Exclusive: মায়াকুমারীর শুটিং ফ্লোর থেকে....কী চলছিল সেখানে?

Last Updated:
1/6
শুটিং ফ্লোর এ মায়াকুমারী।মঙ্গলবার থেকেই জমজমাটি শুটিং শুরু করে দিলেন পরিচালক অরিন্দম শীল।বাংলা ছবির ১০০ বছর এবারে পর্দায়ে তুলে নিয়ে আসছেন অরিন্দম।এই দিন শুটিং ফ্লোর এ হাজির ছিল এই ছবির গোটা টীম।ছিলেন আবীর চট্টোপাধ্যায়,অরুনিমা ঘোষ, অম্বরীষ, ইন্দ্রাশিস, সৌরসেনী ,ফালাক এবং অরিজিৎ দত্ত।
শুটিং ফ্লোর এ মায়াকুমারী।মঙ্গলবার থেকেই জমজমাটি শুটিং শুরু করে দিলেন পরিচালক অরিন্দম শীল।বাংলা ছবির ১০০ বছর এবারে পর্দায়ে তুলে নিয়ে আসছেন অরিন্দম।এই দিন শুটিং ফ্লোর এ হাজির ছিল এই ছবির গোটা টীম।ছিলেন আবীর চট্টোপাধ্যায়,অরুনিমা ঘোষ, অম্বরীষ, ইন্দ্রাশিস, সৌরসেনী ,ফালাক এবং অরিজিৎ দত্ত।
advertisement
2/6
ফ্যাশন ডিসাইনার অভিষেক রায়ের তৈরী করা সাদা পাঞ্জাবিতে অন্য মুড এ পাওয়া গেলো আবীর চাট্টোপাধ্যায়কে। বিদায়ী ব্যোমকেশের পরে এই ছবিতেও দাদু এবং  নাতি দুই চরিত্রেই দেখতে পাওয়া যাবে আবীরেক।কানন কুমার ও আহির  চট্টোপাধ্যায় ।প্রথম দিনে শুটিং ফ্লোর এ বেশ চনমনে ছিলেন আবীর৷
ফ্যাশন ডিসাইনার অভিষেক রায়ের তৈরী করা সাদা পাঞ্জাবিতে অন্য মুড এ পাওয়া গেলো আবীর চাট্টোপাধ্যায়কে। বিদায়ী ব্যোমকেশের পরে এই ছবিতেও দাদু এবং নাতি দুই চরিত্রেই দেখতে পাওয়া যাবে আবীরেক।কানন কুমার ও আহির চট্টোপাধ্যায় ।প্রথম দিনে শুটিং ফ্লোর এ বেশ চনমনে ছিলেন আবীর৷
advertisement
3/6
অরিন্দম এমনিতে খোশ মেজাজে থাকলেও ডিরেক্টরের চেয়ারে বসে পড়লেই তাঁর একেবারে অন্য গাম্ভীর্য।সেই কারণে তাকে খুব মেনে চলেন সকলে শুটিং ফ্লোরে। বাংলা ছবির  ১০০ বছর কে ট্রিবিউট জানাতেই তিনি বানাচ্ছেন এই ছবি।
অরিন্দম এমনিতে খোশ মেজাজে থাকলেও ডিরেক্টরের চেয়ারে বসে পড়লেই তাঁর একেবারে অন্য গাম্ভীর্য।সেই কারণে তাকে খুব মেনে চলেন সকলে শুটিং ফ্লোরে। বাংলা ছবির ১০০ বছর কে ট্রিবিউট জানাতেই তিনি বানাচ্ছেন এই ছবি।
advertisement
4/6
অরুনিমা এবং ফালাক ব্যস্ত ছিলেন সিন এ ।মাঝে মধ্যে চলছিল খুনসুটিও।তার মাঝে এসে পড়লেন অম্বরীষ।সামনে ক্যামেরা দেখে, দিয়ে দিলেন দুই রমণীর সঙ্গে দারুন একটা পোজ।একেই বলে একেবারে পিকচার পারফেক্ট৷
অরুনিমা এবং ফালাক ব্যস্ত ছিলেন সিন এ ।মাঝে মধ্যে চলছিল খুনসুটিও।তার মাঝে এসে পড়লেন অম্বরীষ।সামনে ক্যামেরা দেখে, দিয়ে দিলেন দুই রমণীর সঙ্গে দারুন একটা পোজ।একেই বলে একেবারে পিকচার পারফেক্ট৷
advertisement
5/6
সৌরসেনী, অরিজিৎ দত্ত এবং ইন্দ্রাশিস এসে জুড়লেন গল্প।গল্প চললো অরিজিৎ দত্ত কে নিয়ে ।তিনি নাকি নিজের স্ক্রিপ্ট না নিয়ে আবীরের স্ক্রিপ্ট নিয়ে বসে ছিলেন ।সেই নিয়ে হাসির ফুলঝুরি  ইন্দ্রাশিস​ এবং সৌরশেনীর৷
সৌরসেনী, অরিজিৎ দত্ত এবং ইন্দ্রাশিস এসে জুড়লেন গল্প।গল্প চললো অরিজিৎ দত্ত কে নিয়ে ।তিনি নাকি নিজের স্ক্রিপ্ট না নিয়ে আবীরের স্ক্রিপ্ট নিয়ে বসে ছিলেন ।সেই নিয়ে হাসির ফুলঝুরি ইন্দ্রাশিস​ এবং সৌরশেনীর৷
advertisement
6/6
যাক বাবা একটা সিন শেষ এবারে একটু পোষে দিলে কেমন হয়ে ?খোশ মেজাজে তখন সবাই 'সে চিজ' স্মাইল দিলেন।
যাক বাবা একটা সিন শেষ এবারে একটু পোষে দিলে কেমন হয়ে ?খোশ মেজাজে তখন সবাই 'সে চিজ' স্মাইল দিলেন।
advertisement
advertisement
advertisement