দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই নাকি শ্রাবন্তী এবং রোশন আর এক বাড়িতে থাকছেন না। ইনস্টাগ্রামে শ্রাবন্তী রোশনকে আনফলো করে দন। এরপর রোশনও আনফলো করেন শ্রাবন্তীকে। আপাতত শ্রাবন্তী বা রোশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিঞা-বিবির আর একটা ছবিও নেই। এখানেই শেষ নয়। রোশনের নতুন জিমের উদ্বোধনে দু’জনকে দেখা গেলেও, শ্রাবন্তী দ্বিতীয় সন্তান হিসেবে যে ফিটনেস ব্যবসার কথা বলেছেন, তাতে রোশনের নাম নেই !