Srabanti Chatterjee|| প্রাক্তন স্বামী রাজীবের জন্য দরজা খোলা! স্বীকার করে শ্রাবন্তী জানালেন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Srabanti Chatterjee: শ্রাবন্তীর বক্তব্যে উঠে এসেছে প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের (Rajiv Kumar Biswas) কথা।
*বেশ কিছু বিষয় নিয়ে ট্রোলের সম্মুখীন হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। যদিও সে বিষয়ে কোনও আমল দিতে রাজি নন তিনি। সাফ জানাচ্ছেন নায়িকা, লোকে সব সময়েই কিছু না কিছু বলে যায়, তাতে কান দিলে চলে না! বরং Calcutta Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে এখন তাঁর মন কেবল পরিবারে এবং কেরিয়ারে। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement
advertisement
*ভবিষ্যতের এই পরিকল্পনার মধ্যেও কাজের জগতে ফেরা নিয়ে প্রচন্ড হতাশ শ্রাবন্তী। বলছেন, "পাগল হয়ে যাচ্ছি। শ্যুটিংয়ের পাশাপাশি বিভিন্ন কাজকর্ম, মেক আপ ভ্যান, নতুন নতুন পোশাক পরা, লাঞ্চের সময় গল্প এগুলো খুব মিস করছি। ছোট পর্দা হোক বা OTT, যে কোনও শ্যুটিং করার একটা অন্য অভিজ্ঞতা আছে। আশা করি অক্টোবর থেকে আমি ফের শ্যুটিং শুরু করব। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যেয়ের খেলাঘর সিনেমার শুটিং শুরু হবে। আমার সঙ্গে অভিনয় করবে দেব।" ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement
*তবে রাজীবের জন্য দরজা খোলা থাকলেও আরেক প্রাক্তন স্বামী রোশন সিং (Roshan Singh) সম্পর্কে কিছু বলতে চাননি শ্রাবন্তী। শোনা গিয়েছে যে রোশন ফের শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে রাজি। "আমি এখন কিছুই চাই না, কাউকে চাই না। শুধু নিজের কাজ করতে চাই", রোশনের প্রসঙ্গ উঠতে এই মন্তব্যই করেছেন নায়িকা। ছবিঃ সংগৃহীত।