এমন পরিস্থিতিতে শহরে হঠাৎ একটা খুন হয়। কিন্তু আশ্চর্য ভাবে রূপকের স্কেচের সঙ্গে মিলে যায় খুনীর মুখ। স্কেচ নিয়ে শুরু হয় তদন্ত। কিন্তু অন্য দিকে খুনী খোঁজতে থাকে রূপককে। শুরু হয় ছবির মূল গল্প। পাড়বে কি রূপক এই সব কিছু থেকে নিজেকে বাঁচাতে? নাকি গল্প মোড় নেবে অন্য স্রোতে। এই সবকিছু নিয়ে "ক্যানভাস"।