ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল 'এইভাবেই গল্প হোক'

Last Updated:
অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, শাশ্বতী গুহঠাকুরতা ও বিবৃতি চট্টোপাধ্যায়।
1/7
•করোনার প্রকোপে সাধারণ জীবন থমকে দাঁড়িয়ে রয়েছে। লকডাউনে সব বন্ধ। বন্ধ প্রেক্ষাগৃহও। তাই বলে তো বিনোদন থেমে থাকতে পারে না। ott- তেই ছবি, সিরিজ দেখছেন মানুষ। হল-এ গিয়ে নির্ভাবনায় ছবি কবে সকলে দেখতে পারবেন, তা জানা নেই।
•করোনার প্রকোপে সাধারণ জীবন থমকে দাঁড়িয়ে রয়েছে। লকডাউনে সব বন্ধ। বন্ধ প্রেক্ষাগৃহও। তাই বলে তো বিনোদন থেমে থাকতে পারে না। ott- তেই ছবি, সিরিজ দেখছেন মানুষ। হল-এ গিয়ে নির্ভাবনায় ছবি কবে সকলে দেখতে পারবেন, তা জানা নেই।
advertisement
2/7
•নতুন ট্রেন্ড ott রিলিজ। সেই পথেই হাঁটলেন পরিচলক রোহন সেন। ক্লিক ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী ছবি 'এইভাবেই গল্প হোক'।
•নতুন ট্রেন্ড ott রিলিজ। সেই পথেই হাঁটলেন পরিচলক রোহন সেন। ক্লিক ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী ছবি 'এইভাবেই গল্প হোক'।
advertisement
3/7
•'এইভাবেই গল্প হোক'-এ অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, শাশ্বতী গুহঠাকুরতা ও বিবৃতি চট্টোপাধ্যায়। বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে রূপঞ্জনা মিত্রকে।
•'এইভাবেই গল্প হোক'-এ অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, শাশ্বতী গুহঠাকুরতা ও বিবৃতি চট্টোপাধ্যায়। বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে রূপঞ্জনা মিত্রকে।
advertisement
4/7
•একজন চিত্র পরিচালকের গল্প বলে এই ছবি। সেই ভূমিকায় অভিনয় করেছেন জয়। ছবিতে এই চরিত্রের নাম অভিজিৎ। গত তিনটি ছবিই ফ্লপ করেছে অভিজিতের। 'একটি অসমাপ্ত গল্প' নামে এক উপন্যাস অবলম্বনে ছবি করতে চায় পরিচালক।
•একজন চিত্র পরিচালকের গল্প বলে এই ছবি। সেই ভূমিকায় অভিনয় করেছেন জয়। ছবিতে এই চরিত্রের নাম অভিজিৎ। গত তিনটি ছবিই ফ্লপ করেছে অভিজিতের। 'একটি অসমাপ্ত গল্প' নামে এক উপন্যাস অবলম্বনে ছবি করতে চায় পরিচালক।
advertisement
5/7
•এই পরিচালক এর সঙ্গে কাজ করেন অঞ্জন, এই চরিত্রটিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়। অঞ্জনের মনে হয় এই গল্প নিয়ে ছবি বানানো ঠিক হবে না। এই উপন্যাসের কোনো শেষ নেই। অঞ্জনকে এই উপন্যাসের লেখককে খুঁজতে বলেন অভিজিৎ।
•এই পরিচালক এর সঙ্গে কাজ করেন অঞ্জন, এই চরিত্রটিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়। অঞ্জনের মনে হয় এই গল্প নিয়ে ছবি বানানো ঠিক হবে না। এই উপন্যাসের কোনো শেষ নেই। অঞ্জনকে এই উপন্যাসের লেখককে খুঁজতে বলেন অভিজিৎ।
advertisement
6/7
•এই লেখককে কি খুঁজে পাওয়া যাবে? এই গল্প নিয়ে কী ছবি বানাতে পারবে অভিজিৎ। এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখুন এই ছবি।
•এই লেখককে কি খুঁজে পাওয়া যাবে? এই গল্প নিয়ে কী ছবি বানাতে পারবে অভিজিৎ। এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখুন এই ছবি।
advertisement
7/7
•'এইভাবেই গল্প হোক' ছবির জন্য গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, অমৃতা দে ও কিঞ্জল চট্টোপাধ্যায়।
•'এইভাবেই গল্প হোক' ছবির জন্য গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, অমৃতা দে ও কিঞ্জল চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement