Subhashree Ganguly: আবারও বডি শেমিং-এর শিকার! কী ভাবে জবাব দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?

Last Updated:
সিজা প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী বলেই কি বার বার এ ভাবে শুভশ্রীকে(Subhashree Ganguly) কটাক্ষ করা হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো কারওরই অজানা নয়!
1/6
'রোগা হলেই বেশি ভাল দেখতে লাগে আপনাকে! আগের মতো কবে রোগা হবেন?’ এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে শুভশ্রীকে (Subhashree Ganguly) জানিয়েছিলেন এক মহিলা। এ বার সেই অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর পোশাক ডিজাইনার সিজাকে।  নেটিজেনদের একাংশ জানিয়েছেন, 'শুভশ্রীর (Subhashree Ganguly) ঘনিষ্ঠ হিসেবে সিজা যেন এই বক্তব্য জানিয়ে দেন শুভশ্রীকে। তার উত্তরে সিজার প্রতিক্রিয়া কী ছিল সেটাই এবার ইস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন 'রাজ ঘরণী' শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
'রোগা হলেই বেশি ভাল দেখতে লাগে আপনাকে! আগের মতো কবে রোগা হবেন?’ এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে শুভশ্রীকে (Subhashree Ganguly) জানিয়েছিলেন এক মহিলা। এ বার সেই অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর পোশাক ডিজাইনার সিজাকে।  নেটিজেনদের একাংশ জানিয়েছেন, 'শুভশ্রীর (Subhashree Ganguly) ঘনিষ্ঠ হিসেবে সিজা যেন এই বক্তব্য জানিয়ে দেন শুভশ্রীকে। তার উত্তরে সিজার প্রতিক্রিয়া কী ছিল সেটাই এবার ইস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন 'রাজ ঘরণী' শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
advertisement
2/6
ওই নেটিজেনদের আবদারের জবাবে সিজা সাফ জানিয়েছেন, মা হওয়ার আগে-পরে নারীশরীরে অনেক বদল আসে। সেই বদলের মধ্যে দিয়েই যাচ্ছেন শুভশ্রী (Subhashree Ganguly)। আগের আদলে ফিরতে হয়তো অভিনেত্রীর একটু সময় লাগবে। ওজন ঝরাতে ইতিমধ্যেই তিনি নিয়মিত জিমও শুরু করেছেন। তবে একইসঙ্গে সিজা প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী বলেই কি বার বার এ ভাবে শুভশ্রীকে(Subhashree Ganguly) কটাক্ষ করা হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো কারওরই অজানা নয়!
ওই নেটিজেনদের আবদারের জবাবে সিজা সাফ জানিয়েছেন, মা হওয়ার আগে-পরে নারীশরীরে অনেক বদল আসে। সেই বদলের মধ্যে দিয়েই যাচ্ছেন শুভশ্রী (Subhashree Ganguly)। আগের আদলে ফিরতে হয়তো অভিনেত্রীর একটু সময় লাগবে। ওজন ঝরাতে ইতিমধ্যেই তিনি নিয়মিত জিমও শুরু করেছেন। তবে একইসঙ্গে সিজা প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী বলেই কি বার বার এ ভাবে শুভশ্রীকে(Subhashree Ganguly) কটাক্ষ করা হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো কারওরই অজানা নয়!
advertisement
3/6
একই সঙ্গে সিজার দাবি, শরীরী বিভঙ্গের উপর সাজ বা সৌন্দর্য নির্ভর করে না। নিজেকে সবার সামনে সুন্দর ভাবে মেলে ধরতে জানাটাই আসল। শুভশ্রী খুব সুন্দর ভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে কারওর, কোনও অভিযোগ নেই।
একই সঙ্গে সিজার দাবি, শরীরী বিভঙ্গের উপর সাজ বা সৌন্দর্য নির্ভর করে না। নিজেকে সবার সামনে সুন্দর ভাবে মেলে ধরতে জানাটাই আসল। শুভশ্রী খুব সুন্দর ভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে কারওর, কোনও অভিযোগ নেই।
advertisement
4/6
সিজার এই ইনস্টাগ্রাম স্টোরিকেই নিজের স্টোরিতে জায়গা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কোনও কথা না বলেও যেন নিজের যাবতীয় কথা বুঝিয়ে দিয়েছেন ছোট্ট ইউভানের মা, রাজ চক্রবর্তীর স্ত্রী এবং টলিউডের ডাকসাইটে সুন্দরী নায়িকা।
সিজার এই ইনস্টাগ্রাম স্টোরিকেই নিজের স্টোরিতে জায়গা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কোনও কথা না বলেও যেন নিজের যাবতীয় কথা বুঝিয়ে দিয়েছেন ছোট্ট ইউভানের মা, রাজ চক্রবর্তীর স্ত্রী এবং টলিউডের ডাকসাইটে সুন্দরী নায়িকা।
advertisement
5/6
প্রসঙ্গত, এক সন্তানের মা হয়েছেন, এখনও বছর কাটেনি। স্বাভাবিক ভাবেই তাই তাঁর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। নিজের জন্য, একমাত্র ছেলের কারণে চাইলেই ঝট করে ওজন ঝরাতে পারছেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও এই নিয়ে তাঁর, তাঁর পরিবারের বা পরিচালক-প্রযোজকদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
প্রসঙ্গত, এক সন্তানের মা হয়েছেন, এখনও বছর কাটেনি। স্বাভাবিক ভাবেই তাই তাঁর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। নিজের জন্য, একমাত্র ছেলের কারণে চাইলেই ঝট করে ওজন ঝরাতে পারছেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও এই নিয়ে তাঁর, তাঁর পরিবারের বা পরিচালক-প্রযোজকদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
advertisement
6/6
কিন্তু দুর্ভাবনায় অনুরাগীদের চোখে যেন ঘুম নেই! তাঁদের কটাক্ষ বার বার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত করে চলেছে সামাজিক মাধ্যমে। তবে সেই সব ট্রলার উচিত জবাব দিতে ছাড়ছেন না শুভশ্রী। বডি শেমিং নিয়ে এতো চর্চার মধ্যেও এই ধরণের কটাক্ষ যে অত্যন্ত নিম্নরুচির পরিচয় সেকথা অবশ্য মেনে নিয়েছেন এবং প্রতিবাদও করেছেন নেটিজেনদের একাংশ।
কিন্তু দুর্ভাবনায় অনুরাগীদের চোখে যেন ঘুম নেই! তাঁদের কটাক্ষ বার বার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত করে চলেছে সামাজিক মাধ্যমে। তবে সেই সব ট্রলার উচিত জবাব দিতে ছাড়ছেন না শুভশ্রী। বডি শেমিং নিয়ে এতো চর্চার মধ্যেও এই ধরণের কটাক্ষ যে অত্যন্ত নিম্নরুচির পরিচয় সেকথা অবশ্য মেনে নিয়েছেন এবং প্রতিবাদও করেছেন নেটিজেনদের একাংশ।
advertisement
advertisement
advertisement