Joy Banerjee Passes Away: অঞ্জন চৌধুরীর ছবির হিরো, চুমকি সঙ্গে প্রেম-ব্রেকআপ, অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, আলোছায়ায় ঘেরা জয় বন্দ্যোপাধ্যায়ের জীবন

Last Updated:
ছিপছিপে সুপুরুষ, মুখে আদ্যপান্ত বাঙালিয়ানার ছাপ৷ প্রসেজনিৎ, চিরঞ্জিতে, তাপস পালের জমনায় জয় বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ফলোইং নেহাত কম ছিল না৷
1/7
একটা সময় তিনি বাংলা ছবির দর্শকদের মন মাতিয়ে রেখেছিলেন৷ টলিউড কাঁপিয়েছেন অভিনেতা৷ পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে রয়েছে তাঁর একের পর হিট৷ সেই সুপারহিট অভিনেতার জীবনযাত্রা থামল আজ, সোমবার৷ তিনি অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়৷
একটা সময় তিনি বাংলা ছবির দর্শকদের মন মাতিয়ে রেখেছিলেন৷ টলিউড কাঁপিয়েছেন অভিনেতা৷ পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে রয়েছে তাঁর একের পর হিট৷ সেই সুপারহিট অভিনেতার জীবনযাত্রা থামল আজ, সোমবার৷ তিনি অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/7
বাংলা ছবির ব্যবসা তখন মধ্য গগনে৷ যদিও সেই সময় শহুরে দর্শক বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন৷ তবে গ্রাম বাংলায় রমরম করে চলত টলিউডের সব ছবি৷ আর সেই সময়ের হিট ছবি ছিল হীরক জয়ন্তী, মিলন তিথি, অপরূপা, ছোট সাহেব, জীবন মরণ, অভাগিনী, সিঁথির সিঁদুর৷ সব ছবিতেই হিরো জয়৷ তিনি তখন মেয়েদের হৃদয়ে৷
বাংলা ছবির ব্যবসা তখন মধ্য গগনে৷ যদিও সেই সময় শহুরে দর্শক বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন৷ তবে গ্রাম বাংলায় রমরম করে চলত টলিউডের সব ছবি৷ আর সেই সময়ের হিট ছবি ছিল হীরক জয়ন্তী, মিলন তিথি, অপরূপা, ছোট সাহেব, জীবন মরণ, অভাগিনী, সিঁথির সিঁদুর৷ সব ছবিতেই হিরো জয়৷ তিনি তখন মেয়েদের হৃদয়ে৷
advertisement
3/7
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয়ের। বিদেশ সরকার পরিচালিত অপরূপা (১৯৮২) ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয়ের। বিদেশ সরকার পরিচালিত অপরূপা (১৯৮২) ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
advertisement
4/7
ছিপছিপে সুপুরুষ, মুখে আদ্যপান্ত বাঙালিয়ানার ছাপ৷ প্রসেজনিৎ, চিরঞ্জিতে, তাপস পালের জমনায় জয় বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ফলোইং নেহাত কম ছিল না৷ তিনি ছিলেন মূলত চুমকি চৌধুরীর হিরো! দু’জনের অনস্ক্রিন এবং অফস্ক্রিন প্রেম ছিল বিশাল চর্চার৷
ছিপছিপে সুপুরুষ, মুখে আদ্যপান্ত বাঙালিয়ানার ছাপ৷ প্রসেজনিৎ, চিরঞ্জিতে, তাপস পালের জমনায় জয় বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ফলোইং নেহাত কম ছিল না৷ তিনি ছিলেন মূলত চুমকি চৌধুরীর হিরো! দু’জনের অনস্ক্রিন এবং অফস্ক্রিন প্রেম ছিল বিশাল চর্চার৷
advertisement
5/7
চুমকির সঙ্গে জয়ের প্রেমও ছিল৷ বিয়ে হওয়ার কথাও ছিল দু’জনের৷ পরিচালক অঞ্জন চৌধুরিকে জয় বন্দ্যোপাধ্যায় ডাকতেন দাদা বলে৷ অঞ্জন চৌধুরি ও তাঁর স্ত্রীর কাছ থেকে অনেক স্নেহ পেয়েছিলেন জয়৷ তবে শেষ পর্যন্ত চুমকির সঙ্গে তাঁর বিয়েটা হয়নি৷ এবং সেই থেকে দু’জনের একসঙ্গে অভিনয়ও বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে সেই নিয়ে জয়ের ছিল আফসোস, পরে অনেক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা৷
চুমকির সঙ্গে জয়ের প্রেমও ছিল৷ বিয়ে হওয়ার কথাও ছিল দু’জনের৷ পরিচালক অঞ্জন চৌধুরিকে জয় বন্দ্যোপাধ্যায় ডাকতেন দাদা বলে৷ অঞ্জন চৌধুরি ও তাঁর স্ত্রীর কাছ থেকে অনেক স্নেহ পেয়েছিলেন জয়৷ তবে শেষ পর্যন্ত চুমকির সঙ্গে তাঁর বিয়েটা হয়নি৷ এবং সেই থেকে দু’জনের একসঙ্গে অভিনয়ও বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে সেই নিয়ে জয়ের ছিল আফসোস, পরে অনেক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা৷
advertisement
6/7
শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। COPD ছিল তাঁর। গত ১৫ অগাস্ট এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। অবস্থার অবনতি হতে থাকে। ১৭ই অগাস্ট ভেন্টিলেশনে চলে যান। এরপর ২৫ অগাস্ট মৃত্যু৷
শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। COPD ছিল তাঁর। গত ১৫ অগাস্ট এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। অবস্থার অবনতি হতে থাকে। ১৭ই অগাস্ট ভেন্টিলেশনে চলে যান। এরপর ২৫ অগাস্ট মৃত্যু৷
advertisement
7/7
এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।
এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।
advertisement
advertisement
advertisement