হোম » ছবি » বিনোদন » সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
Bangla Editor
1/ 5
১. জীবনের সবথেকে সুন্দর সময়টা বোধ হয় একেই বলে ৷ আর সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ সন্তানসম্ভবা তিনি ৷ এই তো কিছুদিন আগে গিয়েছে বাড়ির দুর্গাপুজো ৷ সে সময়টা প্রত্যেক বছরের মতোই আনন্দে কাটিয়েছেন তিনি ৷ ছবি: ট্যুইটার ৷
2/ 5
২. দুর্গাপুজোর ঠিক আগে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল সাধ ৷ বাঙালি বাড়ির নিয়ম অনুযায়ী সন্তান সম্ভবা প্রসূতিকে তার শাশুরি প্রথমে সাধ মিটিয়ে খাবার খাওয়ান। তাতে পঞ্চব্যঞ্জন-সহ যা যা হবু মায়ের প্রিয় সবই থাকে। মনে করা হয় সেই খাবার চেটেপুটে খায় আগত সন্তানও। ছবি: ট্যুইটার ৷
3/ 5
৩. মাস খানেক আগে লাল ঢাকাই, এক গা গয়না পরে একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবিতে দেখা গিয়েছিল সুদীপা সেজে গুজে বসে রয়েছেন৷ সামনে নানা খাবারের পদ। সেই সময়ই তাঁর অনুরাগীরা জানতে পারে যে সুদীপা অন্তঃসত্ত্বা৷ ছবি: ট্যুইটার ৷
4/ 5
৪. এবার তাঁর মা যত্ন করে তাঁকে সাধ খাওয়ালেন ৷ সেই ছবিই ট্যুইটারে পোস্ট করেছেন সুদীপা নিজেই ৷ বাপের বাড়ির সাধের দুটি ছবি পোস্ট করেছেন৷ একটি ছবিতে দেখা গিয়েছে, সুদীপাকে আশীর্বাদ করছেন তাঁর মা৷ ছবি: ট্যুইটার ৷
5/ 5
৫. এবং অন্যটিতে খাবারেগুলির ক্লোজ আপ৷ খাদ্যরসিক বাঙালি হলে যা হয় ৷ খাবারের প্রতিটি মেনু সকলকে না দেখাতে পারলে মনটা আনচান করে৷ মাংস, চিংড়ি মাছের মালাইকারি, মাছভাজা, পাঁচ রকমের ভাজা সবজি, দই, পায়েস আরও কত কী৷ সবই ছিল সুদীপার পাতে ৷ ছবি: ট্যুইটার ৷
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
১. জীবনের সবথেকে সুন্দর সময়টা বোধ হয় একেই বলে ৷ আর সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ সন্তানসম্ভবা তিনি ৷ এই তো কিছুদিন আগে গিয়েছে বাড়ির দুর্গাপুজো ৷ সে সময়টা প্রত্যেক বছরের মতোই আনন্দে কাটিয়েছেন তিনি ৷ ছবি: ট্যুইটার ৷
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
২. দুর্গাপুজোর ঠিক আগে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল সাধ ৷ বাঙালি বাড়ির নিয়ম অনুযায়ী সন্তান সম্ভবা প্রসূতিকে তার শাশুরি প্রথমে সাধ মিটিয়ে খাবার খাওয়ান। তাতে পঞ্চব্যঞ্জন-সহ যা যা হবু মায়ের প্রিয় সবই থাকে। মনে করা হয় সেই খাবার চেটেপুটে খায় আগত সন্তানও। ছবি: ট্যুইটার ৷
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
৩. মাস খানেক আগে লাল ঢাকাই, এক গা গয়না পরে একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবিতে দেখা গিয়েছিল সুদীপা সেজে গুজে বসে রয়েছেন৷ সামনে নানা খাবারের পদ। সেই সময়ই তাঁর অনুরাগীরা জানতে পারে যে সুদীপা অন্তঃসত্ত্বা৷ ছবি: ট্যুইটার ৷
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
৪. এবার তাঁর মা যত্ন করে তাঁকে সাধ খাওয়ালেন ৷ সেই ছবিই ট্যুইটারে পোস্ট করেছেন সুদীপা নিজেই ৷ বাপের বাড়ির সাধের দুটি ছবি পোস্ট করেছেন৷ একটি ছবিতে দেখা গিয়েছে, সুদীপাকে আশীর্বাদ করছেন তাঁর মা৷ ছবি: ট্যুইটার ৷
সুদীপার বাপেরবাড়ি থেকে দেওয়া সাধের মেনুতে কী কী ছিল ? দেখে নিন ছবি
৫. এবং অন্যটিতে খাবারেগুলির ক্লোজ আপ৷ খাদ্যরসিক বাঙালি হলে যা হয় ৷ খাবারের প্রতিটি মেনু সকলকে না দেখাতে পারলে মনটা আনচান করে৷ মাংস, চিংড়ি মাছের মালাইকারি, মাছভাজা, পাঁচ রকমের ভাজা সবজি, দই, পায়েস আরও কত কী৷ সবই ছিল সুদীপার পাতে ৷ ছবি: ট্যুইটার ৷