Nusrat Jahan | Yash Dasgupta: বিয়ের সেটে শ্যুটিং! নতুন ছবির কাজ শুরু করলেন নুসরত-যশ

Last Updated:
Nusrat Jahan | Yash Dasgupta: বৃহস্পতিবারই যশ দাশগুপ্তের সঙ্গে নতুন ছবির শ্যুটিং করলেন নুসরত। শ্যুটিং শুরু হল তাও আবার বিয়ের সেটে।
1/6
বুধবার চিরকালের মতো সমস্ত সম্পর্ক শেষ হয়েছে অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও নিখিল জৈনের (Nikhil Jain)। আলিপুর আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছেন। আর বৃহস্পতিবারই যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নতুন ছবির শ্যুটিং করলেন নুসরত।
বুধবার চিরকালের মতো সমস্ত সম্পর্ক শেষ হয়েছে অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও নিখিল জৈনের (Nikhil Jain)। আলিপুর আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছেন। আর বৃহস্পতিবারই যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নতুন ছবির শ্যুটিং করলেন নুসরত।
advertisement
2/6
শ্যুটিং শুরু হল তাও আবার বিয়ের সেটে। বলা ভালো নয়া ইনিংস শুরু করলেন নুসরত ও যশ। 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং শুরু করলেন নুসরত (Nusrat Jahan) ও যশ। সেই ছবিরই শুভ  মহরৎ হল আজ।
শ্যুটিং শুরু হল তাও আবার বিয়ের সেটে। বলা ভালো নয়া ইনিংস শুরু করলেন নুসরত ও যশ। 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং শুরু করলেন নুসরত (Nusrat Jahan) ও যশ। সেই ছবিরই শুভ মহরৎ হল আজ।
advertisement
3/6
এই ছবিতে নুসরতের চরিত্রের নাম নীলাঞ্জনা ও যশের (Yash Dasgupta) চরিত্রের নাম শিবা। এটি এক‌‌টি পলিটিকাল ড্রামা। তার পাশাপাশি দুই চরিত্রের মধ্যে প্রেমও দেখানো হবে।
এই ছবিতে নুসরতের চরিত্রের নাম নীলাঞ্জনা ও যশের (Yash Dasgupta) চরিত্রের নাম শিবা। এটি এক‌‌টি পলিটিকাল ড্রামা। তার পাশাপাশি দুই চরিত্রের মধ্যে প্রেমও দেখানো হবে।
advertisement
4/6
ছবির পরিচালনা করেছেন শিলাদিত্য ছবির প্রযোজনা করছেন এনা সাহা। ছবির মিউজিক করছেন অম্লান চক্রবর্তী।
ছবির পরিচালনা করেছেন শিলাদিত্য ছবির প্রযোজনা করছেন এনা সাহা। ছবির মিউজিক করছেন অম্লান চক্রবর্তী।
advertisement
5/6
বুধবার আলিপুর আদালত নুসরত (Nusrat Jahan) ও নিখিলের ডিভোর্সে সিলমোহর দিয়েছে। বহুদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে নিঃষ্পত্তি হয়েছে বিষয়‌টির।
বুধবার আলিপুর আদালত নুসরত (Nusrat Jahan) ও নিখিলের ডিভোর্সে সিলমোহর দিয়েছে। বহুদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে নিঃষ্পত্তি হয়েছে বিষয়‌টির।
advertisement
6/6
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০১৯-এর এপ্রিলে তুরষ্কের বোডরুমে গিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন নিখিল (Nikhil Jain) ও নুসরত। কিন্তু বছর ঘুরতেই সেই সম্পর্কে চিড় ধরে। বর্তমানে যশের সঙ্গে মিলে সন্তান ঈশানকে বড় করছেন নুসরত।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০১৯-এর এপ্রিলে তুরষ্কের বোডরুমে গিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন নিখিল (Nikhil Jain) ও নুসরত। কিন্তু বছর ঘুরতেই সেই সম্পর্কে চিড় ধরে। বর্তমানে যশের সঙ্গে মিলে সন্তান ঈশানকে বড় করছেন নুসরত।
advertisement
advertisement
advertisement