ফুলসজ্জা বলে কথা...স্বামীকে আদরে-সোহাগে ভরিয়ে দিলেন অভিনেত্রী ত্বরিতা, ঘনিষ্ঠ ছবি মুহূর্তে ভাইরাল

Last Updated:
1/6
*ফুলসজ্জা বলে কথা...সেখানে প্রেম, ভালবাসার মুহূর্ত থাকবে না তা আবার হয় নাকি। তাই সেই বিশেষ দিনে স্বামী সৌরভকে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম। 
*ফুলসজ্জা বলে কথা...সেখানে প্রেম, ভালবাসার মুহূর্ত থাকবে না তা আবার হয় নাকি। তাই সেই বিশেষ দিনে স্বামী সৌরভকে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/6
*১৫ জানুয়ারি পরিণতি পেয়েছে সৌরভ-ত্বরিতার প্রেম। ১৭ জানুয়ারি ছিল রাজকীয় রিসেপশনের ব্যবস্থা। উত্তীর্ণতে বিয়ে এবং রিসেপশনের দিন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? ছোট পর্দা থেকে বড় পর্দার অনেকেই দেখা গিয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম। 
*১৫ জানুয়ারি পরিণতি পেয়েছে সৌরভ-ত্বরিতার প্রেম। ১৭ জানুয়ারি ছিল রাজকীয় রিসেপশনের ব্যবস্থা। উত্তীর্ণতে বিয়ে এবং রিসেপশনের দিন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? ছোট পর্দা থেকে বড় পর্দার অনেকেই দেখা গিয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/6
*বিয়ের পরে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে তার আগেই কাজে ফিরেছেন ত্বরিতা। শুটিং শুরু হে গিয়েছে তাঁর। ফলে ছুটি ম্যানেজ করে তবেই যেতে হবে বেড়াতে। আর সেটা অবশ্যই হবে পাহাড়। আর বছরের শেষে বিদেশে লম্বা হানিমুনে যাবেন দু'জন, তা নিউজ ১৮ বাংলাকে আগেই জানিয়েছিলেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম।   
*বিয়ের পরে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে তার আগেই কাজে ফিরেছেন ত্বরিতা। শুটিং শুরু হে গিয়েছে তাঁর। ফলে ছুটি ম্যানেজ করে তবেই যেতে হবে বেড়াতে। আর সেটা অবশ্যই হবে পাহাড়। আর বছরের শেষে বিদেশে লম্বা হানিমুনে যাবেন দু'জন, তা নিউজ ১৮ বাংলাকে আগেই জানিয়েছিলেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম।   
advertisement
4/6
*বিয়ের পরে কেমন কাটছে ত্বরিতার জীবন তা অবশ্য তাঁর হাসি মুখি বলে দিচ্ছে। নিজের বিয়ে মেটার পরে সৌরভের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন দু'জনে।  তবে বিয়ের পরে শাঁখা-পলা খোলার জন্য ট্রোল হতেও সময় লাগেনি। যদিও তার মোক্ষম জবাব দিয়েছেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম। 
*বিয়ের পরে কেমন কাটছে ত্বরিতার জীবন তা অবশ্য তাঁর হাসি মুখি বলে দিচ্ছে। নিজের বিয়ে মেটার পরে সৌরভের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন দু'জনে।  তবে বিয়ের পরে শাঁখা-পলা খোলার জন্য ট্রোল হতেও সময় লাগেনি। যদিও তার মোক্ষম জবাব দিয়েছেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/6
*বিয়ের পরে সাতদিন কেটে গিয়েছে। তারপরেই এ দিন ফুলসজ্জার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে একটি ছবিতে তাঁদের সঙ্গে বাড়ির পোষ্যকে দেখা যাচ্ছে। ওপর একটিতে সৌরভকে ভালবেসে কিছু খাইয়ে দিচ্ছেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম। 
*বিয়ের পরে সাতদিন কেটে গিয়েছে। তারপরেই এ দিন ফুলসজ্জার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে একটি ছবিতে তাঁদের সঙ্গে বাড়ির পোষ্যকে দেখা যাচ্ছে। ওপর একটিতে সৌরভকে ভালবেসে কিছু খাইয়ে দিচ্ছেন ত্বরিতা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/6
*তবে যে ছবিই অভিনেত্রী তাঁর ফ্যানদের সঙ্গে শেয়ার করেন সেটাই ভাইরাল হয়ে যা। ঠিক যেমনটা হয়েছে তাঁদের বিয়ে এবং রিসেপশনের ছবির ক্ষেত্রে। এ বারে 'রানী রাসমনি'র সারদামনির মায়ের ফুলসজ্জার ছবি দেখেও আবেগে ভাসলেন সবাই। ছবি: ইনস্টাগ্রাম।
*তবে যে ছবিই অভিনেত্রী তাঁর ফ্যানদের সঙ্গে শেয়ার করেন সেটাই ভাইরাল হয়ে যা। ঠিক যেমনটা হয়েছে তাঁদের বিয়ে এবং রিসেপশনের ছবির ক্ষেত্রে। এ বারে 'রানী রাসমনি'র সারদামনির মায়ের ফুলসজ্জার ছবি দেখেও আবেগে ভাসলেন সবাই। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement