

• ৮০ বছরে চলে গেলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত । বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ । তবে কেন, কখন, কীভাবে তাঁর মৃত্যু হল তাই নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য । ছবি: ফেসবুক


• তেমন কোনও বড় অসুস্থতা তাঁর ছিল না বলে জানা গিয়েছে । তাঁর ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগারে চিৎ হয়ে পড়েছিল শর্বরী দত্তের দেহ। বাঁ পায়ে গোড়ালির উপরে কাটা দাগ রয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছবি: ফেসবুক


• কিন্তু কীভাবে পায়ে সেই কাটা দাগ এল তা স্পষ্ট নয়।পড়ে গিয়ে মৃত্যুর সম্ভাবনা জোরালো হচ্ছে। ছবি: ফেসবুক


• তবে চিৎ হয়ে পড়ে গেলে মাথার পিছনে আঘাত লাগার কথা। কিন্তু মাথার পিছনে, বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। • সেক্ষেত্রে ইন্টারনাল ইনজুরি হতে পারে।তবে আজ ময়নাতদন্তের আগে মৃত্যুর আসল কারণ, দেহের কোথায় কোথায় আঘাত রয়েছে, কেন রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ছবি: ফেসবুক


• ব্রড স্ট্রিটের ওই বাড়িতে ছেলে অমলিন ও ছেলের বৌয়ের সঙ্গে থাকতেন শর্বরী । তবে সম্পর্কের টানাপোড়েন ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বহুদিন ধরেই সমস্যা চলছিল তাঁদের মধ্যে । ছবি: ফেসবুক


• পুলিশের কাছে ছেলে অমলিন জানান, বৃহস্পতিবার সারা দিনই তাঁদের সঙ্গে দেখা হয়নি শর্বরীর। ১৬ তারিখ শেষবার ডিনারে মায়ের সঙ্গে দেখা হয়। তার পরেই ১৭ তারিখ রাতে এই ঘটনা। ছবি: ফেসবুক