ওয়েবে ফের দর্শনা ম্যাজিক! হয়ে গেল তিনটি সিরিজের মুহরত
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তিনটি একেবারে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছে "রূপ প্রোডাকশন"। বাপ্পা ও সৌম্যজিত আদক রয়েছেন পরিচালনার দায়িত্বে। একগুচ্ছ তারকা রয়েছেন আর থাকছে তিনটি তিন ধরনের গল্প।
• সিরিজ দেখার অভ্যেস সকলের হচ্ছিল ধীরে ধীরে। কিন্তু করোনা প্রবাহে, গতি খানিক বেড়ে গেল। দৈনন্দিন অন্যান্য অভ্যেস-এর মতোই, মানুষের সিরিজ দেখাও হয়ে গেল রুটিনের অঙ্গ। চাহিদা থাকলে তার জোগান দিতে হবে বৈকি। সেই কথা মাথায় রেখেই, তিনটি একেবারে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছে "রূপ প্রোডাকশন"। বাপ্পা ও সৌম্যজিত আদক রয়েছেন পরিচালনার দায়িত্বে। একগুচ্ছ তারকা রয়েছেন আর থাকছে তিনটি তিন ধরনের গল্প।
advertisement
advertisement
advertisement
advertisement