Bollywood Gossip: ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমরা বড় হয়েছি’, সলমন খানের সঙ্গে বলিউডে কার এত বন্ধুত্ব?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Pooja Basu
Last Updated:
Entertainment: দু’পক্ষ সম্মতি হলে জুটি বাঁধতে কোনও অসুবিধা নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
বলিউড হাঙ্গামা-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করার বিষয়ে জিজ্ঞেস করা হলে জোয়া বলেন, “দারুন ব্যাপার হবে। তিনি মেগাস্টার। অন্যরকমের ব্যক্তিত্ব। বিশাল ফ্যানবেস। তাঁর সঙ্গে কাজ করতে হলে এমন বিষয় খুঁজে বের করতে হবে, যা একই সঙ্গে আমার এবং সলমন, উভয়ের পছন্দসই হয়। পাশাপাশি সলমনের ভক্তদের কথাও মাথায় রাখতে হবে। যে মুহূর্তে আমরা এরকম কোনও গল্প পাব, ব্যস, অনেক মজা হবে।’’
advertisement
সেলিম-জাভেদ জুটির কাজ নিয়ে অ্যামাজন প্রাইমে তৈরি হয়েছে ডকু-সিরিজ ‘অ্যাংরি ইয়ং ম্যান’। এই সিরিজের সহ প্রযোজক জোয়া। ডকু-সিরিজ নিয়ে সলমনের সঙ্গেও আলোচনা করেন তিনি। ভাই তথা অভিনেতা এবং পরিচালক ফারহান আখতারকে নিয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন জোয়া। সাক্ষাৎকারে তিনি বলেন, “দারুন অভিজ্ঞতা। বারান্দায় বসে একসঙ্গে চা খেলাম। কথা হল। সলমনের ভাগ্নেরা ওখানেই ছিলেন। গ্যালাক্সিতে ফিরে যাওয়া এক অন্যরকমের অনুভূতি, আমরা ওখানেই বড় হয়েছি। বাগানে খেলেছি। সব মনে পড়ে যাচ্ছিল।’’






