Bengali Serials Remake|| ভোজপুরিতে কৃষ্ণকলি, হিন্দি-তামিলে খড়কুটো-মিঠাই, জনপ্রিয়তার শীর্ষে বাংলা ধারাবাহিক

Last Updated:
Bengali Serial: ভোজপুরিতে তৈরি হচ্ছে কৃষ্ণকলি, হিন্দি-তামিলে খড়কুটো-মিঠাই, জনপ্রিয়তার শীর্ষে বাংলা ধারাবাহিকগুলি
1/7
*নয়া পালক নিলিখ-শ্যামার জনপ্রিয়তায়। প্রথমে তেলুগু, তারপর কন্নড়ের পর এ বার ভোজপুরি ভাষায় রিমেক হতে চলেছে 'কৃষ্ণকলি'। ভোজপুরিতে এই ধারাবাহিকের নাম ‘শ্যাম তুলসী’। সংগৃহীত ছবি।
*নয়া পালক নিলিখ-শ্যামার জনপ্রিয়তায়। প্রথমে তেলুগু, তারপর কন্নড়ের পর এ বার ভোজপুরি ভাষায় রিমেক হতে চলেছে 'কৃষ্ণকলি'। ভোজপুরিতে এই ধারাবাহিকের নাম ‘শ্যাম তুলসী’। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*অন্যভাষায় কৃষ্ণকলি তৈরি হওয়ার খবর শুনে বেশ উচ্ছ্বসিত ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha)। সংগৃহীত ছবি। 
*অন্যভাষায় কৃষ্ণকলি তৈরি হওয়ার খবর শুনে বেশ উচ্ছ্বসিত ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha)। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*হিন্দি ও তামিল ভাষাতে তৈরি হতে চলেছে ‘খড়কুটো'। সৌজন্য-গুনগুনের প্রেমের গল্প এখন বাংলার দর্শকদের ঘরে ঘরে। অভিনেতা  কৌশিক রায় (Koushik Roy) এবং অভিনেত্রী তৃণার সাহার (Trina Saha) জুটিকে এ বার দেখতে পাবেন দক্ষিনের দর্শকরা। সংগৃহীত ছবি। 
*হিন্দি ও তামিল ভাষাতে তৈরি হতে চলেছে ‘খড়কুটো'। সৌজন্য-গুনগুনের প্রেমের গল্প এখন বাংলার দর্শকদের ঘরে ঘরে। অভিনেতা  কৌশিক রায় (Koushik Roy) এবং অভিনেত্রী তৃণার সাহার (Trina Saha) জুটিকে এ বার দেখতে পাবেন দক্ষিনের দর্শকরা। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*জানা গিয়েছে, হিন্দি ও তামিল ভাষাতেও গল্প ও চিত্রনাট্যে বিশেষ পরিবর্তন হবে না। চিত্রনাট্যকার হিসেবে থাকবেন লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) নামই। সংলাপ ও পরিচালনার দায়িত্বে অন্য কাউকে বেছে নেওয়া হবে। অভিনয়ের ক্ষেত্রে হিন্দি বা তামিল ভাষার কোনও অভিনেতা-অভিনেত্রীকেও অডিশনের মাধ্যমে বাছা হবে। সংগৃহীত ছবি। 
*জানা গিয়েছে, হিন্দি ও তামিল ভাষাতেও গল্প ও চিত্রনাট্যে বিশেষ পরিবর্তন হবে না। চিত্রনাট্যকার হিসেবে থাকবেন লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) নামই। সংলাপ ও পরিচালনার দায়িত্বে অন্য কাউকে বেছে নেওয়া হবে। অভিনয়ের ক্ষেত্রে হিন্দি বা তামিল ভাষার কোনও অভিনেতা-অভিনেত্রীকেও অডিশনের মাধ্যমে বাছা হবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*Zee Tamil চ্যানেলে খুব তাড়াতাড়ি রিমেক হতে চলেছে 'মিঠাই'। টিআরপি (TRP) তালিকায় প্রায় আঠারো সপ্তাহ ধরে শীর্ষেই রয়েছে 'মিঠাই'। সংগৃহীত ছবি। 
*Zee Tamil চ্যানেলে খুব তাড়াতাড়ি রিমেক হতে চলেছে 'মিঠাই'। টিআরপি (TRP) তালিকায় প্রায় আঠারো সপ্তাহ ধরে শীর্ষেই রয়েছে 'মিঠাই'। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*'মিঠাই'-র তামিল রিমেক 'নিনাইথালে ইলিক্কুম'। সেখানে সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের চরিত্রে অভিনয় করবেন আনন্দ সেলভম। তবে ধারাবাহিকের মূল চরিত্র মিঠাই অর্থাৎ সৌমিতৃষার ভূমিকায় কাকে দেখা যাবে, তা অবশ্য জানা যায়নি। সংগৃহীত ছবি। 
*'মিঠাই'-র তামিল রিমেক 'নিনাইথালে ইলিক্কুম'। সেখানে সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের চরিত্রে অভিনয় করবেন আনন্দ সেলভম। তবে ধারাবাহিকের মূল চরিত্র মিঠাই অর্থাৎ সৌমিতৃষার ভূমিকায় কাকে দেখা যাবে, তা অবশ্য জানা যায়নি। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*প্রসঙ্গত, আগেও 'শ্রীময়ী', 'ইষ্টিকুটুম', 'কুসুম দোলা', 'ওগো বধূ সুন্দরী', 'বউ কথা কও', 'পটল কুমার গানওয়ালা', 'মা', 'ভুতু' -র মতো একাধিক বাংলা সিরিয়াল রিমেক হয়েছে অন্যান্য ভাষায়। সংগৃহীত ছবি।
*প্রসঙ্গত, আগেও 'শ্রীময়ী', 'ইষ্টিকুটুম', 'কুসুম দোলা', 'ওগো বধূ সুন্দরী', 'বউ কথা কও', 'পটল কুমার গানওয়ালা', 'মা', 'ভুতু' -র মতো একাধিক বাংলা সিরিয়াল রিমেক হয়েছে অন্যান্য ভাষায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement