

*পরিচালনায় হাত পাকাতে প্রস্তুত শেখর ঘোষ। প্রথম ছবি সিন্ডিকেট নিয়ে হাজির তিনি। প্রতিবেদন: অরুণিমা দে।


*ছবিতে অভিনয় করছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন এবং আরও অনেকে।


*শেখরের কথায়, "নিজের অভিজ্ঞতা থেকে এই ছবির গল্প লেখা। আমরা কেমন যেন বাস্তবটা জেনেও গা বাঁচিয়ে চলি। সেটা মানতে চাই না। এই ভাবনাটা আমাকে নাড়া দিয়েছিল। খবরের কাগজের পাতায়, কত রকম হেডলাইন দেখতে পাই। শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য দেখছি, আবার কেমন জানি ক্ষণিকের মধ্যে ভুলে যাচ্ছি। এটাই নিউ নর্মাল হয়ে গিয়েছে। এই সব ভাবনা থেকেই গল্পটা লিখলাম।"


*পরিচালকের দাবি, তাঁর গল্পে বাঙালিয়ানা রয়েছে। বাংলার বেশ কিছু ভাল অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে , তা পরম প্রাপ্তি মনে করছেন। তাঁর দাবি, "আমার ছবির চরিত্র কেউ সাদা কিংবা কালো নয়, সবই গ্রে শেডের।"


*বাংলা ছবিতে এমনিতেই অপশন খুবই কম। সেখানে সৌরসেনী ও সাহেবের নতুন জুটি, বেশ কিছুটা ফ্রেশনেস নিয়ে আসবে।


*'সিন্ডিকেট' থ্রিলার ছবি। আর ত্রিলার মানেই টান টান গল্পের বুনন। শান্তিলাল ও চন্দন সেন-এর মতো অভিনেতা থাকায়, ছবিতে ভাল অভিনয় দেখা যাবে, তা বলা বাহুল্য।