনা।
রিসেপশনের সাজেও চমকে দিয়েছিলেন টলি সুন্দরী রূপসা। বিয়েতে বেনারসি পরলেও রিসেপশনে পরেছিলেন প্যাস্টেল শেডের ল্যাহেঙ্গা। গলা জুড়ে শোভা পাচ্ছিল স্বর্ণখচিত গহনা।
advertisement
advertisement
advertisement