Srabanti Chatterjee|| জ্বলে উঠেছে প্রেমের আগুন! ফের পুরনো প্রেমের কাছে ফিরলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Last Updated:
ফের পুরনো প্রেমের কাছে ফিরলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।
1/8
*রাজনৈতিক ময়দানে দু'জনে দুই মেরুর মানুষ হলেও অভিনয়ে তাঁদের জুটি বরাবরই বাঙালি দর্শক পছন্দ করে এসেছেন। আর পছন্দ হবে নাই বা কেন সেই শিশু শিল্পী থেকে জুটি বাঁধা শুরু সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)৷ তার পর একে একে অমানুষ (Amanush), শুধু তোমারই জন্য (Sudhu Tomari Jonno), পিয়া রে (Piya Re) সহ একাধিক সিনেমায় একসঙ্গে দেখা দিয়েছে টলিউডের এই হিট জুটিকে। সংগৃহীত ছবি।  
*রাজনৈতিক ময়দানে দু'জনে দুই মেরুর মানুষ হলেও অভিনয়ে তাঁদের জুটি বরাবরই বাঙালি দর্শক পছন্দ করে এসেছেন। আর পছন্দ হবে নাই বা কেন সেই শিশু শিল্পী থেকে জুটি বাঁধা শুরু সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)৷ তার পর একে একে অমানুষ (Amanush), শুধু তোমারই জন্য (Sudhu Tomari Jonno), পিয়া রে (Piya Re) সহ একাধিক সিনেমায় একসঙ্গে দেখা দিয়েছে টলিউডের এই হিট জুটিকে। সংগৃহীত ছবি।  
advertisement
2/8
*এ বার ফের আরও একবার পর্দায় সোহম-শ্রাবন্তীকে একসঙ্গে পেতে চলেছে টলিউড। পরিচালক প্রমিতা ভট্টাচার্যের (Promita Bhattacharya) পরবর্তী থ্রিলার সিনেমায় থাকবেন এই দুই অভিনেতা-অভিনেত্রী।  সংগৃহীত ছবি। 
*এ বার ফের আরও একবার পর্দায় সোহম-শ্রাবন্তীকে একসঙ্গে পেতে চলেছে টলিউড। পরিচালক প্রমিতা ভট্টাচার্যের (Promita Bhattacharya) পরবর্তী থ্রিলার সিনেমায় থাকবেন এই দুই অভিনেতা-অভিনেত্রী।  সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে সোহম ও শ্রাবন্তীকে স্বামী-স্ত্রী-র চরিত্রে দেখা গিয়েছে৷ দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের গল্পটিতে অমর (সোহম) এবং তার স্ত্রী অহনা (শ্রাবন্তী) একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন। এরপরই অমরের ব্যবহারগত কিছু পরিবর্তন অহনার নজরে আসে। অহনাকে জানতে পারেন যে তিনি স্বামী হিসাবে যাঁকে ভাবছেন তিনি আসলে তাঁর স্বামী নন।  সংগৃহীত ছবি। 
*সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে সোহম ও শ্রাবন্তীকে স্বামী-স্ত্রী-র চরিত্রে দেখা গিয়েছে৷ দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের গল্পটিতে অমর (সোহম) এবং তার স্ত্রী অহনা (শ্রাবন্তী) একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন। এরপরই অমরের ব্যবহারগত কিছু পরিবর্তন অহনার নজরে আসে। অহনাকে জানতে পারেন যে তিনি স্বামী হিসাবে যাঁকে ভাবছেন তিনি আসলে তাঁর স্বামী নন।  সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*এ দিকে অহনা একবার যাঁকে ভালোবাসেন তাঁকে ভুলতে পারেন না। ফলে গল্পটি নতুন মোড় নেয়। রহস্যভিত্তিক গল্পটিতে অহনা তার প্রকৃত স্বামীর অনুসন্ধান শুরু করেন। আর সেই অনুসন্ধান পর্বই অহনার জীবনে পরিবর্তন নিয়ে আসে।  সংগৃহীত ছবি। 
*এ দিকে অহনা একবার যাঁকে ভালোবাসেন তাঁকে ভুলতে পারেন না। ফলে গল্পটি নতুন মোড় নেয়। রহস্যভিত্তিক গল্পটিতে অহনা তার প্রকৃত স্বামীর অনুসন্ধান শুরু করেন। আর সেই অনুসন্ধান পর্বই অহনার জীবনে পরিবর্তন নিয়ে আসে।  সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*অনেক দিন বাদে সোহমের সঙ্গে জুটি বাঁধতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শ্রাবন্তী। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর কাছে এটি খুবই বিশেষ প্রোজেক্ট। তিনি আবারও সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন।  সংগৃহীত ছবি। 
*অনেক দিন বাদে সোহমের সঙ্গে জুটি বাঁধতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শ্রাবন্তী। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর কাছে এটি খুবই বিশেষ প্রোজেক্ট। তিনি আবারও সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন।  সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি এবং আমি নিশ্চিত যে দর্শকদের এটি পছন্দ হবে। আপনাদের সকলের প্রতিক্রিয়া শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না।"  সংগৃহীত ছবি। 
*এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি এবং আমি নিশ্চিত যে দর্শকদের এটি পছন্দ হবে। আপনাদের সকলের প্রতিক্রিয়া শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না।"  সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*অভিনেতা সোহমও একই ভাবে শ্রাবন্তীর সঙ্গে আবার কাজ করার সুযোগ পাওয়ায় খুশি। সিনেমাটিতে দেবশঙ্কর হালদার (Debshankar Halder), অনিন্দিতা কপিলেশ্বরী (Anindita Kapileswari), রাজদীপ গুপ্ত ( Rajdeep Gupta) এবং অদ্রিজা রায় (Adrija Roy)-এর মতো স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের মুখ্য চরিত্রে দেখা যাবে।  সংগৃহীত ছবি। 
*অভিনেতা সোহমও একই ভাবে শ্রাবন্তীর সঙ্গে আবার কাজ করার সুযোগ পাওয়ায় খুশি। সিনেমাটিতে দেবশঙ্কর হালদার (Debshankar Halder), অনিন্দিতা কপিলেশ্বরী (Anindita Kapileswari), রাজদীপ গুপ্ত ( Rajdeep Gupta) এবং অদ্রিজা রায় (Adrija Roy)-এর মতো স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের মুখ্য চরিত্রে দেখা যাবে।  সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*২০১৯ সালে শেষবার গুগলি (Googly) সিনেমায় একসঙ্গে পর্দায় এসেছিলেন শ্রাবন্তী-সোহম। এবারও তাঁদের রসায়ন মন ছুঁয়ে যায় কিনা সে দিকেই মুখিয়ে আছে বাংলা সিনেপ্রেমীরা।  সংগৃহীত ছবি।
*২০১৯ সালে শেষবার গুগলি (Googly) সিনেমায় একসঙ্গে পর্দায় এসেছিলেন শ্রাবন্তী-সোহম। এবারও তাঁদের রসায়ন মন ছুঁয়ে যায় কিনা সে দিকেই মুখিয়ে আছে বাংলা সিনেপ্রেমীরা।  সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement