কপিল শর্মা শো-তে প্রথম থেকেই নজর কেড়েছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ তবে শুধু শোয়ের জন্য নয় ৷ ঠোঁটকাটা হওয়ার জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন সুমনা ৷ নারী দিবসেও চুপ থাকলেন না এই বাঙালি অভিনেত্রী ৷ বোল্ড ছবি পোস্ট করে অভিনেত্রী সোজা জানিয়ে দিলেন, শুধু নিজের মনের কথা শুনুন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুমনা লিখলেন, বিকিনি পরি বা শাড়ি কিংবা প্যান্ট ৷ কারও কিছু বলার নেই ৷