Mithai Mega Serial|| ফের বিয়ের পিঁড়িতে মিঠাই! পাত্র দেখলেন দাদাই! আগামী সপ্তাহে কী কী অপেক্ষা করছে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মিঠাই-র জন্য যোগ্য পাত্র খুঁজে পেয়েছে দাদাই। নতুন করে মিঠাইকে সৎ পাত্রের হাতে তুলে দিতে চাইছেন মোদক পরিবারের কর্তা।
advertisement
advertisement
advertisement
advertisement
*দাদাই,-এর ফাঁদে পা দিল সিদ্ধার্থ। সকলের সামনে সে বলে উঠল মিঠাই এখনও বিবাহিত। তাই তার বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব নয়। রুদ্রকে কীভাবে বিয়ে করবে মিঠাই? এই ঘটনা থেকে সকলের কাছে মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে, সিদ্ধার্থ যতই বলুক, 'বিয়েতে সে বিশ্বাস করে না। মিঠাইয়ের প্রতি তার কোনও টান নেই।' মনে মনে সিদ্ধার্থ যে মিঠাইকে ভালোবেসে ফেলেছে তার প্রমাণ মিলল আরও একবার।
advertisement