Bidisha De Majumder Death: 'আমি একা হয়ে যেতে চাইতাম, খুব একা', সুইসাইড নোটে কেন এমনটা লিখলেন বিদিশা?

Last Updated:
Bidisha De Majumder Death: বারবার উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য যেন তাঁর জীবনের কাউকে দায়ী করা না হয়৷
1/5
উচ্চাশা থেকেই হতাশা৷ অনেক অসুবিধা থেকেই এই সিদ্ধান্ত৷ তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷ নিজের সুইসাইড নোটে এমনটাই লিখেছেন বিদিশা দে মজুমদার৷
উচ্চাশা থেকেই হতাশা৷ অনেক অসুবিধা থেকেই এই সিদ্ধান্ত৷ তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷ নিজের সুইসাইড নোটে এমনটাই লিখেছেন বিদিশা দে মজুমদার৷
advertisement
2/5
বারবার উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য যেন তাঁর জীবনের কাউকে দায়ী করা না হয়৷
বারবার উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য যেন তাঁর জীবনের কাউকে দায়ী করা না হয়৷
advertisement
3/5
বিদিশার বান্ধবীরা জানিয়েছেন, এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বিদিশার। কিন্তু সেই সম্পর্ক মোটেই ভাল চলছিল না বেশ কিছুদিন। অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন যুবক।
বিদিশার বান্ধবীরা জানিয়েছেন, এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বিদিশার। কিন্তু সেই সম্পর্ক মোটেই ভাল চলছিল না বেশ কিছুদিন। অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন যুবক।
advertisement
4/5
বিদিশার বন্ধুরা দাবি করেছেন যে তিনি তার প্রেমিকের উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং সেই নিয়েই সম্প্রতি বিষন্ন থাকতেন বিদিশা। একই সঙ্গে বলা হচ্ছে বিদিশা একজন সমকামী ছিলেন। আত্মহত্যার দিন বিদিশা তার সঙ্গীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন 'আই লাভ ইউ বউ' (ছবি ফেসবুক)
বিদিশার বন্ধুরা দাবি করেছেন যে তিনি তার প্রেমিকের উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং সেই নিয়েই সম্প্রতি বিষন্ন থাকতেন বিদিশা। একই সঙ্গে বলা হচ্ছে বিদিশা একজন সমকামী ছিলেন। আত্মহত্যার দিন বিদিশা তার সঙ্গীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন 'আই লাভ ইউ বউ' (ছবি ফেসবুক)
advertisement
5/5
তবে নিজের সুইসাইড নোটে বিদিশা এঁদের কারও উল্লেখই করেননি৷ তিনি বারবার বলেছেন যে তিনি একা হয়ে যেতে চাইতেন৷
তবে নিজের সুইসাইড নোটে বিদিশা এঁদের কারও উল্লেখই করেননি৷ তিনি বারবার বলেছেন যে তিনি একা হয়ে যেতে চাইতেন৷
advertisement
advertisement
advertisement