• গত বছরের ১০ ডিসেম্বর উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী, ডান্সার, মডেল দেবলীনা কুমার (Devlina Kumar)। ছবি- ইনস্টাগ্রাম ।
2/ 9
• বিয়ের সবে ৬ মাস অতিক্রান্ত হয়েছে । তাই নতুন বিয়ের গন্ধটা এখনও উবে যায়নি । মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেন দেবলীনা-গৌরব । এমনই এক স্মরণীয় মুহূর্তের ছবি এ বার শেয়ার করলেন দেবলীনা । ছবি- ইনস্টাগ্রাম ।
3/ 9
• দেবলীনা-গৌরবের বিয়ে হয়েছিল খাঁটি হিন্দু মতে । উচ্চারিত হয়েছিল বৈদিক মন্ত্র । তবে সেই বিয়েতে ছিল না কন্যা-সম্প্রদান বা কনকাঞ্জলির মতো প্রথা । আপাদমস্তক বাঙালি সাজে সেজে উঠেছিলেন বরকনে । বিয়ের সমস্ত আচার-রীতেও ছিল খাঁটি বাঙালি ছোঁয়া । ছবি- ইনস্টাগ্রাম ।
4/ 9
• সেই মতোই বিয়ের পরের দিন সকালে অনুষ্ঠিত হয়েছিল ‘ভাতকাপড়’-এর অনুষ্ঠান । এই রীতি অনুযায়ী, বর নতুন বৌয়ের হাতে সাজানো ভাতের থালা আর নতুন শাড়ি তুলে দেয় । অঙ্গীকার করে সারা জীবনের জন্য ভাতকাপড়ের দায়িত্ব নেওয়ার । ছবি- ইনস্টাগ্রাম ।
5/ 9
• তবে এই এক তরফা দায়িত্ব নেওয়ায় বিশ্বাস করেন না দেবলীনা । ভালবাসা হোক আর দায়িত্ব, সবটাই দু’তরফে সমান সমান হওয়া উচিত বলেই তাঁর মত । ছবি- ইনস্টাগ্রাম ।
6/ 9
• তাই ভাতকাপড়ের অনুষ্ঠানে তিনিও গৌরবের দেখভাল করার, তাঁকে ভালবাসার, উপহার দেওয়ার, সমস্ত দায়িত্বই হাসি মুখে নিজের কাঁধে তুলে নেন । অনুষ্ঠানের ছবিগুলিই তাঁর প্রমাণ । ছবি- ইনস্টাগ্রাম ।
7/ 9
• ছবিতে দেখা যাচ্ছে ঘরোয়া অনুষ্ঠানে সাদা-লাল বেনারসী আর ভারী সোনার গয়নায় সেজেছেন দেবলীনা । গৌরবের পরণে হালকা নীল পাঞ্জাবী । ছবি- ইনস্টাগ্রাম ।
8/ 9
• কখনও দেবলীনা’কে খাইয়ে দিচ্ছেন গৌরব, কখনও বরের পাতে ঘি-ভাত পরিবেশন করছেন দেবলীনা । গৌরব তাঁকে উপহার হিসাবে দিচ্ছেন সোনার নেকলেস । পাল্টা দেবলীনা বর’কে পরিয়ে দিচ্ছেন কানের দুল । ছবি- ইনস্টাগ্রাম ।
9/ 9
• সবটাই মিলেমিশে, ভাগাভাগি করে । আর এই পন্থাতেই বিশ্বাসী উত্তম কুমারের নাতবৌ দেবলীনা কুমার । ছবি- ইনস্টাগ্রাম ।
• বিয়ের সবে ৬ মাস অতিক্রান্ত হয়েছে । তাই নতুন বিয়ের গন্ধটা এখনও উবে যায়নি । মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেন দেবলীনা-গৌরব । এমনই এক স্মরণীয় মুহূর্তের ছবি এ বার শেয়ার করলেন দেবলীনা । ছবি- ইনস্টাগ্রাম ।
• দেবলীনা-গৌরবের বিয়ে হয়েছিল খাঁটি হিন্দু মতে । উচ্চারিত হয়েছিল বৈদিক মন্ত্র । তবে সেই বিয়েতে ছিল না কন্যা-সম্প্রদান বা কনকাঞ্জলির মতো প্রথা । আপাদমস্তক বাঙালি সাজে সেজে উঠেছিলেন বরকনে । বিয়ের সমস্ত আচার-রীতেও ছিল খাঁটি বাঙালি ছোঁয়া । ছবি- ইনস্টাগ্রাম ।
• সেই মতোই বিয়ের পরের দিন সকালে অনুষ্ঠিত হয়েছিল ‘ভাতকাপড়’-এর অনুষ্ঠান । এই রীতি অনুযায়ী, বর নতুন বৌয়ের হাতে সাজানো ভাতের থালা আর নতুন শাড়ি তুলে দেয় । অঙ্গীকার করে সারা জীবনের জন্য ভাতকাপড়ের দায়িত্ব নেওয়ার । ছবি- ইনস্টাগ্রাম ।
• তাই ভাতকাপড়ের অনুষ্ঠানে তিনিও গৌরবের দেখভাল করার, তাঁকে ভালবাসার, উপহার দেওয়ার, সমস্ত দায়িত্বই হাসি মুখে নিজের কাঁধে তুলে নেন । অনুষ্ঠানের ছবিগুলিই তাঁর প্রমাণ । ছবি- ইনস্টাগ্রাম ।