♦ কিছুদিন আগে নিজের ফিটেস্ট বডির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মিমি ৷ আর সেই ছবিতে খোঁচা উড়ে এসেছিল অঙ্কুশের ৷ তিনি সে সময় জিজ্ঞাসা করেছিলেন,‘কোন অ্যাপ রে?’৷ অর্থাৎ কোনও অ্যাপের সাহায্য নিয়ে নাকি নিজের ছবিকে নির্মেদ করেছিলেন মিমি ৷ তবে চুপ করে থাকেননি মিমিও ৷ মিমি পাল্টা বক্তব্য ছুঁড়ে দেন ৷ তিনি বলেন, ‘‘যে অ্যাপটি তুমি ব্যবহার করেছিলে৷’’অর্থাৎ অ্যাপের সাহায্য নিয়েই নাকি পেশীবহুল শরীর পেয়েছেন অঙ্কুশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সেই ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘‘আমি ওঁর ছবি দেখে বড় হয়েছি ৷ এখনও মনে আছে, যখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়তাম, তখন বোঝে না সে বোঝে না মুক্তি পেয়েছিল ৷ আর আজ আমি একজন গর্বিত ভক্ত ৷ আমার স্বপ্ন সুন্দরীর মতো শুধু একটু চেষ্টা করলাম ৷’’যদিও বোঝাই যাচ্ছে নায়িকাকে রাগানোর জন্যই অঙ্কুশের এই ফন্দি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷