Tannishtha Chatterjee Actress Cancer: ফোর্থ স্টেজ ক্যানসারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী, মারণরোগ গ্রাস করছে শরীর, মন খারাপ করা পোস্ট তন্নিষ্ঠার

Last Updated:
Tannishtha Chatterjee Actress Cancer: বাংলায় 'বিবর' ছবিতে নজর কেড়েছিলেন তন্নিষ্ঠা। 'গুলাব গ্যাং', 'জোরাম', 'পার্চড', 'ইয়েলো বাস', 'বেয়ন্ড দ্য ক্লাউডস'-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
1/11
মারণ ক্যানসারের থাবা বিখ্যাত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের শরীরে। ফোর্থ স্টেজ ওলিগো মেটাস্টেটিক ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি।
মারণ ক্যানসারের থাবা বিখ্যাত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের শরীরে। ফোর্থ স্টেজ ওলিগো মেটাস্টেটিক ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি।
advertisement
2/11
বাংলায় 'বিবর' ছবিতে নজর কেড়েছিলেন তন্নিষ্ঠা। 'গুলাব গ্যাং', 'জোরাম', 'পার্চড', 'ইয়েলো বাস', 'বেয়ন্ড দ্য ক্লাউডস'-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত তন্নিষ্ঠা।
বাংলায় 'বিবর' ছবিতে নজর কেড়েছিলেন তন্নিষ্ঠা। 'গুলাব গ্যাং', 'জোরাম', 'পার্চড', 'ইয়েলো বাস', 'বেয়ন্ড দ্য ক্লাউডস'-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত তন্নিষ্ঠা।
advertisement
3/11
সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই তুলে ধরেছেন তিনি। আট মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই তুলে ধরেছেন তিনি। আট মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি।
advertisement
4/11
আট মাস আগে স্তন ক্যানসার ধরা পড়ে তাঁর। আর তারপরেই শুরু হয় বাঁচার লড়াই। একটু ভাল থাকার লড়াই। ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে সাধের চুল ও।
আট মাস আগে স্তন ক্যানসার ধরা পড়ে তাঁর। আর তারপরেই শুরু হয় বাঁচার লড়াই। একটু ভাল থাকার লড়াই। ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে সাধের চুল ও।
advertisement
5/11
তবে হার মানেননি তন্নিষ্ঠা, মানবেনও না। ক্যানসার তাঁর মুখ থেকে কেড়ে নিতে পারেনি হাসি। সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই লিখলেন অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
তবে হার মানেননি তন্নিষ্ঠা, মানবেনও না। ক্যানসার তাঁর মুখ থেকে কেড়ে নিতে পারেনি হাসি। সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই লিখলেন অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
advertisement
6/11
তাঁর কথায়, ''সব কিছু ভেঙে পড়লেও আমি ভেঙে যাইনি। আমার সবচেয়ে বড় শিক্ষা হল—মানুষ এখনও যত্নশীল, শুধু তাদের কাছে হাত বাড়াতে হয়।''
তাঁর কথায়, ''সব কিছু ভেঙে পড়লেও আমি ভেঙে যাইনি। আমার সবচেয়ে বড় শিক্ষা হল—মানুষ এখনও যত্নশীল, শুধু তাদের কাছে হাত বাড়াতে হয়।''
advertisement
7/11
রবিবার ইনস্টাগ্রাম পোস্টে তন্নিষ্ঠা লেখেন, ''গত আট মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়—এটি বলতে হলে সত্যিই কম বলা হবে। যেন বাবা ক্যানসারে হারানো যথেষ্ট ছিল না। আট মাস আগে আমাকে ধরা পড়ল চতুর্থ পর্যায়ের ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার। কিন্তু এই পোস্টটি কষ্টের জন্য নয়, বরং ভালবাসা ও শক্তি নিয়ে।''
রবিবার ইনস্টাগ্রাম পোস্টে তন্নিষ্ঠা লেখেন, ''গত আট মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়—এটি বলতে হলে সত্যিই কম বলা হবে। যেন বাবা ক্যানসারে হারানো যথেষ্ট ছিল না। আট মাস আগে আমাকে ধরা পড়ল চতুর্থ পর্যায়ের ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার। কিন্তু এই পোস্টটি কষ্টের জন্য নয়, বরং ভালবাসা ও শক্তি নিয়ে।''
advertisement
8/11
আরও লেখেন নায়িকা। জানান, ''ভাবছিলাম এমন অবস্থায় পরিস্থিতি এর থেকেও খারাপ হতে পারে না—৭০ বছরের মা এবং ৯ বছরের একমাত্র কন্যা, দু’জনেই পুরোপুরি আমার উপর নির্ভরশীল। তবুও এই অন্ধকার মুহূর্তগুলিতে আমি এমন এক অসাধারণ ভালোবসার সন্ধান পেলাম, যা পাশে থাকে এবং কখনও একা অনুভব করতে দেয় না।''
আরও লেখেন নায়িকা। জানান, ''ভাবছিলাম এমন অবস্থায় পরিস্থিতি এর থেকেও খারাপ হতে পারে না—৭০ বছরের মা এবং ৯ বছরের একমাত্র কন্যা, দু’জনেই পুরোপুরি আমার উপর নির্ভরশীল। তবুও এই অন্ধকার মুহূর্তগুলিতে আমি এমন এক অসাধারণ ভালোবসার সন্ধান পেলাম, যা পাশে থাকে এবং কখনও একা অনুভব করতে দেয় না।''
advertisement
9/11
এমন পরিস্থিতিতে পাশে পেয়েছেন বন্ধুদের। তাঁদের ছবি পোস্ট করে তন্নিষ্ঠা লিখেছেন, 'আমি এই শক্তি ও ভালবাসা পেয়েছি আমার বন্ধু ও পরিবারের কাছ থেকে, যারা আমার সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছে এবং সত্যিকারের হাসি ফিরিয়ে এনেছে। আজকের এই প্রযুক্তিপ্রধান দুনিয়ায়, মানুষই সেই অসাধারণ শক্তি, যার সহমর্মিতা, উপস্থিতি এবং ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে।'
এমন পরিস্থিতিতে পাশে পেয়েছেন বন্ধুদের। তাঁদের ছবি পোস্ট করে তন্নিষ্ঠা লিখেছেন, 'আমি এই শক্তি ও ভালবাসা পেয়েছি আমার বন্ধু ও পরিবারের কাছ থেকে, যারা আমার সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছে এবং সত্যিকারের হাসি ফিরিয়ে এনেছে। আজকের এই প্রযুক্তিপ্রধান দুনিয়ায়, মানুষই সেই অসাধারণ শক্তি, যার সহমর্মিতা, উপস্থিতি এবং ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে।'
advertisement
10/11
এই ক্যানসারে টিউমরের মাধ্যমে রোগীর শরীরের সীমিত সংখ্যক স্থানে ছড়িয়ে পড়ে। এই ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে জীবনযাপন কঠিন হয়ে উঠেছে তন্নিষ্ঠার।
এই ক্যানসারে টিউমরের মাধ্যমে রোগীর শরীরের সীমিত সংখ্যক স্থানে ছড়িয়ে পড়ে। এই ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে জীবনযাপন কঠিন হয়ে উঠেছে তন্নিষ্ঠার।
advertisement
11/11
গত কয়েক মাস প্রবল চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন বলে জানিয়েছেন সাক্ষাৎকারে। তন্নিষ্ঠার বাবা মারা যান ক্যানসারে। ইনস্টাগ্রামে কেমো নেওয়ার ফলে তাঁর চুল পড়ে যাওয়া ন্যাড়া মাথার ছবি পোস্ট করেছেন তিনি।
গত কয়েক মাস প্রবল চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন বলে জানিয়েছেন সাক্ষাৎকারে। তন্নিষ্ঠার বাবা মারা যান ক্যানসারে। ইনস্টাগ্রামে কেমো নেওয়ার ফলে তাঁর চুল পড়ে যাওয়া ন্যাড়া মাথার ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement