Shovan-Sohini Marriage: জল্পনার অবসান! সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী-শোভন! কবে সেই শুভ দিন? কোথায় বসছে বিয়ের আসর?

Last Updated:
Shovan-Sohini Marriage: সূত্রের খবর, ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়। শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে।
1/5
ফের বিয়ের তোড়জোড় টলিপাড়ায়। সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী সোহিনী সরকার আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।
ফের বিয়ের তোড়জোড় টলিপাড়ায়। সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী সোহিনী সরকার আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।
advertisement
2/5
সূত্রের খবর, ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়। শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে।
সূত্রের খবর, ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়। শহর থেকে কিছুটা দূরে একটা ফার্ম হাউজে অনুষ্ঠান হবে।
advertisement
3/5
বিয়ের আগের দিন, ১৪ জুলাই ব্যাচেলার্স পার্টির কথা শোনা যাচ্ছে। পর দিন সকালে কিছু অনুষ্ঠান আছে। তারপর রেজিস্ট্রি ম্যারেজ। পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
বিয়ের আগের দিন, ১৪ জুলাই ব্যাচেলার্স পার্টির কথা শোনা যাচ্ছে। পর দিন সকালে কিছু অনুষ্ঠান আছে। তারপর রেজিস্ট্রি ম্যারেজ। পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
advertisement
4/5
সূত্রের খবর, সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন ধুতি-কুর্তা পরবেন। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ এবং মটন। থাকছে না বিরিয়ানি। চলতি বছর, শীতে ইন্ডাস্ট্রির সকলের জন‍্য একটি পার্টি আয়োজন করা হবে বলে খবর।
সূত্রের খবর, সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন ধুতি-কুর্তা পরবেন। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ এবং মটন। থাকছে না বিরিয়ানি। চলতি বছর, শীতে ইন্ডাস্ট্রির সকলের জন‍্য একটি পার্টি আয়োজন করা হবে বলে খবর।
advertisement
5/5
গত বছর থেকেই টলিপাড়ায় খবর, প্রেম করছেন গায়ক শোভন গঙ্গোপাধ‍্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। যদিও দুই তারকার কেউই এই ব‍্যাপারে বিশেষ কিছুই বলেননি। এবার সাতপাকে বাঁধা পড়ছেন বহুচর্চিত দম্পতি।
গত বছর থেকেই টলিপাড়ায় খবর, প্রেম করছেন গায়ক শোভন গঙ্গোপাধ‍্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। যদিও দুই তারকার কেউই এই ব‍্যাপারে বিশেষ কিছুই বলেননি। এবার সাতপাকে বাঁধা পড়ছেন বহুচর্চিত দম্পতি।
advertisement
advertisement
advertisement