হোম » ছবি » বিনোদন » ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
Bangla Editor
1/ 7
*ইউভানের জন্মের পর থেকে ছেলেকে বাদ দিয়ে শুভশ্রী বা রাজের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায়নি বলাই যায়। বরং জন্মের পর থেকে ইউভানই চলে এসেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাঁকে দেখার জন্যই অপেক্ষা করে থাকেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 7
*ছেলে খুবই ছোট। তার ওপরে করোনার সংক্রমণের ভয়। সব মিলিয়ে ইউভান ভূমিষ্ঠ হওয়ায় পরে হুল্লোড়প্রিয় শুভশ্রীকে বাড়ির বাইরে দেখা যায়নি সেভাবে। পুজোয় বেরোলেও, গিয়েছিলেন দিদির বাড়িতে। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 7
*এবার দীপাবলি। ইউভানের জন্মের পর এটাই চক্রবর্তী দম্পতির প্রথম দীপাবলি। তাই স্বাভাবিকভাবেই সুপার এক্সাইটেড রাজশ্রী। ছেলেকে নিয়ে কী করবেন এই শুভ দিনে সম্ভবত তার প্ল্যান করে ফেলেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 7
*এ দিকে চলতি সপ্তাহের রাজ চক্রবর্তী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি হাবজি-গাবজি-র ট্রেলার রিলিজ করার কথা। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 7
*এ দিন শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে একেবারে ঘরোয়া স্পেগেটিতে দেখা গিয়েছে। নো মেক আপ লুকেও চকমক করছে রাজ ঘরণীর মুখ। সেখানেই শভশ্রী তাঁর অনুরাগীদের দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।
6/ 7
*এ দিনের এই ছবিতেই আরবানার ঘর যে আলোয় আলোয় সেজে উঠেছে, তা স্পষ্ট দেখা গিয়েছে। শুভশ্রীর সম্ভবত ব্যালকনিতে দাঁড়িয়েই ছবিটি শেয়ার করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
7/ 7
*প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর মা হয়েছেন শুভশ্রী ৷ শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইউভান৷ আর এই ইউভানকে নিয়েই মাতামাতি গোটা টলিপাড়ায় ৷ ছোট্ট ইউভান এখন সেলিব্রিটি ৷ ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*ইউভানের জন্মের পর থেকে ছেলেকে বাদ দিয়ে শুভশ্রী বা রাজের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায়নি বলাই যায়। বরং জন্মের পর থেকে ইউভানই চলে এসেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাঁকে দেখার জন্যই অপেক্ষা করে থাকেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*ছেলে খুবই ছোট। তার ওপরে করোনার সংক্রমণের ভয়। সব মিলিয়ে ইউভান ভূমিষ্ঠ হওয়ায় পরে হুল্লোড়প্রিয় শুভশ্রীকে বাড়ির বাইরে দেখা যায়নি সেভাবে। পুজোয় বেরোলেও, গিয়েছিলেন দিদির বাড়িতে। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*এবার দীপাবলি। ইউভানের জন্মের পর এটাই চক্রবর্তী দম্পতির প্রথম দীপাবলি। তাই স্বাভাবিকভাবেই সুপার এক্সাইটেড রাজশ্রী। ছেলেকে নিয়ে কী করবেন এই শুভ দিনে সম্ভবত তার প্ল্যান করে ফেলেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*এ দিন শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে একেবারে ঘরোয়া স্পেগেটিতে দেখা গিয়েছে। নো মেক আপ লুকেও চকমক করছে রাজ ঘরণীর মুখ। সেখানেই শভশ্রী তাঁর অনুরাগীদের দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*এ দিনের এই ছবিতেই আরবানার ঘর যে আলোয় আলোয় সেজে উঠেছে, তা স্পষ্ট দেখা গিয়েছে। শুভশ্রীর সম্ভবত ব্যালকনিতে দাঁড়িয়েই ছবিটি শেয়ার করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
ইউভানের জন্মের পর প্রথম দীপাবলি, আলোয় চকমক করছেন 'নতুন মা' শুভশ্রী, ছবি শেয়ার করতেই ভাইরাল...
*প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর মা হয়েছেন শুভশ্রী ৷ শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইউভান৷ আর এই ইউভানকে নিয়েই মাতামাতি গোটা টলিপাড়ায় ৷ ছোট্ট ইউভান এখন সেলিব্রিটি ৷ ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম।