Joy Banerjee Passes Away: অঞ্জন চৌধুরীর ছবির হিরো, চুমকি সঙ্গে প্রেম-ব্রেকআপ, অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, আলোছায়ায় ঘেরা জয় বন্দ্যোপাধ্যায়ের জীবন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছিপছিপে সুপুরুষ, মুখে আদ্যপান্ত বাঙালিয়ানার ছাপ৷ প্রসেজনিৎ, চিরঞ্জিতে, তাপস পালের জমনায় জয় বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ফলোইং নেহাত কম ছিল না৷
advertisement
advertisement
advertisement
advertisement
চুমকির সঙ্গে জয়ের প্রেমও ছিল৷ বিয়ে হওয়ার কথাও ছিল দু’জনের৷ পরিচালক অঞ্জন চৌধুরিকে জয় বন্দ্যোপাধ্যায় ডাকতেন দাদা বলে৷ অঞ্জন চৌধুরি ও তাঁর স্ত্রীর কাছ থেকে অনেক স্নেহ পেয়েছিলেন জয়৷ তবে শেষ পর্যন্ত চুমকির সঙ্গে তাঁর বিয়েটা হয়নি৷ এবং সেই থেকে দু’জনের একসঙ্গে অভিনয়ও বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে সেই নিয়ে জয়ের ছিল আফসোস, পরে অনেক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা৷
advertisement
advertisement