Tannishtha Chatterjee Actress Cancer: ফোর্থ স্টেজ ক্যানসারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী, মারণরোগ গ্রাস করছে শরীর, মন খারাপ করা পোস্ট তন্নিষ্ঠার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tannishtha Chatterjee Actress Cancer: বাংলায় 'বিবর' ছবিতে নজর কেড়েছিলেন তন্নিষ্ঠা। 'গুলাব গ্যাং', 'জোরাম', 'পার্চড', 'ইয়েলো বাস', 'বেয়ন্ড দ্য ক্লাউডস'-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রবিবার ইনস্টাগ্রাম পোস্টে তন্নিষ্ঠা লেখেন, ''গত আট মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়—এটি বলতে হলে সত্যিই কম বলা হবে। যেন বাবা ক্যানসারে হারানো যথেষ্ট ছিল না। আট মাস আগে আমাকে ধরা পড়ল চতুর্থ পর্যায়ের ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার। কিন্তু এই পোস্টটি কষ্টের জন্য নয়, বরং ভালবাসা ও শক্তি নিয়ে।''
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে পাশে পেয়েছেন বন্ধুদের। তাঁদের ছবি পোস্ট করে তন্নিষ্ঠা লিখেছেন, 'আমি এই শক্তি ও ভালবাসা পেয়েছি আমার বন্ধু ও পরিবারের কাছ থেকে, যারা আমার সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছে এবং সত্যিকারের হাসি ফিরিয়ে এনেছে। আজকের এই প্রযুক্তিপ্রধান দুনিয়ায়, মানুষই সেই অসাধারণ শক্তি, যার সহমর্মিতা, উপস্থিতি এবং ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে।'
advertisement
advertisement