Nusrat Jahan Pregnant: মা হতে চলেছেন নুসরত, সন্তান তাঁর নয়, জানালেন নিখিল

Last Updated:
নুসরতের বর্তমান স্বামী নিখিল জৈন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না । এমনকি ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি ।
1/6
• তোলপাড় হচ্ছে টলিউড । তৃণমূলের তারকা সাংসদ, টলি-অভিনেত্রী নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওযার খবর ইতিমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে । জানা গিয়েছে, নুসরত নাকি বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা। যদিও এ বিষয়ে স্পিকটি নট নায়িকা ।
• তোলপাড় হচ্ছে টলিউড । তৃণমূলের তারকা সাংসদ, টলি-অভিনেত্রী নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওযার খবর ইতিমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে । জানা গিয়েছে, নুসরত নাকি বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা। যদিও এ বিষয়ে স্পিকটি নট নায়িকা ।
advertisement
2/6
• এ দিকে নুসরতের বর্তমান স্বামী নিখিল জৈন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না । এমনকি ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি । বরং নুসরতের গর্ভবতী হওয়ার খবরে তিনি নিজেই বিষ্মিত বলে দাবি করেছেন নিখিল ।
• এ দিকে নুসরতের বর্তমান স্বামী নিখিল জৈন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না । এমনকি ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি । বরং নুসরতের গর্ভবতী হওয়ার খবরে তিনি নিজেই বিষ্মিত বলে দাবি করেছেন নিখিল ।
advertisement
3/6
• প্রসঙ্গত, ২০১৯ এর ১৯ জুন তুরস্কে এক রাজকীয় বিবাহ বাসরে চার হাত এক হয়েছিল নিখিল-নুসরতের । ইসলাম, হিন্দু ও খ্রিস্টান, তিন ধর্ম মতেই বিয়ে করেছিলেন তাঁরা । তবে বিয়ের এক বছর গড়াতে না গড়াতেই অবশ্য সম্পর্কে ফাটল ধরে । নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসেন নুসরত । কিন্তু এ নিয়ে কোনওদিনই সংবাদ মাধ্যমের সামনে খোলসা করে কিছু বলেননি নিখিল-নুসরত । তাঁদের মধ্যে ঠিক কী হয়েছিল, কেন ভালবেসে বিয়ে করার পরেও তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে গেল, তা স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি ।
• প্রসঙ্গত, ২০১৯ এর ১৯ জুন তুরস্কে এক রাজকীয় বিবাহ বাসরে চার হাত এক হয়েছিল নিখিল-নুসরতের । ইসলাম, হিন্দু ও খ্রিস্টান, তিন ধর্ম মতেই বিয়ে করেছিলেন তাঁরা । তবে বিয়ের এক বছর গড়াতে না গড়াতেই অবশ্য সম্পর্কে ফাটল ধরে । নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসেন নুসরত । কিন্তু এ নিয়ে কোনওদিনই সংবাদ মাধ্যমের সামনে খোলসা করে কিছু বলেননি নিখিল-নুসরত । তাঁদের মধ্যে ঠিক কী হয়েছিল, কেন ভালবেসে বিয়ে করার পরেও তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে গেল, তা স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি ।
advertisement
4/6
• এ দিকে নিখিলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার পরেই অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্কের গুঞ্জন শোনা যায় । ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করতে গিয়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে সূত্রের খবর । এ বিষয়ে ঝেড়ে না কাশলেও দুই তারকার সোশ্যাল মিডিয়া ফলো করলেই স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন ।
• এ দিকে নিখিলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার পরেই অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্কের গুঞ্জন শোনা যায় । ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করতে গিয়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে সূত্রের খবর । এ বিষয়ে ঝেড়ে না কাশলেও দুই তারকার সোশ্যাল মিডিয়া ফলো করলেই স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন ।
advertisement
5/6
• ডিসেম্বরে আজমীর ট্রিপেও গিযেছিলেন দু’জন । এ ছাড়া মাঝেমধ্যেই তাঁদের একত্রে পার্টি করার ছবি বা ডিনার ডেটের ছবি ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায় । বর্তমানে নাকি একই সঙ্গে থাকছেন ‘যশরত’ ।
• ডিসেম্বরে আজমীর ট্রিপেও গিযেছিলেন দু’জন । এ ছাড়া মাঝেমধ্যেই তাঁদের একত্রে পার্টি করার ছবি বা ডিনার ডেটের ছবি ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায় । বর্তমানে নাকি একই সঙ্গে থাকছেন ‘যশরত’ ।
advertisement
6/6
• নুসরতের এখনও ডিভোর্স হয়নি নিখিলের সঙ্গে । তবে তাঁদের আদৌ আইনি বিয়ে হয়েছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে । এ দিকে নুসরত তৃণমূলের সাংসদ, অন্যদিকে যশ গেরুয়া শিবিরের প্রতিনিধি । যদিও বিধানসভা ভোটে দাঁড়িয়ে চণ্ডীতলা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন তিনি । এমতাবস্থায় যশ-নুসরতের সম্পর্কের ঘনিষ্ঠতা, সন্তানের আগমণ বার্তা, গোটা বিষয়টি নিয়েই প্রভূত জলঘোলা হওযার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে । ফলে সকলেই অপেক্ষা করছেন এ বিষয়ে দুই তারকা কখন মুখ খোলেন তা শোনার অপেক্ষায় ।
• নুসরতের এখনও ডিভোর্স হয়নি নিখিলের সঙ্গে । তবে তাঁদের আদৌ আইনি বিয়ে হয়েছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে । এ দিকে নুসরত তৃণমূলের সাংসদ, অন্যদিকে যশ গেরুয়া শিবিরের প্রতিনিধি । যদিও বিধানসভা ভোটে দাঁড়িয়ে চণ্ডীতলা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন তিনি । এমতাবস্থায় যশ-নুসরতের সম্পর্কের ঘনিষ্ঠতা, সন্তানের আগমণ বার্তা, গোটা বিষয়টি নিয়েই প্রভূত জলঘোলা হওযার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে । ফলে সকলেই অপেক্ষা করছেন এ বিষয়ে দুই তারকা কখন মুখ খোলেন তা শোনার অপেক্ষায় ।
advertisement
advertisement
advertisement