Home » Photo » entertainment » The Kapil Sharma Show Fame Chandan Prabhakar: প্রাসাদ-সম বাড়ি, Bold স্ত্রী কপিল শর্মা শো'র চাওয়ালা চন্দু, কোটি কোটি টাকার মালিক
The Kapil Sharma Show Fame Chandan Prabhakar: প্রাসাদ-সম বাড়ি, Bold স্ত্রী কপিল শর্মা শো'র চাওয়ালা চন্দু, কোটি কোটি টাকার মালিক
The Kapil Sharma Show Fame Chandan Prabhakar: রাজ প্রাসাদের মত বাড়ি দেখলেই ঘুরবে মাথাও, যেকোনও কোটিপতিকে কয়েক গোল দিতে পারেন চন্দন প্রভাকর
চন্দন প্রভাকর, জাতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ৷ পর্দার চাওয়ালা চরিত্রে অভিনয় করে সবার মন ছুঁয়েছেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
2/ 11
ব্যক্তিগত জীবনে তাঁর জীবনশৈলী অত্যন্ত দারুণ ৷ তাঁর প্রাসাদ সম বাড়ি দেখলেই মাথা ঘুরিয়ে দেবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
3/ 11
চন্দন প্রভাকর ২০১৫ সালে নন্দিনী খান্নাকে বিয়ে করেন ৷ তাঁদের এক কন্যা সন্তান আছে তার নাম আদ্রিকা মাঝে মাঝে নন্দিনী ও আদ্রিকার সঙ্গে ছবি চন্দু ওরফে চন্দন শেয়ার করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
4/ 11
নন্দিনী খান্নাকে দেখে ময় তাঁর সৌন্দর্যে অন্যান্য বহু সুন্দরীদের টক্কর দিতে পারেন ৷ তবে খবরের শিরোনাম থেকে বহু দূরে থাকতে ভালবাসেন নন্দিনী খান্না ৷ তাই প্রচারের আলোতে তিনি নেই বললেই চলে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
5/ 11
নন্দিনী প্রথম মুম্বইয়ে আয়োজিত দ্য কপিল শর্মা শো ও গিন্নি চতরথের বিয়ের রিসেপশনে দেখতে পাওয়া গিয়েছিল ৷ তখনই প্রকাশ্যে আসেন গিন্নি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
6/ 11
চন্দন প্রভাকরের বাড়ি কোনও প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় ৷ বেশিরভাগ সময়েই চন্দন বাড়ির সমস্ত ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
7/ 11
রিপোর্টে জানতে পারা গিয়েছে ২০২১ সালের হিসাবে চন্দন প্রভাকরের (Chandan Prabhakar Net Worth) মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
8/ 11
চন্দন প্রভাকর ব্যক্তিগত জীবনে রয়্যাল লাইফই পছন্দ করেন ৷ মানুষকে হাসিয়েই লক্ষ লক্ষ টাকা রোজগার করেন চন্দন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
9/ 11
চন্দন প্রভাকরের (Chandan Prabhakar Car) গাড়ির খুব শখ আছে ৷ নামী দামি গাড়ির শখ আছে চন্দনের তাঁর কাছে BMW 3 Series 320D-এর মত গাড়িও আছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
10/ 11
কপিল শর্মা ও চন্দন প্রভাকর একে অপরকে দীর্ঘ সময় ধরে চেনেন ৷ একসঙ্গে সংঘর্ষের জীবনযাপন করেছেন তাঁরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
11/ 11
প্রতি পর্বের জন্য চন্দন চার্জ করেন ৫-৭ লক্ষ টাকা ৷ টিভি ছাড়া চন্দন সমঝো, পাওয়ার কাট, ডিস্কো সিং, জজ সিং এলএলবির মত ছবিতে অভিনয় করেছেন চন্দন প্রভাকর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷