Shreema Bhattacharya: 'এখনও মেনে নিতে পারছি না তুই নেই', খুব কাছের মানুষকে হারালেন শ্রীমা! শোকস্তব্ধ টেলি অভিনেত্রী

Last Updated:
এক কাছের মানুষকে হারালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন অভিনেত্রী।
1/6
এক কাছের মানুষকে হারালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন অভিনেত্রী। সেই পোস্ট থেকেই জানা যাচ্ছে, ভ্রাতৃসম এক বন্ধুকে হারিয়েছেন তিনি।
এক কাছের মানুষকে হারালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন অভিনেত্রী। সেই পোস্ট থেকেই জানা যাচ্ছে, ভ্রাতৃসম এক বন্ধুকে হারিয়েছেন তিনি।
advertisement
2/6
শোক প্রকাশ করতে গিয়ে এক‌‌টি লম্বা আবেগঘন পোস্ট করেছেন শ্রীমা। তিনি লিখছেন, পরিযায়ী পাখিদের ঠিকানা…আমি তোর সাম্রাজ্যে বয়ে চলা বর্তমানের এক প্লাবন নদী/ তুই হলি উপন্যাসের গল্প ,আর আমারা এক একটা অধ্যায়। তোর চোখের পাতায় বিশ্বাস বাঁচে/ যা স্বপ্ন দেখাত আমাদের।। নিস্তব্ধ মোহ কাটিয়ে বলতে যে চাই অনেক কথা, কিন্তু তুই বড্ড বেশি দূরে/ দেখা হবে বন্ধু বাড়ি ফেরার সুরে।। ঠিকএমন এভাবে তুই বেঁচে থাকবি আমাদের স্বভাবে।
শোক প্রকাশ করতে গিয়ে এক‌‌টি লম্বা আবেগঘন পোস্ট করেছেন শ্রীমা। তিনি লিখছেন, পরিযায়ী পাখিদের ঠিকানা…আমি তোর সাম্রাজ্যে বয়ে চলা বর্তমানের এক প্লাবন নদী/ তুই হলি উপন্যাসের গল্প ,আর আমারা এক একটা অধ্যায়। তোর চোখের পাতায় বিশ্বাস বাঁচে/ যা স্বপ্ন দেখাত আমাদের।। নিস্তব্ধ মোহ কাটিয়ে বলতে যে চাই অনেক কথা, কিন্তু তুই বড্ড বেশি দূরে/ দেখা হবে বন্ধু বাড়ি ফেরার সুরে।। ঠিকএমন এভাবে তুই বেঁচে থাকবি আমাদের স্বভাবে।
advertisement
3/6
স্নেহাশিস বসু নামে এই যুবকের সঙ্গে শ্রীমা বেশ কয়েক‌টি ছবি শেয়ার করেছেন। শ্রীমা লিখছেন, ভালো থাকিস ভাই স্নেহা। এখনও মেনে নিতে পারছি না তুই নেই। অনেক কিছু বাকি রয়ে গেল।
স্নেহাশিস বসু নামে এই যুবকের সঙ্গে শ্রীমা বেশ কয়েক‌টি ছবি শেয়ার করেছেন। শ্রীমা লিখছেন, ভালো থাকিস ভাই স্নেহা। এখনও মেনে নিতে পারছি না তুই নেই। অনেক কিছু বাকি রয়ে গেল।
advertisement
4/6
শ্রীমা এই পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়।
শ্রীমা এই পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়।
advertisement
5/6
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমা দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন ৷‌‌
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমা দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন ৷‌‌
advertisement
6/6
তার আগে তিনি অভিনয় করেছেন ‘নাগলীলা’ ধারাবাহিকেও ৷ ছোট পর্দায় ধারাবাহিক ছাড়াও শ্রীমা কাজ করেছেন ওয়েবসিরিজ ও টেলিছবিতেও ৷
তার আগে তিনি অভিনয় করেছেন ‘নাগলীলা’ ধারাবাহিকেও ৷ ছোট পর্দায় ধারাবাহিক ছাড়াও শ্রীমা কাজ করেছেন ওয়েবসিরিজ ও টেলিছবিতেও ৷
advertisement
advertisement
advertisement