

*দশ বছরের প্রেম পর্বের পর আজই বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। ছবি: ইনস্টাগ্রাম।


*সিরিয়ালের দুই জনপ্রিয় চরিত্র নিখিল এবং গুনগুনের বিয়ে নিয়ে চরম উত্তেজিত দর্শকরা। দিন কয়েক আগে 'খড়কুটো' ধারাবাহিকে তৃণা অর্থাৎ 'গুনগুন'-র বিয়ে হয়েছে সৌজন্যের সঙ্গে। সেখানে তৃণাকে বিয়ের সাজে দেখেছেন তাঁর ফ্যানরা। এবারে রিয়েল লাইফে বিয়ে করছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।


*ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গায়ে হলুদ পর্ব। রূপকথার নায়ক-নায়িকার মতো সেজেছেন দু'জনে। ছবি: ইনস্টাগ্রাম।


*ফুলের গয়নায় সেজেছেন তৃণা। পরনে হলুদ এবং সাদার মিশেলে লেহেঙ্গা। নীল হলুদ পাঞ্জাবিতে। ওপরে স্ত্রীর সঙ্গে মিলিয়ে সাদা নেহরু কোর্ট। ছবি: ইনস্টাগ্রাম।


*পরিবারের সদস্যরা ছাড়াও গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছেন দু'জনের বন্ধু-বান্ধব এবং টলিউডের বেশ কয়েকজন। ছবি: ইনস্টাগ্রাম।


*বালিগঞ্জের যে মহলে তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে, সেই বাড়ি ইতিমধ্যেই সেজে উঠেছে। সেখানেই চলছে গায়ে হলুদ। আর কিছুক্ষণের মধ্যেই মেক-আপ আর্টিস্ট সাজাতে বসবেন তৃণাকে। ছবি: ইনস্টাগ্রাম।


*বিয়ের আগের দিন অর্থাৎ বুধবার ছিল নীল এবং তৃণএঁর আইবুড়োভাত। সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেই পর্ব মিটেছে। সন্ধ্যায় দু'জনের বন্ধুদের নিয়ে ছিল মেহেন্দি। প্রসঙ্গত, নীল-ত্রিণার বাগদান পর্ব মিটেছে জানুয়ারিতেই। সেদিন রাজকীয় এক অনুষ্ঠানে পরস্পর পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হন। ছবি: ইনস্টাগ্রাম।


*মেহেন্দিতে তৃণা পরেছিলেন অ্যাশ লেহেঙ্গা। সাদা ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন নীল। তৃণার পাশাপাশি স্ত্রীর নাম নিজের হাতে মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন নীল। ছবি: ইনস্টাগ্রাম।