Rhea Kapoor Wedding: ঐতিহ্য-ফ্যাশনের অপূর্ব মিশেল! আলতা পরে রিসেপশনে নাচতে গেলেন রিয়া

Last Updated:
Rhea Kapoor Reception Party: বিয়ে পর্ব মিটতেই এ বার বন্ধুদের রিসেপশন । আর সেখানে আরও একবার ছক ভাঙা রূপে মোহময়ী রিয়া ।
1/10
• কাপুর পরিবারে সদ্যই মিটেছে বিয়ের অনুষ্ঠান । তবে উৎসবের এখনও শেষ হয়নি । গত ১৪ অগাস্ট বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কাপুর (Anil Kapoor) ও সুনিতা কাপুরের (Sunita Kapoor) ছোট মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor) । সোনম কাপুরের (Sonam Kapoor) ছোট বোন রিয়া, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (Rhea kapoor wedding) । ছবি- ইনস্টাগ্রাম ।
• কাপুর পরিবারে সদ্যই মিটেছে বিয়ের অনুষ্ঠান । তবে উৎসবের এখনও শেষ হয়নি । গত ১৪ অগাস্ট বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কাপুর (Anil Kapoor) ও সুনিতা কাপুরের (Sunita Kapoor) ছোট মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor) । সোনম কাপুরের (Sonam Kapoor) ছোট বোন রিয়া, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (Rhea kapoor wedding) । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
2/10
• অনিল কাপুরের জুহু’র বাংলোতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিমছাম ভাবেই বিয়ে করেছিলেন প্রযোজক, শিল্পপতি, ডিজাইনার রিয়া আর পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা করণ । কাপুর পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই শুধুমাত্র উপস্থিত ছিলেন এই বিয়েতে । ছবি- ইনস্টাগ্রাম ।
• অনিল কাপুরের জুহু’র বাংলোতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিমছাম ভাবেই বিয়ে করেছিলেন প্রযোজক, শিল্পপতি, ডিজাইনার রিয়া আর পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা করণ । কাপুর পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই শুধুমাত্র উপস্থিত ছিলেন এই বিয়েতে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
3/10
• বিয়ের দিন প্রকাশ্যে না এলেও তার দু’দিন পর বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন রিয়া কাপুর স্বয়ং । তাতে দেখা যাচ্ছে, নববধূ রিয়া আউভরি রঙা শাড়ি আর গয়নায় সেজেছেন । করণও একই রঙের শেরওয়ানির সঙ্গে নিয়েছেন লাল টুকটুকে দোপাট্টা । ভারি সুন্দর দেখাচ্ছে তাঁদের । রিয়া মাথার মুক্তোর ঘোমটা তাঁর সাজে অন্য মাত্রা এনেছে । রিয়ার চান্দেরি শাড়ি ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার অনামিকা খান্না । লম্বা খোলা চুল আর তার সঙ্গে চোখের টানা টানা কাজল...তাঁর সাজকে সম্পূর্ণ করে তুলেছে । ছবি- ইনস্টাগ্রাম ।
• বিয়ের দিন প্রকাশ্যে না এলেও তার দু’দিন পর বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন রিয়া কাপুর স্বয়ং । তাতে দেখা যাচ্ছে, নববধূ রিয়া আউভরি রঙা শাড়ি আর গয়নায় সেজেছেন । করণও একই রঙের শেরওয়ানির সঙ্গে নিয়েছেন লাল টুকটুকে দোপাট্টা । ভারি সুন্দর দেখাচ্ছে তাঁদের । রিয়া মাথার মুক্তোর ঘোমটা তাঁর সাজে অন্য মাত্রা এনেছে । রিয়ার চান্দেরি শাড়ি ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার অনামিকা খান্না । লম্বা খোলা চুল আর তার সঙ্গে চোখের টানা টানা কাজল...তাঁর সাজকে সম্পূর্ণ করে তুলেছে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
4/10
• রিয়া নিজে একজন সেলিব্রিটি স্টাইলিশ । সোনমের বেশির ভাগ স্টাইলিং তিনি নিজে তদারকি করেন । আর দিদি সোনম যে বলিউডের ফ্যাশনিস্তা নামে পরিচিত তা কে না জানেন । তাই খুব স্বাভাবিক ভাবেই রিয়ার বিয়ের সাজ যে একেবারে অন্যরকম হবে, তা খানিকটা আন্দাজ করাই গিয়েছিল । রিয়া প্রকৃত অর্থেই ঐতিহ্য, সাবেকিয়ানা আর ফ্যাশনের চূড়ান্ত মিশেল । তাঁর সাজে সর্বত্রই সাদা, বেজ, আইভরি রঙের ছোঁয়া । স্নিগ্ধ, দৃষ্টিনন্দন সেই সাজ চিরাচরিত সাজগুলির থেকে অনেকটা আলাদা । ছবি- ইনস্টাগ্রাম ।
• রিয়া নিজে একজন সেলিব্রিটি স্টাইলিশ । সোনমের বেশির ভাগ স্টাইলিং তিনি নিজে তদারকি করেন । আর দিদি সোনম যে বলিউডের ফ্যাশনিস্তা নামে পরিচিত তা কে না জানেন । তাই খুব স্বাভাবিক ভাবেই রিয়ার বিয়ের সাজ যে একেবারে অন্যরকম হবে, তা খানিকটা আন্দাজ করাই গিয়েছিল । রিয়া প্রকৃত অর্থেই ঐতিহ্য, সাবেকিয়ানা আর ফ্যাশনের চূড়ান্ত মিশেল । তাঁর সাজে সর্বত্রই সাদা, বেজ, আইভরি রঙের ছোঁয়া । স্নিগ্ধ, দৃষ্টিনন্দন সেই সাজ চিরাচরিত সাজগুলির থেকে অনেকটা আলাদা । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
5/10
বিয়ের পরের দিনই ছিল পরিবারের সকলকে নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি । সেখানে বান্ধবী মাসা গুপ্ত’র ডিজাইন করা একটি ফ্লোরাল সাদা কাফতান পরেছিলেন রিয়া কাপুর । এই পোশাকে তাঁকে কেক কাটতেও দেখা যায় । ছবি- ইনস্টাগ্রাম ।
বিয়ের পরের দিনই ছিল পরিবারের সকলকে নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি । সেখানে বান্ধবী মাসা গুপ্ত’র ডিজাইন করা একটি ফ্লোরাল সাদা কাফতান পরেছিলেন রিয়া কাপুর । এই পোশাকে তাঁকে কেক কাটতেও দেখা যায় । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
6/10
• বিয়ের পরের দিনই ছিল পরিবারের সকলকে নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি । সেখানে বান্ধবী মাসা গুপ্ত’র ডিজাইন করা একটি ফ্লোরাল সাদা কাফতান পরেছিলেন রিয়া কাপুর । এই পোশাকে তাঁকে কেক কাটতেও দেখা যায় । তারপর ঘরোয়া পার্টিতে রিয়াকে দেখা যায় দুধ সাদা প্রিন্সেস ফ্রকে । থ্রি-কোয়ার্টার পাফ স্লিভস ফ্রকের সঙ্গে লম্বা এক ঢাল চুল খুলে রেখেছিলেন রিয়া । রূপকথার রাজকন্যাদের মতোই অপূর্ব দেখাচ্ছিল তাঁকে । ছবি- ইনস্টাগ্রাম ।
• বিয়ের পরের দিনই ছিল পরিবারের সকলকে নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি । সেখানে বান্ধবী মাসা গুপ্ত’র ডিজাইন করা একটি ফ্লোরাল সাদা কাফতান পরেছিলেন রিয়া কাপুর । এই পোশাকে তাঁকে কেক কাটতেও দেখা যায় । তারপর ঘরোয়া পার্টিতে রিয়াকে দেখা যায় দুধ সাদা প্রিন্সেস ফ্রকে । থ্রি-কোয়ার্টার পাফ স্লিভস ফ্রকের সঙ্গে লম্বা এক ঢাল চুল খুলে রেখেছিলেন রিয়া । রূপকথার রাজকন্যাদের মতোই অপূর্ব দেখাচ্ছিল তাঁকে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
7/10
• বিয়ে পর্ব মিটতেই এ বার বন্ধুদের রিসেপশন । আর সেখানে আরও একবার ছক ভাঙা রূপে মোহময়ী রিয়া । ছবি- ইনস্টাগ্রাম ।
• বিয়ে পর্ব মিটতেই এ বার বন্ধুদের রিসেপশন । আর সেখানে আরও একবার ছক ভাঙা রূপে মোহময়ী রিয়া । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
8/10
• অবাঙালি হয়েও হাতে পায়ে নেই মেহেন্দির কারুকার্য । বরং পায়ের পাতা তিনি রাঙালেন লাল টুকটুকে আলতায় । ছবি- ইনস্টাগ্রাম ।
• অবাঙালি হয়েও হাতে পায়ে নেই মেহেন্দির কারুকার্য । বরং পায়ের পাতা তিনি রাঙালেন লাল টুকটুকে আলতায় । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
9/10
• পরলেন লাল-সাদা স্কার্ট আর টুকটুকে লাল ব্লাউজ । ছবি- ইনস্টাগ্রাম ।
• পরলেন লাল-সাদা স্কার্ট আর টুকটুকে লাল ব্লাউজ । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
10/10
• রিয়ার এই পোশাকটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনারদ্বয় আবু জানি-সন্দীপ খোসলা । ছবি- ইনস্টাগ্রাম ।
• রিয়ার এই পোশাকটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনারদ্বয় আবু জানি-সন্দীপ খোসলা । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement