সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেন ছবি পোস্ট? কী বোঝাতে চাইছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী? জল্পনা তুঙ্গে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শ্রাবন্তী আর রোশনের মধ্যে দূরত্ব যখন প্রতি মুহূর্তে বেড়েই চলেছে, তখনই নিজের ইনস্টাগ্রামে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে পোস্ট করলেন রোশন। ক্যাপশনে লিখেছেন, নো ক্যাপশন
advertisement
দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই নাকি শ্রাবন্তী এবং রোশন আর এক বাড়িতে থাকছেন না। ইনস্টাগ্রামে শ্রাবন্তী রোশনকে আনফলো করে দন। এরপর রোশনও আনফলো করেন শ্রাবন্তীকে। আপাতত শ্রাবন্তী বা রোশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিঞা-বিবির আর একটা ছবিও নেই। এখানেই শেষ নয়। রোশনের নতুন জিমের উদ্বোধনে দু’জনকে দেখা গেলেও, শ্রাবন্তী দ্বিতীয় সন্তান হিসেবে যে ফিটনেস ব্যবসার কথা বলেছেন, তাতে রোশনের নাম নেই !
advertisement
advertisement
advertisement








